আমরা ইউটিউব চ্যানেল + ওয়েবসাইট যে কারনেই খুলে থাকিনা কেন একটা সময় ভাবি যে এখন ইনকাম করার একটা সিস্টেম করতে পারলে অনেক ভাল হত। তখন আমরা এডসেন্সের জন্য আবেদন করে থাকি। অনেক অপেক্ষার পর হয়তো আমরা এডসেন্সের এপ্রভাল পেয়ে যাই। কিন্তু যখন একাউন্টে ১০ ডলার এড হয় তখন তারা একটি চিঠি পাঠায় পোস্ট অফিসে যেই চিঠিতে একটি গুরুত্বপূর্ণ কোড থাকে যেটি না হলে আপনি টাকা ইনকাম করলেও তুলতে পারবেন না। তাই বুঝুন এটি কত গুরুত্বপূর্ণ। তবে আরা অনেকেই চেস্টা করে চিঠি পাইনা বা পেলেও অনেক সময় লাগে। তাই সবার জানা উচিত যে কিভাবে এড্রেস দেয়া সঠিক। আজ আপনাদের একটি নিয়ম বলে দিব সেভাবে এড্রেস দিবেন তারপর চিন্তামুক্ত থাকবেন।

যেভাবে এড্রেস দিবেন এডসেন্সের পেমেন্ট অপশনে

নিচের সব কিছু আইডি কার্ডের সাথে মিল রেখে দিবেন আপনার আইডি কার্ড না থাকলে পরিবারের কারোটা দিবেন।

১. Name – নাম অবশ্যই আইডি কার্ডের সাথে মিল রেখে দিবেন আপনার আইডি কার্ড না থাকলে পরিবারের কারোটা দিবেন

২. Adress line 1 – এড্রেস লাইন ১ এ আপনার গ্রাম মানে আপনার এলাকার নাম দিবেন এবং কমা দিয়ে বাসার নাম্বার বা নাম

৩. Adress line 2 – এখানে আপনার পোস্ট অফিস এর নাম দিবেন এবং থানার নাম দিবেন এভাবে
P.O : post office P.S : Police Station

৪. City – এখানে আপনার জেলার নাম দিবেন।

৫. Postal code – আপনার পোস্ট অফিসের পোস্টাল কোড দিবেন৷ না জানলে গুগলে আপনার পোস্ট অফিসের নাম লিখে সার্চ দিবেন।

৬. mobile number – এখানে আপনার একটি মোবাইল নাম্বার দিবেন।

আপনাদের সুবিধার জন্য নিচের স্ক্রিনশট দেখুন

১০ ডলার হয়ে গেলে অটো পিন সেন্ড করে দিবে ২-৪ সপ্তাহের মধ্যে চিঠি পাঠাবে এর মধ্যে আপনার যা করনিয়ঃ

আপনি পোস্ট অফিসে যাবেন এবং আপনার এলাকার নাম বলবেন আর বলবেন এই এলাকায় চিঠি দেয় কে। তারপর যে আপনার এলাকায় চিঠি আদা প্রদান করে তাকে বলবেন এই নামে একটা চিঠি আসবে আর চিঠির ধরন এরকম হবে তাকে সব বুঝিয়ে বলে আসবেন সব কিছু এবং তার নাম্বার নিয়ে ২য় সপ্তাহ থেকে তার সাথে ফোনে যোগাযোগ রাখবেন ৭ সপ্তাহে একদিন কল করে জিজ্ঞেস করবেন। ধন্যবাদ সবাইকে এর পরের পোস্টে দেখাবো এডসেন্সে কিভাবে ব্যাংক একাউন্ট এড করবেন।

আমার ওয়েবসাইট – www.mohinbd24.com

ফেসবুক –Facebook

7 thoughts on "প্রথমবারেই এডসেন্স এর চিঠি হাতে পাবেন যা করলে এড্রেস যেভাবে দিবেন"

    1. Mohin Author Post Creator says:
      আমি যেভাবে পেয়েছি সেটি সেয়ার করলাম
  1. mdrazumiaR Contributor says:
    ki korle earning apps er AdSense disable hobe aei niye akta post korun
    1. Mohin Author Post Creator says:
      Okk
  2. Prottoy Saha Contributor says:
    vai এডসেন্সে চেক কিভাবে দেয়? আর চেকের মাধ্যমে নিলে কি ব্যাঙ্ক একাউন্ট লাগে?
    1. Mohin Author Post Creator says:
      Bujhlam na
  3. Rijonistic Contributor says:
    ভাই, অ্যাড্রেস বাংলায় লিখলে কোনো সমস্যা হবে?

Leave a Reply