গেম অব থ্রোনস (ইংরেজি: Game of Thrones, গেম অভ্‌ থ্রোন্‌স, অনুবাদ ‘সিংহাসনের খেলা’) হল ডেভিড বেনিওফ ও ডি. বি. ওয়েস নির্দেশিত মার্কিন কাল্পনিক নাট্যধর্মী টেলিভিশন ধারাবাহিক। এটি জর্জ আর. আর. মার্টিন রচিত ফ্যান্টাসি উপন্যাস ধারাবাহিক আ সং অব আইস অ্যান্ড ফায়ার অবলম্বনে নির্মিত, যার প্রথম উপন্যাসটি হল আ গেম অব থ্রোনস।

ধারাবাহিকটি আইসল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, কানাডা, ক্রোয়েশিয়া, স্কটল্যান্ড, মাল্টা, মরক্কো, স্পেন ও মার্কিন যুক্তরাষ্ট্রে চিত্রায়িত হয়েছে।

ধারাবাহিকটি ২০১১ সালের ১৭ই এপ্রিল এইচবিও চ্যানেলে প্রথম প্রচারিত হয় এবং এর সপ্তম মৌসুম শেষ হয় ২৭শে আগস্ট ২০১৭। ২০১৯ সালের ১৪ই এপ্রিল ধারাবাহিকটির অষ্টম মৌসুম এবং শেষ মৌসুম এর ১ম পর্ব প্রচারিত হয়েছে

ধরণঃ কল্পনাধর্মী নাট্য ধারাবাহিক
নির্মাতাঃ ডেভিড বেনিওফ ডি. বি. ওয়েস
অভিনয়েঃ এখানে ক্লিক কিরুন
রচয়িতাঃ রামিন জাওয়াদি
প্রস্তুতকারক দেশঃ যুক্তরাষ্ট্র
মূল ভাষাঃ ইংরেজি
মৌসুম সংখ্যাঃ ৮
পর্বসংখ্যাঃ ৭৩ টি
আইএমডিবি রেটিং – ৯.৪/১০
টিভি.কম – ৯/১০

কাল্পনিক মহাদেশ ওয়েস্টরস ও এসস-এর পটভূমিতে আবর্তিত গল্পে গেম অব থ্রোনস-এর কয়েকটি কাহিনিসূত্র ও বিশাল সংখ্যক কুশীলব রয়েছে, তবে এতে তিনটি প্রধান গল্প আবর্তিত হয়েছে। প্রথমটি সাত রাজ্যের লৌহ সিংহাসন, যেখানে রয়েছে দখল বা এর থেকে স্বাধীনতা লাভের লক্ষ্যে কয়েকটি অভিজাত রাজ্যবংশের মধ্যে মৈত্রী ও দ্বন্দ্বের গল্প। দ্বিতীয় গল্পটি সর্বশেষ শাসনকারী রাজবংশের শেষ উত্তরসূরিকে কেন্দ্র করে, যাকে নির্বাসিত করা হয় এবং সে সিংহাসন দখল করতে বদ্ধপরিকর। তৃতীয় গল্পে রয়েছে নাইট্‌স ওয়াচ, একটি দীর্ঘকালস্থায়ী ভ্রাতৃত্ব যারা দেয়ালের উত্তরের বন্য মানুষ ও কিংবদন্তি প্রাচীন জীবদের হুমকির হাত থেকে এই রাজসিংহাসনকে প্রতিরক্ষায় নিয়োজিত।

সিরিজ টির কিছু স্ক্রিনশটঃ

আমার পারসোনাল রিভিউ

প্রথমেই বলে রাখি এটি দুনিয়া কাপানো একটি সিরিজ।যেটি একবার হলেও আপনার দেখা উচিত।

গেম অফ থ্রোনস সেরা সিরিজের একটা। টিভি ইতিহাসের অলটাইম লিস্ট

করা হলে এই সিরিজ প্রথম দশে থাকবে। এর মূল কারণ রাইটারদের দক্ষতা।
এইরকম

অস্বাভাবিক কোন জিনিস অনেক দিন দেখি নাই স্বীকার করতে দোষ নাই – গেম অফ

থ্রোনস লেখা হয়েছে ইংল্যান্ডের অনেক শতাব্দী ধরে চলা ওয়ার অফ রোজেস দিয়ে

প্রভাবিত হয়ে। আরেকটা ক্লাসিক বই – আইভানহোকেও A song of ice and fire এর

প্রেরনা ধরা হয় ।

কাহিনী সংক্ষেপ এইরকম ঃ কাল্পনিক এক দেশের

সিংহাসন দখলকে নিয়ে কয়েকটা ধনী , যোদ্ধা এবং প্রভাবশালী পরিবার ষড়যন্ত্রে

মেতে উঠে । এই অবস্থা ক্ষমতাসিন হরিণ রাজা – তার পুরানো সুহৃদ উত্তরের

নেকড়ে পরিবারের কাছে সাহায্যের জন্য যান । তাকে অনুরোধ করেন যেন সে

প্রধানমন্ত্রী দায়িত্বটা নেয় ।
এই দুজনের বন্ধুত্বের কারনের রাজ্যে বিশৃংখলা , বিদ্রোহ ছিলো না ।
এই

দুজন – ড্রাগন রাজাকে পরিজিত করেছিলো – সে ছিলো উন্মাদ । ড্রাগন পরিবারকে

ধ্বংস করে দিয়ে তাদের দুই ছেলে মেয়ে বিদেশি রাজ্যে নির্বাসনে পাঠানো হয়েছে


উত্তরের নেকড়ে পরিবার কর্তা তার দুই কন্যা নিয়ে রাজধানীতে আশ্রয় গ্রহন করার পরই খেলা জমে উঠে ।
রাজ পরিবারের নিকটবর্তী প্রতিটা মানুষ ক্ষমতা আর অর্থের লোভে পরিচালিত ।
নেকড়ে

পরিবারের নেতা একজন আদর্শবান মানুষ । সে রাজনীতির মার প্যাচ বুঝে কম –

যোদ্ধা হবার কারনে সেসব নিয়ে মাথাও ঘামায় না । রানী থেকে শুরু করে

আমত্যবর্গ সবাই নিজ নিজ এজেন্ডায় কাজ করে ।
এরপর শুরু হয়ে মানুষের

সমাজের সব পংকিল রুপ দেখানোর পালা — শৌর্য বীর্য প্রেম ভালোবাসা থেকে শুরু

করে অজাচার , বিশ্বাসঘাতকতা , পাপ , যুদ্ধ , হত্যা সব ধরনের খেলা দেখানোর

পালা।
এটা মূলত একটা এপিক ফ্যান্টাসি ধর্মী উপন্যাস — সিংহাসন দখলের

জন্য বিভিন্ন মানুষ কিভাবে দ্বন্ধ লড়াই এ জড়িয়ে পড়ে – এবং রক্তক্ষয় নয় সব

উঠে এসছে । তার সাথে যুক্ত হয়েছে যাদুবিদ্যা –
প্রেতচর্চা – ড্রাগন । উত্তরে শীতে আগমন – এবং জম্বীদের আক্রমনও তুলে ধরা হয়েছে ।

Westeros(কাল্পনিক এম্পায়ার) এর সাম্প্রতিক ঘটনা নিয়েই যদিও game of thrones এর গল্পগুলো

লেখা, তবে অন্য হাই ফ্যান্টাসি উপন্যাসের মত এখানেও হাজার হাজার বছরের

ঘটনার ছাপ আছে ।

বর্তমানের battle of five kings এর প্রায় ১২ হাজার বছর আগে westeros এ first man নামে একদল মানুষ আসে । এরা

এদের ব্রোঞ্জের অস্ত্র ব্যবহার করে আদিবাসি এবং প্রকৃতি উপাসক children of

the forest দের উচ্ছেদ করে এবং বড় বড় জনবসতি স্থাপনের মাধ্যমে সভ্যতার

সূচনা করে । first man এবং children দের বিরোধের মধ্যেই প্রায় আট হাজার বছর

আগে আসে white walker দের আক্রমণ । ম্যাজিক্যাল এই প্রজাতিকে থামানোর জন্য

first man আর children রা একটা জোট গঠন করে । first man দের সামরিক দক্ষতা

এবং children দের জাদু white walker দের পরাজিত করে উত্তরের অজানা এলাকায়

পাঠিয়ে দেয় । first man দের একজন Brandon the builder (stark দের পূর্ব

পুরুষ) , children দের জাদুর সাহায্যে উত্তরে সুউচ্চ এক দেয়াল তৈরি করে ,

যা ভবিষ্যত আক্রমণ থেকে দক্ষিনের রাজ্যগুলোকে রক্ষা করবে । ততদিনে first

man রা children of the forest দের ধর্ম (Old gods, weirwood tree তে যেসব

ঈশ্বরের মুখ আছে) গ্রহন করেছে । রিভিউ লিখলে অনেক বড় হয়ে যাবে।তাই বেশি লিখলাম না।শুধু বলবো একবার হলেও আপনার দেখা উচিত।

এবার আসি ডাউনলোড লিংক এঃ

সিজনঃ১ (Mgea.nz English And hindi dubbed)

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

সিজনঃ২ (Mgea.nz English And hindi dubbed)

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

সিজনঃ৩ (Mgea.nz English And hindi dubbed)

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

সিজনঃ৪ (Mgea.nz English And hindi dubbed)

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

সিজনঃ৫ (Mgea.nz English And hindi dubbed)

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

সিজনঃ৬ (Mgea.nz English And hindi dubbed)

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

সিজনঃ৭ (Mgea.nz English And hindi dubbed)

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

সিজনঃ৮ (Mgea.nz English And hindi dubbed)

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

সব লিংক গুলা ইন্টারনেট থেকে কালেক্ট করা হয়েছে।
Mega.nz থেকে ডাউনলোড/সরাসরি দেখতে সমস্যা হলে ইউটিউবের সাহায্য নিন। লিংক গুলা একটি পেজ এর মাধ্যমে দেওয়া হইছে।

একসাথে সব সিজন ডাউনলোড করতেঃ এখানে ক্লিক করুন

যেকোনো তুর্কি সিরিজ দেখতে ভিজিট করুনঃ এই সাইটে।

4 thoughts on "নিয়ে নিন দুনিয়া কাপানো সিরিজ ‘Game Of Thrones’ এর সকল সিজন এর ডাউনলোড লিংক সাথে আমার রিভিউ। যেই সিরিজ টি একবার হলেও আপনার দেখা উচিত।"

  1. fahimthehero Contributor says:
    অনেক আগেই দেখছি,সেই কিন্তু লাস্ট 2টা সিজন ভালো লাগে নি।
  2. H. M. Mozammal Hoque Contributor says:
    ভাই,
    Youtube এ Dragon এর Status দেখে দেখা শুরু করছিলাম,
    একটা Status দেখলাম
    1. H. M. Mozammal Hoque Contributor says:
      একটা Status দেখলাম,
      Dragon of Mother (Emilia Clarke) মারা গেছে,
      তারপর থেকে আর দেখতে ইচ্ছে করতেছে না,
      আর তাছাড়া সিজন ৪ এর পরের সিজন গুলা Hindi Dubbed গুলা ভালো নয়, এইরকম বাজে Dubbed বিরক্ত লাগে
  3. Redoy420 Contributor says:
    eta ki hindi dub?

Leave a Reply