আজকের লেখাটি একটু ব্যাতিক্রম, হয়তো পড়ে আপনার ভালো লাগতে পারে আবার অনেক খারাপ লাগতে ও পারে।
কাদের কাছে লেখাটি খারাপ লাগবে জানেন???
যারা জীবনটাকে ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে আটকে রেখেছেন, তাদের কাছে লেখাটি খারাপ লাগবে। ( ভার্চুয়াল রিয়েলিটি দ্বারা বোঝাতে চাচ্ছি “যারা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে কত্তো কোটিপতি হয়ে গেছে সে কিন্তু সকাল বেলা সব শেষ “)
ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে সবাই জানেন, তাই এ টপিকে না ই গেলাম ; সো স্কিপ।

মেইন টপিকে ফিরে আসি.………………………

আমরা সবাই যে স্বার্থপর এটা কি আপনি বিশ্বাস করেন ?
হয়তো আপনার উত্তর হবে না ।
আপনি বলুন তো কোন কাজটি সবচেয়ে নিস্বার্থ বলে চিল্লায় লোকজন ???
ভালোবাসা ।
হুম আপনি ঠিকই ধরেছেন আমাদের বন্ধু-বান্ধবদের মুখে প্রায় প্রতিদিনই শুনতে পাই যে,
মামা ওরে আমি সত্যিই অনেক অনেক ভালোবাসি।
একদম নিস্বার্থভাবে ওরে চাই,
আমি এ জনমে আপন করে একসাথে থাকতে না পারলে …………

আমি আর কোনদিন অন্য কোন মেয়েকে বিবাহ করব না ।
জীবনটা একা একা পার করে দিবো ।
কি!!!
আপনি এরকম কথা শুনছেন তো????

একটা ছেলে একটা মেয়ের প্রেমে পড়ে যায় কেন জানেন ???
মেয়েটার ভিতরে এমন কিছু দেখতে পায় যা অন্য কোন মেয়ের মধ্যে দেখতে পায় না।
হতে পারে মেয়েটার চেহারার গঠন,
মেয়েটার ফিগার সাইজ, মেয়েটার পজেটিভ স্বভাব চরিত্রের কারণে হতে পারে ।
এগুলো তো স্বাভাবিক তাই না?

পরবর্তীতে এমন একটা সময় আসে,
যে সময় নিজের নিজের গার্লফ্রেন্ডকে অন্য কোন ছেলের সাথে বিবাহ হয়ে যায়।
তখন ওই নিস্বার্থ প্রেমিক এক বছর বা দুই বছর প্রেমিকার স্মৃতি নিয়ে পড়ে থাকে।
তারপর নিঃস্বার্থ প্রেমিক এতো দিন যে সবার সাথে উচ্চস্বরে বলছিল সে মেয়েটিকে নিঃস্বার্থভাবে ভালোবাসে তাকে আপন করতে না পারলেও তার স্মৃতি নিয়ে জীবন কাটিয়ে দিবে ।

সেই প্রেমিক একদিন মনে মনে ভাবে যার জন্য নিজে এতো কষ্ট পাই়,
এবং একা একা জীবন কাটাতে আছি ………………
সে……ই তো আমাকে ছেড়ে বেশ ভালো আছে । বেশ সুখে শান্তিতে দিন কাটাচ্ছে।
আমাকে একদিন একটি বার ফোন করে জিজ্ঞেস করলো না, কেমন আছি।
সেই মেয়েকে আর আমি ভালোবাসবো না।
বুঝতে পেরেছেন তো এই হলো নিশ্বার্থ ভালোবাসা।

মেয়েটি সুখে আছে আর ছেলেটি সুখে নেই বলে, ছেলেটির হিংসা হয় , ভাবে কিভাবে ভুলে যাওয়া যায়, ভুলে যাওয়ার জন্য কারণ খুঁজে।

বাদ দিলাম ভালোবাসা।
অন্য ছোট একটি উদাহরণের মাধ্যমে শেষ করি,
আমরা প্রায়ই ভিক্ষুককে ভিক্ষা দিয়ে থাকি তাই না?
আমি আপনি ভিক্ষুককে টাকাটা কি নিস্বার্থভাবে দেই???
না এখানেও আপনার আমার একটা স্বার্থ আছে,

কি স্বার্থ আছে ভেবে দেখুন।

আপনি চোখ ঘুরিয়ে চারপাশে দেখেন, এরকম হাজার হাজার উদাহরণ দেখতে পাবেন।

*লেখাটি খারাপ লাগলে দয়া করে কমেন্টে ডিলিট করতে বলবেন
আর না হলে পোস্টের নিচে দেখুন রিপোর্ট বাটন আছে ওখানে ক্লিক করে একশন নেওয়ার জন্য এডমিন কে আপনার মতামত জানাতে পারেন।

আমার সাইটে আপনাকে আমন্ত্রণ রইলো,

আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?

২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো

আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com

15 thoughts on "“আমরা সবাই সার্থপর ” কি বিশ্বাস হয় না??? তাহলে পোস্টটি দেখুন।"

  1. Mir Mohit Champ Author says:
    ছ্যাকা খাইয়া, ট্রিকবিডিতে প্রকাশ করছনেন কেনো..?
    পোষ্টে যদি প্রযুক্তিগত বিষয় ফুটে উঠতো তাহলে একরম হতো.!
    ওই মিয়া, ছ্যাকা কি আপনি একা খাইছেন..!!
    1. স্বপ্ন Author Post Creator says:
      ভাই ছ্যাকা খাই নাই, লাইফ স্টাইল ক্যাটাগরিতে আপনার সৃজনশীল লেখা পোস্ট করতে পারেন যেমনঃ জীবনের বাস্তবতা নিয়ে।।
      আর আমি না বুঝে পোস্ট করি নি, পোস্টের নিচে বলে দেওয়া হয়েছে ভালো না লাগলে রিপোর্ট করেন এডমিনকে, আশাকরি পরবর্তীতে আর অহেতুক কমেন্ট করবেন না।
    2. Mir Mohit Champ Author says:
      এটা লাইফ স্টাইলের মধ্যে পড়েনা।
    1. স্বপ্ন Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।
    2. স্বপ্ন Author Post Creator says:
      ধন্যবাদ
    1. স্বপ্ন Author Post Creator says:
      ধন্যবাদ ভাই ❤❤❤
  2. Azim Contributor says:
    Vai, apnar maa apnake kon sarthe valobase?

    (Khrp vabe niben na)

    1. স্বপ্ন Author Post Creator says:
      মায়ের ভালোবাসার মাঝে ও একটা হিডেন সার্থ থাকে, যেটা বাহির থেকে বুঝতে পারা যায়।

      আমাকে মা শিশুকাল থেকে লালন পালন করেছে
      দুই বছর ধরে মায়ের বুকের দুধ পান করছি, নিজের খাবার না খেয়ে আমাকে খাওয়াইছে।
      মা ছোটবেলা থেকেই মনে মনে আশা করতো এই ছেলে একদিন বড় হবে, একদিন সমাজের মর্জাদাবান ব্যাক্তি হবে।
      বড় হলে কাজ করে খাওয়াইবে, আমাকে অনেক সুখে শান্তিতে রাখবে।

      উপরোক্ত লেখায় কি আমি কিছু ভুল বলেছি???
      আপনার মা আপনার দ্বারা এগুলো আশা করে না???
      এই আশাটাই সার্থ।
      আর যদি কোনো আশা না করতো, তাহলে সেটা হতো নিসার্থ।

    2. স্বপ্ন Author Post Creator says:
      মায়ের ভালোবাসার মাঝে ও একটা হিডেন সার্থ থাকে, যেটা বাহির থেকে বুঝতে পারা যায়।

      আমাকে মা শিশুকাল থেকে লালন পালন করেছে
      দুই বছর ধরে মায়ের বুকের দুধ পান করছি, নিজের খাবার না খেয়ে আমাকে খাওয়াইছে।
      মা ছোটবেলা থেকেই মনে মনে আশা করতো এই ছেলে একদিন বড় হবে, একদিন সমাজের মর্জাদাবান ব্যাক্তি হবে।
      বড় হলে কাজ করে খাওয়াইবে, আমাকে অনেক সুখে শান্তিতে রাখবে।

    3. স্বপ্ন Author Post Creator says:
      উপরোক্ত লেখায় কি আমি কিছু ভুল বলেছি???
      আপনার মা আপনার দ্বারা এগুলো আশা করে না???
      এই আশাটাই সার্থ।
      আর যদি কোনো আশা না করতো, তাহলে সেটা হতো নিসার্থ।
  3. S M Hasib Hasnain Contributor says:
    স্বার্থপর মানুষ সবাইকে স্বার্থপরই ভাবে….
    একটা কথা জিগাই, আপনি যদি লাইফে কিছু করতে না পারেন, তবে কি আপনার মা আপনাকে ভালোবাসবে না?
  4. Apurba Author says:
    স্বার্থের এই দুনিয়ায় সবাই স্বার্থপর!!! কেউ নিজেরটাকে আগে রেখে একটু বড় করে দেখে। কেউ আবার নিজেরটাকে পিছনে রেখে একটু ছোট করে দেখে!!! যে নিজেরটাকে পেছনে রেখে দশের কথাভাবে সেইই মহান!!
  5. Fahim . Khan Contributor says:
    bor akdom sotti ami akmot apnar sate ai dro ner aro post koiren

Leave a Reply