আসসালামু আলাইকুম

২০১৯ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল ৩১শে ডিসেম্বর প্রকাশ হবে।

বর্তমানে অনলাইনের যুগে সবাই সবকিছু দ্রুত পেতে চায় সবাই

এজন্য পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার সাথে সাথেই সবাই ইন্টারনেটে তা দেখতে চায়।

কিন্তু ইন্টারনেটে পরীক্ষার ফলাফল উন্মুক্ত করে দেয়া হয় দুপুর ২টার পরে। এর আগে এসএমএসের মাধ্যমে মোবাইল ফোনে রেজাল্ট দেখার অপশনটি উন্মুক্ত করে দেয়া হয় দুপুর ১২টার পরে।

আর মার্কশিট সহ পরীক্ষার ফলাফল দেখা যায় বিকেল ৪টার পর।

সুতরাং বলা যায় জেএসসি রেজাল্ট দেখা যাবে তিনটি পদ্ধতিতে।

১)নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে
২) মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে
৩) অনলাইনে

আছকে আমি দুই টি পদ্ধতিতে দেখিয়ে দিবো

তো শুরু করা যাক।

পদ্ধতি-১

নিছের দুই টা লিঙ্ক তে আপনি রেজাল্ট দেখতে পারবেন খুব সহজে।

১) LINK== এখানে ক্লিক করুন

২)LINK== এখানে ক্লিক করুন

পদ্ধতি-২

মোবাইলে এস এম এস এর মাধ্যমে জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল জানার পদ্ধতি

➳মেসেজ অপশন এ গিয়ে লিখতে হবে

JSC===== JSCবোর্ডের নামের প্রথম ৩
অক্ষর রোল নাম্বার সাল আর পাঠিয়ে দাও
16222 নাম্বারে।

উদাহরণ: JSC Din 641322 2018

JDC===== JDCবোডের নামের ৩ অক্ষর রোল নাম্বার সাল আর
পাঠিয়ে দাও 16222 নাম্বারে।

উদাহরণ: JDC Din 641322 2018

চার্জ: ২ টাকা প্রতি SMS (সম্পূরক শুল্ক, ভ্যাট ও
সারচার্জ প্রযোজ্য)

২০১৯ সালের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল সবার আগে যে ভাবে দেখবেন জেনে নিন।

ধন্যবাদ

17 thoughts on "২০১৯ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল সবার আগে দেখেন।"

  1. Rajon Shekh Contributor says:
    First Link a mymensing board nei.ami mymensing board a porikha diyeci
    1. Sabbirbbs Contributor says:
      Mymensigh new board.ar under a akhono exam hoi ni…
    2. S.M.MASUD Contributor says:
      First Link e Mymensing Board Ache toh dekhe nin.
  2. SR Riyad Contributor says:
    Bro, first link ta dokle (connection closed by remote server)
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      server এর কাজ চলতেছে তো
  3. Badsha Contributor says:
    লিংকটিতে ডুকেনা কেন
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      server এর কাজ চলতেছে তো সব কিছু ঠিক হয়ে যাবে।
  4. Monir Contributor says:
    ভাই ময়মনসিংহ বোর্ড নাই,কেনো
  5. Maruf Contributor says:
    ভাইয়া PSC রেজাল্ট চেক করার লিংক টা দেন??
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      এই পোষ্ট টা দেখেন।
      https://trickbd.com/education-guideline/630314
    2. Fahim Sarkar Contributor says:
      ভাই,পি এস সি এর রেজাল্ট কিভাবে দেখবো?
  6. Kawsar Azad Contributor says:
    ভাই প্রথম লিংকটা কাজ না করার কারণ হচ্ছে, ‘http://’ এখানে s দেয়া। অর্থাৎ,
    https://www.educationboardresults.gov.bd/
    https://এর s কেটে দিয়ে অথবা https:// ছাড়া এমনিতেই ব্রাউজ করুন। তাহলে প্রবেশ করা যাচ্ছে। যেমন, http://www.educationboardresults.gov.bd/
  7. Obaidullah Author says:
    Vai markseet koba dakhaba?
  8. RR Rokib Contributor says:
    ২০১১ সালের একটা পুরানো ফেসবুক আইডি বিক্রি করা হবে, কন্ট্রাক [email protected]

Leave a Reply