মুখের কালো দাগ দূর
করতে রাতে
ঘুমানোর আগে
টিপস
কী ব্যবহার করবেন?
মুখের দাগ দূর করতে আমরা ব্যবহার
করবো লেবু। একটু লক্ষ্য করলেই
দেখবেন যে সকল অ্যান্টি স্পট
ফেয়ারনেস ক্রিম লেবুর কথা
বলে। কারণ একটাই, লেবু
প্রাকৃতিক ব্লিচ হিসাবে কাজ
করে। তবে লেবু এই রূপচর্চাটি
কেবল রাতের বেলায় করতে হবে
এই কারণে যে সূর্যের আলো
আপনার ত্বকে রিঅ্যাকশন করতে
পারে। রাতের বেলায় রূপচর্চাটি
করলে সূর্যের আলো বা গরমে
ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা
নেই এবং ত্বক সম্পূর্ণ ৮-১০ ঘণ্টা
পাচ্ছে দাগ দূর করার জন্য।
কী করবেন?
দুটি পদ্ধতি অবলম্বন করতে পারেন
থাকে স্বাভাবিক, তাহলে মাত্র
৫ মিনিটের একটি কাজ করতে
হবে আপনাকে। যদি শুষ্ক বা
সেনসিটিভ হয়ে থাকে, তাহলে
সময় লাগবে ৩০ মিনিট।
-মুখ খুব ভালো করে
পরিষ্কার করে নিন।
ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে
তোয়ালে দিয়ে মুছে নিন।
-যদি স্বাভাবিক বা
তৈলাক্ত ত্বক হয়, তাহলে
তাজা পাকা লেবুর রস (যে
লেবু পেকে হলদে হয়ে
গেছে, অর্থাৎ লেমন)
সরাসরি মুখের কালো দাগে
লাগিয়ে নিন। লেবুর রসের
সাথে সামান্য মধুও মিশিয়ে
নিতে পারেন। তারপর
শুকাতে দিন। এবং লেবুর রস
মুখে নিয়েই ঘুমিয়ে যান।
স্বাভাবিক বা তৈলাক্ত
ত্বকে কোন সমস্যা হবে না।
সকালে ঠাণ্ডা পানি দিয়ে
মুখ মুছে নিন।
-আর যদি শুষ্ক বা
পাকা লেবুর রসের সাথে
মুলতানি মাটি ও মধু মিশিয়ে
নিন। এই মিশ্রণ ধোয়া মুখে
লাগিয়ে ৩০ মিনিট রাখুন।
তারপর ধুয়ে ফেলুন। নিয়মিত
ব্যবহারে ত্বকের কালো দাগ
মিলিয়ে যাবে।
টিপস-
ত্বকে লেবুর রস দেয়ার পর যদি
কোন রকম অস্বস্তি অনুভব করেন,
তাহলে অবিলম্বে মুখে ধুয়ে
ফেলুন এবং পুনরায় ব্যবহার করবেন
না।
ভাইয়া দয়া করে গরীব এর সাইট থেকে একবার ঘুরে যাবেন ♩ >> PostMaza.Com <<
One thought on "মুখের কালো দাগ দূর করতে রাতে ঘুমানোর আগে টিপস ^^“"