-নো স্পয়লার –
?টোটাল সিজন:৫
?টোটাল এপিসোড:৬২
?আইএমডিবি রেটিং:
?পার্সোনাল রেটিং:❣️?/১০

রাস্তা দিয়ে একটি গাড়ি এলোপাতাড়ি চলছে।আর এই গাড়ির মধ্যে চারজনের মাস্ক পরিহিত‌।গাড়িটি হঠাৎ এক রাস্তার পাশে একটা জায়গায় গিয়ে থামলো। তারপর গাড়ি থেকে বেড়িয়ে আসে এক লোক,যার পরনে একটি শার্ট আর আন্ডারওয়্যার। গাড়ি থেকে বেড়িয়ে মাস্ক খুলে রাস্তায় গিয়ে একটা গুলি নিয়ে দাঁড়িয়ে থাকলো সে ।
ব্যস!এভাবেই শুরু হয়েছিল ওয়ান অফ দা গ্ৰ্যাটেস্ট ও বেস্ট ও সাড়া জাগানো ওয়েব সিরিজ (Breaking Bad)ব্রেকিং ব্যাড এর।
এই সিরিজটি নিয়ে যতই বলব বা আলোচনা করব ততই কম হবে। একটা সিরিজ এতোটা নিখুঁত কেমনে হয়।
সিনেমাটোগ্রাফি,স্কিনপ্লে, বিজিএম,স্টোরি ও অভিনয় সবকিছুই প্রশংসার দাবিদার।আর সবচেয়ে ভালো লাগার অংশটা হচ্ছে সিরিজটির এন্ডিং, আমার দেখা অনেক সিরিজেরই এন্ডিং ছিল হতাশাজনক। কিন্তু এই ওয়েব সিরিজটির এন্ডিংটা ছিল অনেক তৃপ্তিময়।

আর এই ওয়েব সিরিজটির চরিত্রে নিয়ে কথা না বললেই নয়।প্রত্যেকটি চরিত্র আমার মনে গেঁথে গেছে।আর এর মধ্যে আমার পছন্দের কয়েকটা চরিত্র নিয়ে নিচে আলোচনা করবো:

(১)ওয়াল্টার হোয়াইট(Walter Whites):BB ওয়েব সিরিজের প্রানবিন্দু ওয়াল্টার হোয়াইট(Walter Whites)। যাকে ছাড়া ফিকে ছিল ব্রেকিং ব্যাড। আমি এই পর্যন্ত যতটা ওয়েব সিরিজ দেখেছি তার এর মধ্যে সবচেয়ে সেরার লিস্টে থাকবেন ওয়াল্টার হোয়াইট(Walter Whites)।

(২)জেসি পিঙ্কম্যান(Jesse Pinkman): আবেগ,ভালোবাসা,রাগ,ক্ষোভ সব মিলিয়েই জেসি পিঙ্কম্যান(Jesse Pinkman) চরিত্রটি।জেসি ছাড়াও অসম্ভব ছিল ব্রেকিং ব্যাড।

(৩)হ্যাংক শ্রেডার (Hank Schrader):ওয়াল্টার এর ব্রাদার ইন ল। আমার কাছে এই সিরিজের সবচেয়ে পারফেক্ট একটা চরিত্র। একজন পুলিশ অফিসার কতটা ভালো হতে পারে আপনারা এই ওয়েব সিরিজটি দেখলে বুঝতে পারবেন,এমনকি নিশ্চিত মৃত্যু জেনেও শত্রুর সামনে মাথা নত করেনি হ্যাংক।

(৪)সল গুডম্যান(Saul Goodman):কথাবার্তায় জোকার মনে হলেও ধূর্ত এক আইনজীবী।তার প্রতিটা উক্তি ছিল ইমপ্যাক্টফুল।

(৫) গুস্তাভো ফ্রিং(Gustavo/Gus fring): অতি চালাক চতুর এই ব্যাক্তিটি। প্রথম দেখার পর মনে মনে হতে পারে তার মতো সহজ সরল মানুষ অনেক কম। কিন্তু যত সময় যাবে বুঝতে পারবেন গুস্তাভো ফ্রিং(Gustavo/Gus fring) কী ধরনের মানুষ।

(6)মাইক আরমেনট্রাঊট(Mike Ehmantraut): অনেক ভালো লেগেছে এই কারেক্টারটা।ঠান্ডা মাথার খুনী। কয়েকটি অ্যাকশন দৃশ্যে তার অভিনয় দেখে আমি মুগ্ধ।

এই ছিল ব্রেকিং ব্যাড (Breaking Bad) ওয়েব সিরিজ আমার পছন্দের কয়েকটা চরিত্রের লিস্ট।

এই সিরিজটির প্লট নিয়ে আমি কিছুই আলোচনা করবো না। একটা কথাই বলবো যারা এখনো দেখেননি, অতি শীঘ্রই দেখে নিন।
সর্বশেষ,এই সিরিজটি দেখে একটা শিক্ষনীয় বিষয় জানতে পারলাম যেটা আমার খুব ভালো লেগেছে তা হলো।
আর তা হলো মিথ্যা কখনো চাপা থাকেনা।আর একটা মিথ্যাকে সত্য দিয়ে ঢাকতে হলে হাজারটা মিথ্যার জন্ম দিতে হয়। যা দিনশেষে এক ভয়ানক পরিস্থিতিতে পরিনত হয়।

এই সিরিজের ডাউনলোড লিঙ্কঃ

season 1

season 2

season 3

season 4

season 5

যারা ইংরেজি কম বুঝেন তাদের জন্য সব এপিসোডের বাংলা সাবটাইটেল Breaking Bad Bangla Subtitle

লেখা শেষ করব সিরিজটিতে ব্যাবহার করা পছন্দের একটা লাইন দিয়ে:
“I am not in danger. I am the danger.

7 thoughts on "breaking bad সর্বকালের সেরা টিভি সিরিজ রিভিউ (এইচডি ডাউনলোড লিঙ্ক)"

  1. Jahid Hasan Contributor says:
    ভালো রিভিউ!

    অর্ধেক দেখে আর দেখতে পারি নি। হসচ দিয়ে আবার দেখব।

    1. Farhan Monsur Author Post Creator says:
      thanks
  2. The Matrix Contributor says:
    Valo series but Dirilis Ertugrul er mto best qualityr series aktaw pai ni.
    1. Farhan Monsur Author Post Creator says:
      Thanks for your comment.
  3. H. M. Mozammal Hoque Contributor says:
    Hindi Dubbed nai???

Leave a Reply