ভালোবাসার মানুষকে দুর থেকে
ভালোবেসে যাই। মুখ ফুটে বলার
সাহসিকতা এবং ভাষা খুজে পাই না।
এই ভাবে আর কতদিন দুরে থেকে
ভালোবেসে যাবো। যদি তার আগে
ভালোবাসার মানুষটাকে হারিয়ে
ফেলি। যদি চলে যায় অন্যের ঘরে। তখন
শুধু কষ্ট আর বেদনা নিয়ে চোখেঁর জল
ঝরাতে পারেন কিন্তু পছন্দের সেই
মানুষকে আর পাওয়া যাবে না।
আর তাছাড়া যাকে ভালবাসেন
তাকে আজ না হোক ভালবাসার কথা
তো বলতেই হবে। কিন্তু কীভাবে
বলবেন?
কী বলে মন জয় করে নেবেন তার? রইল
প্রেম নিবেদনের পৃথিবীবিখ্যাত
১০টি পংক্তি। এগুলো থেকে শিক্ষা
নিন, অনুপ্রাণিত হোন। তারপর তৈরি
করে নিন নিজের ভালবাসার সঠিক
অভিব্যক্তি—

১. ‘‘তুমি, শুধু তুমি কাছে থাকলে আমি
বুঝি আমি বেঁচে আছি। অন্য পুরুষরা
দাবি করে, তারা নাকি পরীর দেখা
পেয়েছে। আমি দেখেছি শুধু
তোমাকে, আর সেটুকুই আমার পক্ষে
যথেষ্ট।’’
— জর্জ মুর(আইরিশ ঔপন্যাসিক)

২. ‘‘তোমাকে যে ভালবাসি তা
কেবল তুমি কেমন মানুষ তা দেখে নয়,
তোমার সংস্পর্শে আমি যেমনটা হয়ে
উঠি তার আকর্ষণেও।’’
— এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং
(১৯শ শতকের ব্রিটিশ কবি)
৩. ‘‘হৃদয়ের সবটুকু দিয়ে তোমার কাছে
মিনতি করছি, তোমার মন আর আমাদের
মধ্যেকার ভালবাসার সবটুকু আমাকে
জানতে দিও।’’
— সম্রাট অষ্টম হেনরি (১৬শ শতকের
ইংল্যান্ড সম্রাট)
৪. ‘‘ভালবাসা কী তা জানতে
পেরেছি তোমার জন্যই।’’
— হারমান হেস (জার্মান
কবি,ঔপন্যাসিক)
৫. ‘‘এসো, আমরা প্রেমকে অমর করে
দিই।’’
— হার্বার্ট ট্রেঞ্চ (আইরিশ কবি)
৬. ‘‘ভালোবাসা, এসো, ঘুমিয়ে পড়ো
হে, আমার নিকটে এসে,
আমি জানি, আমি তোমার প্রেমের
জোয়ারে গিয়েছি ভেসে’’
— রবার্ট ব্রাউনিং (১৯শ শকের ব্রিটিশ
কবি)
৭. ‘‘আমি তোমায় ভালবাসি, আমৃত্যু
ভালবাসবো, আর মৃত্যূত্তর জীবন বলে
যদি কিছু থাকে সেই জীবনেও
ভালবেসে যাব তোমাকে।’’
— কাসান্দ্রা ক্লেয়ার (মার্কিন
ঔপন্যাসিক)
৮. ‘‘আমার অন্তরতম অন্তরে, যেখানে
আমি একেবারে একা, সেখানে
তোমার ঝর্ণাধারা কখনও শুকোবার
নয়।’’
— পার্ল এস বাক (আমেরিকান
ঔপন্যাসিক)
৯. ‘‘তোমার কাছে আমার যত ঋণ
সে ঋণ কভু শোধ হবার নয়,
যতই করি অর্থ ব্যয় আর
যতই করি দিবস অপচয়…’’
— জেসি বেল রিটেনহাউস
(আমেরিকান কবি)
১০. ‘‘সবচেয়ে জরুরি কথাটিই বলা
সবচেয়ে কঠিন, কারণ শব্দের বাঁধনে
কথার অর্থ খাটো হয়ে আসে।’’
— স্টিফেন কিং (আমেরিকান
কথাসাহিত্যিক)

Gp Robi Bl all sim Free Net Tips Click
> Here<<

One thought on "প্রেম নিবেদন করবেন ? জেনে নিন ভালবাসার ১০টি পৃথিবীবিখ্যাত পংক্তি"

  1. khayrol islam Contributor says:
    vai vinno style korte bole

Leave a Reply