আসসালামু আলাইকুম। কেমন আছেন
আপনারা সকলে?? আশা করি আল্লাহর
রহমতে ভালই আছেন। আর বরাবরের মত
আমার একই কথা যে, আল্লাহর রহমতে
এবং আপনাদের দোয়াই আমিও
মোটামুটি ভালই আছি। আজকের টিউনের
টাইলেট বা শিরোনামটা অবশ্যই
দেখেছেন। তো চলুন এবার সরাসরি
টিউনে চলে যাই।

বাংলাদেশের তথ্য ও যোগাযোগ
মন্ত্রানলয় এ ঘোষিত এক প্রতিবেদন
থেকে জানা গেছে যে,
কোনো সিম টানা ১৫ মাস ব্যবহার না
হলে সেটির মালিকানা হারাবেন
গ্রাহক। এবং পুনরায় ঐ সিমটি বাজারে

বিক্রয় করা হবে।
বুধবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ
কমিশনের (বিটিআরসি) ১৮৯তম কমিশন
বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে
১৫ মাস ব্যবহার না হওয়া সিম
অপারেটরগুলো চাইলে নতুন করে বিক্রি
করতে পারবে। বিটিআরসি’র শীর্ষ
পর্যায়ের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত
করেছেন।
এরআগে জানুয়ারি মাসে জারি করা
নির্দেশনা অনুয়ায়ী এই সময় ছিল দুই বছর।
এবার তা কমানো হলেও কেনো কমানো
হচ্ছে তার কোনো কারণ জানা যায়নি।
গ্রামীণফোন ২০১০ সালের আগে বন্ধ
হওয়া ১৬ লাখ সিম নতুন করে বিক্রি
করেছে। ওই সময় গ্রামীণফোন প্রায় ৩০০
কোটি টাকা আয় করেছে।
এরপর রবিও বন্ধ থাকা আকর্ষণীয়
ডিজিটের সব নাম্বার বেশি দামে
বিক্রি করেছে।
এখন নতুন নিয়মে অপারেটরগুলোর জন্য
এভাবে বন্ধ সিম বিক্রি করার সুযোগ
আরও বেশি হবে বলে মনে করছেন
সংশ্লিষ্টরা।
আজ এ পর্যন্তই। আপনারা সকলে ভাল
থাকবেন। আর পরবর্তী টিউনের জন্য
সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।

গরিবের সাইট একবার ঘুরে আসবেন

3 thoughts on "একটানা ১৫ মাস সিম ব্যবহার না করলে ঐ সিমের মালিকানা হারাবেন গ্রাহক। আর পুনরায় বাজারে বিক্রি হবে ঐ সিমটি।"

  1. Ft Farhad Subscriber says:
    সুন্দর পোস্ট। কিন্তু কপি পেস্ট হলে বাজে
  2. MARUF1 Contributor Post Creator says:
    THANKS
  3. ehmorshed Contributor says:
    ONLINE EARNING & Free Gift .যে যে পেতে চান ei linkএ গিয়ে Account খুলেন. কোন প্রবলেম হলে Sms এ জানাবেন http:// goo.gl/iFJbCI
    ###rmv space

Leave a Reply