আসসালামুআলাইকুম………
একবার ইমাম আবু হানিফা (রহঃ) এর সাথে একটি ব্যবসার অংশীদার ছিলেন বসরার জনৈক লোক। একবার ইমাম আবু হানিফা (রহঃ) তাকে
৭০টি মূল্যবান কাপড় পাঠিয়েছিলেন এবং সেগুলোর সাথে আলাদা করে লিখে দিয়েছিলেনঃ ❝এই কাপড়গুলোর একটিতে খুঁত আছে, সেটি হলো অমুক কাপড়টি। সুতরাং, আপনি যখন কাপড়গুলো বিক্রি করবেন তখন ভালো করে খেয়াল রাখবেন যেন কাপড়ের সমস্যাটি ক্রেতাকে উল্লেখ করে দেয়া হয়।❞
.
ইমাম আবু হানিফা (রহঃ)-র ব্যবসার অংশীদার সেই লোকটি কাপড়গুলো ৩০ হাজার দিরহামের বিনিময়ে বিক্রি করেন এবং যখন তিনি টাকা সহ ইমাম আবু হানিফা (রহঃ) এঁর কাছে এলেন, তাকে জিজ্ঞাসা করা হলোঃ ❝আপনি কি কাপড়ের খুঁতগুলো বলে দিয়েছিলেন?❞
বসরার লোকটি উত্তর দিলেনঃ ❝আমি ভুলে গিয়েছিলাম।❞
আবু হানিফা (রহঃ) সেই কাপড় বিক্রির মুনাফা থেকে কিছুই গ্রহণ করেননি বরং তার সবটুকুই সাদাকাহ করে দিয়েছিলেন।