ট্রিকবিডির সকল পাঠকে সালাম,
সম্প্রতি সরকারের পক্ষ থেকে ঘোষনা এসেছে সকল সিম রেজিট্রেশন করতে হবে নতুবা বন্ধ করা হবে।এর উল্লেখযগ্য অনেক কারনও আছে।এরই মধ্যে অনেকে চিন্তায় পরে গেছেন তাহলে আমি কেমনে কি করবো?
হ্যা আপনাকে বলছি চিন্তার কারন নেই আপনি যদি সিম কেনার সময় সঠিক তথ্য অর্থাৎ ভোটার আইডি ছবি দিয়ে সিম কার্ড কিনে থাকেন তবে আপনারকে কম্পানি থেকে যোগাযোগ করবে, করে তাদের তথ্যর সাথে তথ্য মিলে নিবে।আর যদি না মেলে তবে আপনাকে সঠিক তথ্য দিতে সার্ভিস পয়েন্টে যেতে হবে।এই আর কিছু না।আর আপনি যদি মনে করেন যে আপনার সিম কিনার সময় রেজিষ্টার করেন নি তবে কাষ্টমার কেয়ারে চলে যান।
।।আমারো কি করতে হবে?