——–
আসসালামু আলাইকুম।
আপনারা সকলে কেমন আছেন?
আশা করি ভাল আছেন?
আপনারদের জন্য নিয়ে এলাম অসাধারণ একটি গেমের রিভিউ।
আমি রিভিউ পোস্ট করার উৎসাহ পাই zx ভাই এবং rio chakma ভাইয়ের এবং আরো অন্য অথরদের কাছ থেকে যারা রিভিউ লিখেন।
আর স্বাধীন ভাইয়ের পোস্ট গুলাত আমায় মুগ্ধ করে।কিন্তু স্বাধীন ভাইয়ের কিছু সুন্দর সুন্দর পোস্ট আছে,যা শুধু পিসি অথবা কম্পিউটারের জন্য।এটাই খারাপ লাগে।কারণ আমার পিসি বা কম্পিউটার কোনোটাই নেই।
বেশি কথা বলে ফেলছি মনে হয়।আচ্ছা আর কথা বাড়াব না।
আজ আমি জাভা ইউজারদের জন্য নিয়ে এলাম অসাধারণ একটি গেম।
গেমটি সম্পর্কে অনেকে জানে এবং অনেকে জানে না।ভাই আপনি জানেন,তাহলে অন্যদের জানাতে ত সমস্যা নাই।যারা জানেন না পোস্টটি তাদের জন্য।আর যারা জানেন আল্লার দোহাই লাগে ১০০ হাত দূরে থাকুন।তবুও অন্যদের জানাতে দিন।যারা বলবেন যে,গেমটি ২০/৩০ বছর আগে বা জন্মের আগে খেলে শেষ করে দিয়েছেন তাদেরকে বলছি, আপনি যা জানেন তা অন্যকে জানান।অযথা চেচামেচি করবেন না।
আর আপনারা আপনাদের অতি সুন্দর কমেন্ট করতে গিয়ে নিজেদের বংশের পরিচয় দিবেন না প্লিজ।
আচ্ছা,মনে হয় বেশি কথা বলে ফেলছি।
চলুন তাহলে কাজে লেগে পড়ি।
নিচের লিংক থেকে গেমটি ডাউনলোড করে নিন।
DOWNLOAD
Gama Name:Beowulf
Game size:600 kb
গেমের কিছু স্ক্রিনশট।


আমার সংগ্রহ করা গেমের কিছু তথ্য:-মহাকাব্যের পটভূমি স্ক্যান্ডিনেভিয়া । গেটস
জাতীয় যোদ্ধা বেউলফ ডেনসদের রাজা
হ্রথগারের সাহায্যার্থে আসেন। হ্রথগারের
হেওরট-স্থিত মিড হলে গ্রেন্ডেল নামে এক
দৈত্য হানা দিচ্ছিল। বেউলফ তাকে হত্যা করেন।
তারপর গ্রেন্ডেলের মা তাঁকে আক্রমণ করে।
বেউলফ তাকেও পরাজিত করেন। জয় লাভ করে
বেউলফ গেটল্যান্ডে (অধুনা সুইডেনের
গোটল্যান্ড ) নিজের বাড়িতে ফিরে যান। পরে
তিনি গেটস জাতির রাজা হন। পঞ্চাশ বছর পর
বেউলফ এক ড্রাগনকে পরাজিত করেন। কিন্তু এই
যুদ্ধে তিনি গুরুতর আহত হয়ে মারা যান। তাঁর মৃত্যুর
পর তাঁর অনুচরেরা তাঁকে গেটল্যান্ডে একটি
সমাধিস্তুতে সমাধি দেন।

হ্যা,এভাবেই গেমটি তৈরি হয়েছে।
কিন্তু কিছু অংশ বাদ আছে।
উপরে বলা হয়েছে যে,ড্রাগনের সাথে যুদ্ধ করে বেউলফ মারা যায়।
কিন্তু গেমে বেউলফ গুরুতর আহত হয় ঠিকই,কিন্তু মারা যাওয়ার অংশটি নেই।

গেমটি সম্পর্কে আমার মন্তব্য:-খুব সুন্দর করেই গেমটি তৈরি করা হয়েছে।গ্রাফিক্সও মোটামুটি ভাল।গেমের প্রথম পর্যায়েই মোটামুটি অনেক শত্রু রয়েছে।
গেমের মূল অংশ হচ্ছে ড্রাগনরা আপনার রাজ্যে তাদের সৈন্য নিয়ে আক্রমণ করেছে।এখন আপনাকে তাদের মেরে আপনার রাজ্যকে তাদের হাত থেকে বাচাতে হবে।
এখন আর কিছু বললব না।
সব যদি বলেই দিই,তাহলে নতুনরা ত গেমের মজাটাই পাবে না।লে

এক কথায় বেউলফ গেমটি আমার কাছে উত্তেজনাকর একটি গেম।
গেমটি খেলে অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে যানাবেন যে, গেমটি কেমন।
আপনার একট রুচিপূর্ণ কমেন্টই পারে আমাদের পোস্ট লিখার উৎসাহ করতে।
আর আপনাদের কেমন গেম খেলতে ভাল লাগে?কি ধরণের গেমে আপনি আসক্ত সেটা যদি পারেন তাহলে অবশ্যই বলবেন।
কারণ ট্রিক বিডিতে ত শুধু আপনাদের জন্যই পোস্ট করা হয়।
——–
আমার ব্যবহারে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে ছোট ভাই হিসেবে মাফ করে দিবেন।
কিছু দিন পর ssc পরিক্ষা আসছে।
এলরেডি এক বিষয়ে ক্রস করে ফেলেছি।তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার জন্য দোয়া করবেন।না হলে কিন্তু দাবি থাকব।??
——–
যেকোনো গেমের বিষয়ে কিছু জানতে চাইলে বা জানাতে চাইলে আমাকে অবশ্যই ফেইসবুকে নক করবেন।
ফেইসবুকে আমি

34 thoughts on "জাভা ইউজারদের জন্য নিয়ে এলাম অসাধারণ একটি গেম beowulf ।যা আমাদের এক অজানা ইতিহাসের সাথে মিল রেখে তৈরি করা হয়েছিল।"

    1. Trickbd lover Author Post Creator says:
      thank you. ভাইয়া
  1. Sumon Ali Contributor says:
    Ata niye akta movie o ace parle dekhen
    1. Trickbd lover Author Post Creator says:
      মুভিটা দেখতে হবে তাহলে।
      মুভির কথা ত জানতামই না
    2. Nayem hasan Author says:
      Movie r nam i bewolf…6/7 year ager gane over dici koto bar.ekdom same movie kono partokko nai..
    3. Trickbd lover Author Post Creator says:
      thank you
  2. DH SAJIB Contributor says:
    রিভিউ লেখাটা অনেক ভালো হয়েছে। আমার একটা প্রশ্ন আছে, আচ্ছা বর্তমান সময়ে মার্কেটে পাওয়া যায় এমন ভালো একটা জাবা ফোনের নাম বলেন, কিনার ইচ্ছা আছে
    1. Trickbd lover Author Post Creator says:
      আপনার মূল্যবান কমেন্টের জন্য ধন্যবাদ।
      আমি আপিনাকে সাজেস্ট করব winmax wx13 কিনুন।সব ধরণের জাভা এপস সাপোর্ট করে।আপনি এই মোবাইলটি দিয়ে লাইভ টিভি দেখতে পারবেন।আমি ২ বছর আগে ব্যবহার করেছি
    2. DH SAJIB Contributor says:
      ধন্যবাদ
  3. Lipon Islam Author says:
    awesome game..tar thekeo valo laglo review ta bro !
    1. Trickbd lover Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া
  4. A M Contributor says:
    Hmm ebar review ta thik ache valo hoyeche 🙂
    1. Trickbd lover Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া
    2. A M Contributor says:
      Welcome bro… 🙂
  5. Trickbd lover Author Post Creator says:
    ধন্যবাদ ভাইয়া।
    আপনাদের মত মানুষ আছে বলেই ত সঠিক,ভুল ধরিয়ে দিতে পারেন।
    আর আমরা আমাদের ভুল শুদ্রে নেওয়ার সুযোগ পাই।
  6. Nayem hasan Author says:
    এই জাবা গেম এা সম্পূর্ন মুভির মতো সেইম বানানো হইছে।অনেক বার ওভার দিছি আমার ফেবারিট গেমের তালিকায় সবসময় ছিল এন্ড্রয়েড আসার পরে জাবা /সিম্বিয়ান হারিয়ে গেলে। তবে আমি এখনো নকিয়া এন৯৭ রাখছি সিম্বিয়ান V60^5 সিরিজের সখ করে ইউস করি।
    1. Trickbd lover Author Post Creator says:
      আমি জাভা গেম গুলা আমার এন্ড্রয়েড ফোনে খেলি
  7. Sahariaj Author says:
    হুম খুব ভালো গেম তিন বছর আগে খেলেছিলাম
    1. Trickbd lover Author Post Creator says:
      এন্ড্রয়েড আসার পর জাভা গেম গুলাকে খুব মিস করি
  8. Sohug420 Contributor says:
    সুন্দার গেম তো?
    1. Trickbd lover Author Post Creator says:
      গেমটি ভাল লেগেছে?
  9. Sohug420 Contributor says:
    হ্যা তবে বাবুল গেমের লিংক দেন তো
    1. Trickbd lover (উচ্ছ্বাস) Author Post Creator says:
      বাবল শুটার গেম?
    2. A M Contributor says:
      বাবুল শুটার না কি বাবুল বুবল/বুবল বাবুল 🙂
    3. Trickbd lover (উচ্ছ্বাস) Author Post Creator says:
      ভাই,আমাকে ত বলতে হবে যে,গেমটা একশন গেম,নাকি ফাইটিং গেম নাকি অন্য গেম?
      কারন এই নামে অনেক গেম আছে।
    4. A M Contributor says:
      hmm sejonno amio 2ta name bolchi – ei 2tar ekta hote pare uni jeta chacchen 🙂
    5. Trickbd lover (উচ্ছ্বাস) Author Post Creator says:
      গুগল মামা কনফিউজড…….
    6. Sohug420 Contributor says:
      জাভা বাবুল গেমের লিংক দিন
    7. Trickbd lover (উচ্ছ্বাস) Author Post Creator says:
      ভাই আমি ত বাবল শুটার ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিনা।
      গুগল মামাও হার মেনেছে।
      আপনি একটি দয়া করে বলুন যে,গেমটি একশন গেম নাকি অন্য কেটাগরির?
  10. MD Sohanur Rahman Sh Contributor says:
    Ver Nice Post Bro,,, 🙂
    1. Trickbd lover (উচ্ছ্বাস) Author Post Creator says:
      ধন্যবাদ ভাই
  11. Sohug420 Contributor says:
    বাবুল সুটার যেটে দিয়ে নিচে থেকে উপরে নিরিক করে এক রঙ্গের বেলুন মিলিয়ে ফাটাতে হয়..এটা চাই জাভার
    1. Trickbd lover (উচ্ছ্বাস) Author Post Creator says:
      আচ্ছা।
  12. Trickbd lover (উচ্ছ্বাস) Author Post Creator says:
    দেখুন ত এটা কি না?
    http://dedomil.net/games/7816

Leave a Reply