হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন?

অনেক দিন পরে আবার ফিরে এলাম নতুন কিছু নিয়ে।

তাহলে শুরু করা যাক চলুন?

আজের টপিক টা হচ্ছে কিভাবে আপনার কম্পিউটারে লিনাক্স মিন্ট ইন্সটল করবেন ।

তাহলে রেডি হয়ে যান?

ইন্সটল করার আগে বলেন আপনি মিন্ট কেন ইন্সটল দেবেন?

জেনে নিন কেন ইউজ করবেন লিনাক্স মিন্ট!

লিনাক্স মিন্টঃ

Linux Mint বর্তমান ভার্সন ১৯.১ । এর কোডনেম রাখা হয়েছে Tessa। বরাবরের মতই, মিন্টের নাম মেয়েদের নামে রাখা হয়েছে। তবে নামটা তিশা না, টেসা :p । মিন্ট ১৯ এর মতই ১৯.১ পাওয়া যাবে মিন্টের ফ্লাগশিপ সিনামন (Cinnamon) সহ তিনটা ডেস্কটপ ইন্টারফেসে। বাকি দুটি হলো: এক্সএফসিই (XFCE) ও মাতে (Mate)।

মিন্ট ১৯.১ তৈরি হয়েছে উবুন্টু ১৮.০৪ প্যাকেজ বেজের উপর ভিত্তি করে। লিনাক্স কার্ণেল ভার্সন ৪.১৫। সিনামন এডিশনে রয়েছে সিনামন ৪.০। এটি ২০২৩ সাল পর্যন্ত সাপোর্ট পাবে। ২০২০ সাল পর্যন্ত মিন্টের সকল রিলিজই এর একই প্যাকেজ বেজ ব্যবহার করবে।

নতুন যা আছেঃ

মিন্টের মেইন ফোকাস সিনামন ডেস্কটপ এনভায়রনমেন্টে কিছু উন্নতি আনা হয়েছে। এর মধ্যে আছে মডার্ন ডেস্কটপ লেআউট, যা প্যানেলকে মডার্ণ লুক দিবে। এছাড়া পূর্বের ন্যায় ট্রেডিশনাল লেআউটে সুইচের সুবিধা থাকছে। প্যানেল কনফিগারেশনের জন্য আরো সুবিধা যুক্ত করা হয়েছে।

মিন্টের ওয়ালপেপারগুলো বরাবরই সুন্দর। নতুন ভার্সনে নতুন নতুন ওয়ালপেপার থাকছে

Mint-Y, Mint-Y-Dark ও Mint-Y-Darker থিমগুলো এখন অ্যাকুয়া, ব্লু, ব্রাউন, গ্রে, অরেঞ্জ, পিঙ্ক, পার্পল, রেড, স্যান্ড ও টীল কালারে এভিলেবল। Mint-Y থিমগুলোতে কনট্রাস্ট বাড়ানো হয়েছে।

চালাতে যা লাগবে

অবশ্যই একটি কম্পিউটার আপনার লাগবে মিন্ট চালাতে। অন্তত এক জিবি র্যাম, তবে দুই জিবি ছাড়া এদিকে না আসাই ভালো। হার্ডডিস্ক স্পেস প্রয়োজন ১৫-২০ জিবি। আর স্ক্রিন রেজ্যুলেশন কমপক্ষে আমার মত 1024*768 না হলে ভালো অভিজ্ঞতা হবে না।

ফাইল ম্যানেজার নিমো এখন আগের চেয়ে অপটিমাইজড এবং তিনগুণ গতিসম্পন্ন। ডেস্কটপ সেটিংসে উন্নতি আনা হয়েছে। নিমোতে এখন ফাইল তৈরির সময় দেখা যাবে। এছাড়াও এতে আরো ইম্প্রুভমেন্ট রয়েছে।

আপডেট ম্যানেজারে কার্ণেল প্রদর্শন ও অপ্রয়োজনীয় কার্নেল রিমুভের সুবিধা যুক্ত হয়েছে। সফটওয়্যার সোর্স অ্যাপে নতুন লুক আনা হয়েছে। ইনপুট মেথড ও ল্যাঙ্গুয়েজ সেটিংসকে দুটি পৃথক অ্যাপ যুক্ত হয়েছে। Fctix সাপোর্টকে উন্নত করা হয়েছে। XApps যেমন XReader, Xed প্রভৃতিতে ইম্প্রুভমেন্ট আনা হয়েছে।

ডাউনলোড/আপগ্রেডঃ

পছন্দের লিনাক্স মিন্ট এডিশনটি ডাউনলোড করে নেওয়া যাবে এখানে । সম্ভাব্য সর্বোচ্চ গতি পেতে ডাউনলোডের সময় মিরর লিস্ট থেকে বাংলাদেশি XeonBD মিরর বা dhakaCom মিরর ব্যবহার করতে পারেন। সিনামন  এডিশন মিন্টের ফ্লাগশিপ

ডাউনলোড করা শেষ?

এবার তাহলে ইন্সটল করা যাক নাকি?

এখন VirtualBox ডাউনলোড করে নেন। লিঙ্ক এখানে https://www.virtualbox.org/wiki/Downloads। ইন্সটল করেন তাহলে?

ফলো করেন এই ইন্সট্রাকশন গুলো

 

How to install Linux Mint in VirtualBox

 

 

How to install Linux Mint in VirtualBox

 

How to install Linux Mint in VirtualBox

 

How to install Linux Mint in VirtualBox

 

How to install Linux Mint in VirtualBox

 

How to install Linux Mint in VirtualBox

 

স্ক্রিনশট গুলা ফলো করলেই ব্যাপারটা বুঝতে পারবেন।

এবার ওপেন করুণ আর এই ছোট্ট ভিডিওটা দেখে ফেলুন।

এইভাবে ভার্চুয়াল বক্স ইন্সটল করেন এবং ভিডিও দেখে মিন্ট ইন্সটল করে ফেলুন ।

কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন।

ও হ্যাঁ, আমার একটা ব্লগ আছে মাঝে মাঝে লিখি । ইচ্ছা করলে ঘুরে আসতে পারেন ”সি টেকব্লগ

6 thoughts on "ইন্সটল করুণ লিনাক্স মিন্ট | ব্যাসিক থেকে এডভান্সড ২০১৯"

    1. Shishir Author Post Creator says:
      Thanks bro
  1. কাব্য Author says:
    windows+linux
    একথে চালাতে পারবো কি?
    Dual care E5700 CPU 3.00GHz
    3 gb ram a
    1. Shishir Author Post Creator says:
      hm parben ami duita use kori ei ta dekhen http://prntscr.com/neshul
  2. Shifat Hassan Contributor says:
    bro 2ta post korba ai bishoa…1.kibhabe Android uroot phone a wifi hack korbo………2. kali linux install korbo (unroot androidd phone)
    1. Shishir Author Post Creator says:
      Okay bro try korbo khub tara tari post korar, Thank bro.

Leave a Reply