লেভান্তের বিপক্ষে গোল-উৎসব করেছে
বার্সেলোনা। রোববার তারা ৪-১ গোলে বিধ্ধস্ত
করেছে লেভান্তেকে। এই ম্যাচে জোড়া
গোল করেছেন দলের সেরা তারকা লিওনেল
মেসি। আর একটি করে গোল করেছেন নেইমার
ও বাত্রা।সেইসঙ্গে রিয়ালকে হটিয়ে আবারও লা
লিগার শীর্ষস্থানটি দখল করেছে লুইস এনরিকের
দল।
শনিবার গ্রানাডার বিপক্ষে কষ্টের জয় পায় বার্সার
চিরপ্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদ। সেইসঙ্গে শীর্ষে
উঠে যায় বেল-রোনালদোরা। কিন্তু ২৪ ঘন্টার
গ্রানাডার বিপক্ষে নিস্প্রভ ছিলেন দলের সেরা
তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু
লেভান্তের বিপক্ষে ২ গোল করেছেন মেসি।
যদিওবা এলএম টেনের করা দুটি গোলই আবার
পেনাল্টিতে। ম্যাচের ৬১ মিনিটে প্রথম এবং ৯০
মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন মেসি।
তবে গোল উৎসবের শুরুটা করেছিলেন বাত্রা।
ন্যূ ক্যাম্পের এই ম্যাচের ৫০মিনিটে প্রথম গোল
করে স্বাগতিকদের উল্লাসে ভাসার সুযোগ করে
দেন তিনি। আর ৫৬ মিনিটে নেইমার করেন দলের
দ্বিতীয় গোলটি।
অন্যদিকে লেভান্তের একমাত্র গোলটি করেন
কাসাদেসাস কাস্তানো। লেভান্তের বিপক্ষে এই
জয়ের ফলে ৪ ম্যাচে বার্সার সংগ্রহে ১২
১০ পয়েন্ট। তিন ও চারে থাকা যথাক্রমে ভিয়ারিয়াল ও
সেল্টা ভিগোরও সমান ১০ পয়েন্ট।