প্রিয় ট্রিকবিডির ব্যবহারকারী এবং ভিজিটর,
আশা করছি বর্তমান পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিয়ে মায়াবী পৃথিবীর অপরূপ সুন্দরতা উপভোগ করছেন।
আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করবো সেই বিষয়টা হলো

“ডার্কওয়েবের জনপ্রিয় একটা ফোরাম ওয়েবসাইটকে কীভাবে ব্যবহার করবেন, এবং ডার্কওয়েবের ফোরামে মূলত কী পাওয়া যায় এই বিষয় আজকের টিউটোরিয়াল আমার”

যদিও ধরতে গেলে এটা রিকুয়েস্ট মূলক টিউটোরিয়াল; ট্রিকবিডির একজন ইউজার আমার কাছে জানতে চেয়েছিলো ডার্কওয়েবে কী ট্রিকবিডির মতো কোনো ফোরাম ওয়েবসাইট আছে কী, যদিও দুঃখের সাথে আমাকে জানাতে হচ্ছে একদম ট্রিকবিডির মতো কোনো ফোরাম ওয়েবসাইট নাই যেখানে একজন হ্যাকার অথবা সিকিউরিটি এক্সপার্ট ফ্রিতে কিছু শেয়ার করে।

ভিপিএস থেকে শুরু করে সকল রকমের হোস্টিং, মোবাইল ডিভাইস, ল্যাপটপ, ডেক্সটপ, বিভিন্ন একাউন্টস, ক্রেডিট কার্ড ইত্যাদি হ্যাক করে দেওয়ার সার্ভিস ডার্কওয়েবের ফোরামে দেওয়া হয়। আর এটা করতে তারা পেমেন্ট নিয়ে থাকে তবে হ্যাঁ আপনি তাদের টাকা অথবা ডলার দিয়ে পেমেন্ট করতে পারবেন না, ডার্কওয়েবের পেমেন্ট মেথড বিটকয়েনের মাধ্যমে করা হয়ে থাকে কারণ বিটকয়েন দ্বারা পেমেন্ট করলে হ্যাকারকে অনুসন্ধান করা খুবই কষ্টকর একটা বিষয় হয়ে যায়।

আর আপনি যদি বিটকয়েন কী বা বিটকয়েন কেনো ব্যবহার করে হ্যাকার আর বিটকয়েন কী ব্যবহার করা লিগ্যাল এই বিষয়ে কোনো টিউটোরিয়াল চান তাহলে অবশ্যই মন্তব্য করে জানাবেন আমি বিস্তারিত তথ্যসহ এই বিষয়ে টিউটোরিয়াল করার যথেষ্ট চেষ্টা করে থাকবো।

যদিও ডার্কওয়েবে সকলেই পেমেন্ট নিয়ে সাহায্য করে তবে অনেকেই পেমেন্ট বাদে সাহায্য করে বলে নিজেকে তুলে ধরে; তবে আদৌ কেউ ফ্রিতে সাহায্য পেয়েছে কী এমন রেকর্ড অনুসন্ধান করাও মুশকিল। হয়তো সাহায্যের থেকে অসুবিধা বেশী উপভোগ করেছেন ভিকটিম কারণ যদি বিটকয়েন না নেয় তাহলে ওই হ্যাকার বা সিকিউরিটি এক্সপার্টের কোনো লাভ হচ্ছে না আপনাকে সাহায্য করে যদি ফ্রিতে সাহায্য করার প্রলোভন দেখায় তাহলে অবশ্যই নিজ বিবেচনায় এড়িয়ে চলবেন, নয়তো বিপদ এসে কড়া নাড়বে আপনার শহরে।

আজকে আমি যে ফোরামটা আপনাদের চিনাবো, মূলত এইখানে আপনারা বিভিন্ন হ্যাকিং রিলেটেড তথ্য পাবেন সেই সাথে ভিন্ন রকমের টপ সিক্রেটও অনেক ফাইল পেয়ে যাবেন আর আমি যে ফোরামটা চিনিয়ে দিবো ওটা খুবই জনপ্রিয় একটা ফোরাম।

এই ফোরামে প্রবেশ করতে হলে আপনাকে http://onionlandbakyt3j.onion লিংকটিতে প্রবেশ করতে হবে। যদিও জানেন ডার্কওয়েবে সাধারণ ওয়েবের মতো অ্যাক্সেস করা যায় না অতএব ডার্কওয়েবে কীভাবে অ্যাক্সেস করতে হয় আশা করি আপনারা জানেন আর আমি ডার্কওয়েবে হ্যাকারদের সাথে অথবা বিভিন্ন সিকিউরিটি এক্সপার্ট আর চাইলে নিজের নিমন্ত্রিত কারো সাথে নিজেকে লুকিয়ে কীভাবে কথা বলবেন দেখুন টিউটোরিয়ালেও দেখিয়ে দিয়েছি যে আপনি কীভাবে ডার্কওয়েব অ্যাক্সেস করবেন তো আশা করি নতুন করে বিষয়টা না বললেও আপনারা পারবেন এবং লিংকটি প্রবেশ করলে আপনারা নিচের স্ক্রিনশটের মতো ফোরামটি পেয়ে যাবেন।

এখন নিচের স্ক্রিনশট’টি দেখুন বিভিন্ন অথর ভিন্ন বিষয়ে নানা রকমের প্রশ্ন এবং উত্তর নিয়ে বিষয় তৈরি করেছে।

নিচের স্ক্রিনশট’টি দেখুন, মূলত এই ফোরামে বিভিন্ন প্রোগ্রামারকেও ভাড়া নেওয়া সম্ভব। এইখানে বিভিন্ন অথর নিজেদের প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী মনের ভাব প্রকাশ করে থাকেন।

নিচের স্ক্রিনশট দেখুন বিভিন্ন প্রশ্নের মূল্যবান মন্তব্য প্রকাশ করে সাহায্য করছেন বিভিন্ন হ্যাকার এবং সিকিউরিটি এক্সপার্টগণ।

এইবার নিচের স্ক্রিনশট দেখুন, একজন অথরের প্রোফাইল আপনি দেখতে পাচ্ছেন এবং সেখানে মেসেজ অপশনও আপনি দেখতে পাচ্ছেন অর্থাৎ এই ফোরাম ওয়েবসাইটে আপনি আপনার সিলেক্টেড একজনকে মেসেজ করতে পারবেন একদমই সোশ্যাল নেটওয়ার্কের মতো আবার তার প্রোফাইলে প্রদান করা কিছু তথ্যও আপনার দেখার সুযোগ থাকবে।

মনোযোগী হওয়ার বিষয় হলো আপনি কোনো অথরকে মেসেজ এবং বিভিন্ন টপ সিক্রেট ফাইল অনুসন্ধান এবং ফোরামের যাবতীয় সুবিধা উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই এই ফোরামে নিবন্ধন করে নিতে হবে।

নিবন্ধন করতে বেশী কিছুর প্রয়োজন পড়বে না, আপনি যেকোনো জাল ইমেইল দ্বারা একাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন তবে আমি বলবো আপনি অবশ্যই ডার্কওয়েবের ইমেইল সার্ভিস ব্যবহার করবেন নয়তো বিপদের ভয় থাকতেই পারে।

সর্তকতাঃ অবশ্যই কখনো এই ফোরামে কোনো জায়গাতে নিজের পার্সোনাল তথ্য শেয়ার করবেন না এবং কেউ আপনার সাথে যোগাযোগ করে আপনার বিষয় জানতে চাইলে অবশ্যই কিছু জানাবেন না। এইখানে নিবন্ধন করতে অবশ্যই ডার্কওয়েবের ইমেইল সার্ভিস ব্যবহার করবেন। আর আপনি যদি আমার নিষেধ করা বিষয় গুলো এড়িয়ে যান এবং নিজের তথ্য কাউকে শেয়ার করেন তাহলে নিজ বিবেচনায় করবেন আপনার এই কর্মের কারণে আপনি বিপদের সম্মুখীন হলে r1d3x0r এবং ট্রিকবিডি এটার জন্য দায়ী থাকবে না।

আশা করি আমি আপনাদের সুন্দর এবং সহজ ভাবে বুঝাতে সক্ষম হয়েছি।

ভালো থাকুন সুস্থ থাকুন প্রিয় মানুষকে ভালো রাখুন সবসময় পজিটিভ থাকুন সকল সময় মোটিভেট থাকুন; ধন্যবাদ।

21 thoughts on "(r1d3x0r) ডার্কওয়েবের জনপ্রিয় ফোরাম দ্বারা যেভাবে টেকনোলজিকে জানবেন এবং বিভিন্ন টপ সিক্রেট ফাইল যেভাবে অনুসন্ধান করবেন দেখে নিন।"

    1. r1d3x0r Author Post Creator says:
      প্রিয়,
      আপনাকে অগণিত ধন্যবাদ প্রকাশ করছি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানানোর জন্য।
  1. Zorex Zira Author says:
    Thanks For Share
    1. r1d3x0r Author Post Creator says:
      প্রিয়,
      আপনাকে অগণিত ধন্যবাদ প্রকাশ করছি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানানোর জন্য।
  2. alamgir02 Contributor says:
    darkweb a ki vabe movie/natok download janaben please.
    1. r1d3x0r Author Post Creator says:
      প্রিয়,
      আপনাকে অগণিত ধন্যবাদ প্রকাশ করছি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানানোর জন্য।
      তবে আপনার চাহিদা যদি ডার্কওয়েবের মুভি অথবা নাটক দেখা হয়ে থাকে তাহলে দুঃখের সাথে জানাচ্ছি ডার্কওয়েবে মুভি অথবা নাটক পাবলিশ হয় না। মূলত ডার্কওয়েবে এডাল্ট ভিডিও কনটেন্ট পাওয়া যায়, আর Surface ওয়েবে যে মুভি অথবা নাটক গুলো লেইটে পাবলিশ হয় ওইগুলো ডার্কওয়েবে তাড়াতাড়ি করে কিছু হ্যাকার পাবলিশ করে তবে ওই সকল মুভিতে Malicious Code Inject করা থাকে।

      আর ডার্কওয়েবে নির্যাতন, ধর্ষণ, খুন ইত্যাদির লাইভ রেকর্ডিং করা হয় রেডরুম নামের একটা ওয়েবসাইটে যেখানে রেডরুম ওয়েবসাইটের এডমিনিস্ট্রেটর বিটকয়েন নিয়ে ওই ওয়েবসাইটে অ্যাক্সেস দিয়ে থাকে এবং আপনাকে মন্তব্য করার সুযোগ প্রদান করে এবং শুধু তাই না আপনি যেভাবে অত্যাচার করতে বলবেন ওইভাবেই অত্যাচার করে দেখাবে।

      ধন্যবাদ।

  3. alamgir02 Contributor says:
    darkweb a shei new movie gula taratari download korte ki bitcoin ar proyon porbe..
    1. r1d3x0r Author Post Creator says:
      প্রিয়,
      আপনাকে অগণিত ধন্যবাদ প্রকাশ করছি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানানোর জন্য।
      আর সেই সাথে আপনাকে জানাচ্ছি, ডার্কওয়েবে ফ্রিতে কাউকে কিছুই দেওয়া হয় না, হয়তো কিছু এডাল্ট ভিডিও কনটেন্টের সাইট আছে যেখানে ফ্রিতে কনটেন্ট গুলো দেখা যায় তবে ওই সকল সাইটে সাইট এডমিনিস্ট্রেটরগণ বিভিন্ন রকমের ক্ষতিকর কোড ইনজেক্ট করে থাকে। ব্যবহারকারী যদি তাদের ফাঁদে আটকে চায় তাহলে আক্রমণকারী নিজের উদ্দেশ্য প্রকাশিত করে।

      আর ডার্কওয়েবের মুভি ওয়েবসাইট গুলো বিটকয়েন নিয়ে মুভির অ্যাক্সেস লিংক দিয়ে থাকে তবে সেটা ১০০% নিরাপদ হবে কী আমি নিজেও বলতে পারবো না কারণ নিরাপদ হয় না বেশীরভাগ; আর কিছু সাইট আছে ফ্রিতে শেয়ার করে তবে ওই সাইট গুলো থেকে আপনার ডিভাইস হ্যাক হয়ে যেতে পারে কারণ কনটেন্ট গুলোর প্রোগ্রামিংই এমনভাবে করা হয়েছে।

      আর হ্যাক করে তাদের লাভ হলো, আপনার ডেক্সটপ অথবা ল্যাপটপের গুরুত্বপূর্ণ ফাইল গুলো তারা নিজেদের প্রোগ্রাম দিয়ে Encryption করে ফেলে এবং ফাইল গুলো আপনার প্রয়োজনীয় হলে অবশ্যই আপনার Decrypting করার দরকার হবে আর Decrypt করতে হ্যাকারকে বিটকয়েন দিতে হবে।

      আবারও ধন্যবাদ আপনাকে।

    1. r1d3x0r Author Post Creator says:
      প্রিয়,
      আপনাকে অগণিত ধন্যবাদ প্রকাশ করছি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানানোর জন্য।
  4. TusHar Author says:
    bhaiya dark web er email address kmn? bujhlam naa thikkk?
    1. r1d3x0r Author Post Creator says:
      প্রিয়,
      আপনাকে অগণিত ধন্যবাদ প্রকাশ করছি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানানোর জন্য।
      ডার্কওয়েবেও ইমেইল সার্ভিস করে অনেক কোম্পানি, ডার্কওয়েবে যদি Surface ওয়েবের ইমেইল এড্রেস ব্যবহার করা হয় তাহলে অনেক বেশীই নিরাপত্তার ঝুঁকি থাকে এবং হ্যাকও হয়।

      জেনে রাখা ভালো,
      ডার্কওয়েবে কেউ যোগাযোগ করার জন্য ফেসবুক, টুইটার ইত্যাদি সোশ্যাল মিডিয়ার লিংক সংযুক্ত করে না কোনো ওয়েবসাইটে। ওইখানে যোগাযোগ করার জন্য বেশীরভাগই ইমেইল এড্রেস ব্যবহার করা হয় যেগুলো ডার্কওয়েবে ব্যবহার যোগ্য। এই কারণেই আমি বলেছি ডার্কওয়েবের ইমেইল সার্ভিস গুলো ব্যবহার করতে।

  5. Emon Contributor says:
    Dark web a nikhud vabe ki ki kore pobes korte hoi are ki ki kora jai
    1. r1d3x0r Author Post Creator says:
      প্রিয়,
      আপনাকে অগণিত ধন্যবাদ প্রকাশ করছি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানানোর জন্য।
      তবে দুঃখিত, আপনার প্রশ্নটি আমার কাছে পরিষ্কার না দয়া করে যদি আবারও বলতেন।
  6. FAIHAD Contributor says:
    Good Post
    1. r1d3x0r Author Post Creator says:
      প্রিয়,
      আপনাকে অগণিত ধন্যবাদ প্রকাশ করছি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানানোর জন্য।
  7. $K Contributor says:
    vaiya darkweb er jonno jal email kibabe create korbo.??
    1. r1d3x0r Author Post Creator says:
      প্রিয়,
      আপনাকে অগণিত ধন্যবাদ প্রকাশ করছি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানানোর জন্য।
      আমি এই বিষয়ে অলরেডি একটি টিউটোরিয়াল পাবলিশ করেছি আপনি যদি ডার্কওয়েবের জনপ্রিয় ইমেইল সার্ভিস কীভাবে ব্যবহার করবেন দেখুন টিউটোরিয়ালটি দেখেন তাহলেই আপনি ডার্কওয়েবে জাল ইমেইল তৈরি করতে পারবেন।
  8. Shohag Ahmed Contributor says:
    Apnar sob post gulai osadharon. Dark web niye besi besi post chai.

Leave a Reply