আসসালামু আলাইকুম
বাংলালিংক প্রিয়জন হল বাংলালিংক এর একটি সিস্টেম। এর মাধ্যমে আপনারা পয়েন্ট আর্ন করতে পারবেন।এই পয়েন্ট গুলো দিয়ে আপ্নারা এম্বি,মিনিট অথবা এস এম এস কিনতে পারবেন।
শুধু তাই নয় বেশি পয়েন্ট আর্ন করলে মগ অথবা ব্যাগও কিনতে পারবেন।
*তো কিভাবে এই পয়েন্ট আর্ন করবেন?
আপনার বাংলালিংক নাম্বার দিয়ে কল, এসএমএস অথবা ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে প্রিয়জন প্রাইজ পয়েন্ট সংগ্রহ করা যাবে, যা আপনার প্রিয়জন অ্যাকাউন্টে জমা হবে। আপনার ব্যবহারের উপর ভিত্তি করে প্রতি সপ্তাহে এবং প্রতি মাসে আপনি পয়েন্ট সংগ্রহ করতে পারবেন। তাই যত বেশি আপনার বাংলালিংক নাম্বার ব্যবহার করবেন তত বেশি প্রাইজ পয়েন্ট উপভোগ করতে পারবেন।
কয়েকভাবে আপনি পয়েন্ট পাবেন নিচে এগুলো সম্পর্কে নিচে বলা হলঃ
ওয়েলকাম পয়েন্ট:যদি আপনি ১ বছরের বেশি সময় ধরে বাংলালিংক সংযোগ ব্যবহার করে থাকেন তাহলে আপনি ৫০ প্রাইজ পয়েন্ট ফ্রি পাবেন।
উইকলি পয়েন্টস:প্রতি সপ্তাহে বাংলালিংক নাম্বার ব্যবহার করলে পেয়ে যাবেন আপনার উইকলি পয়েন্ট।সিলভার সদস্য ১০ টাকা ব্যবহারে ১ পয়েন্ট।গোল্ড সদস্য ৮ টাকা ব্যবহারে ১ পয়েন্ট।প্লাটিনাম সদস্য ৭ টাকা ব্যবহারে ১ পয়েন্ট
বোনাস উইকলি পয়েন্টস:বাংলালিংক-এর সাথে থাকলেই পেয়ে যাবেন বোনাস উইকলি পয়েন্টস।২ বছর ব্যাবহার করলে প্রতি সপ্তাহে ১ পয়েন্ট।২ থেকে ৫ বছর পর্যন্ত ২ পয়েন্ট।৫ বছরের অধিক ৩ পয়েন্ট
মান্থলি পয়েন্টস: নিচে টাকার পরিমাণ দেওয়া হল।এই পরিমাণ টাকা মাসে ব্যাবহার করলে সেই অনুযায়ী আপনি পয়েন্ট পাবেন।
১৫০ টাকা = ১০ পয়েন্ট
৪০০ টাকা = ৩০ পয়েন্ট
১০০০ টাকা = ১০০ পয়েন্ট
এটা তো পয়েন্ট আর্ন করার পদ্ধতি
কিন্তু এই পয়েন্ট দিয়ে কিভাবে এম্বি,মিনিট,SMS ইত্যাদি কিনতে পারবেন এই সম্পর্কে আরেকটি পোস্ট করব।
কোনো ভুল হলে ক্ষমা করবেন।
আল্লাহ হাফেজ
ভাল লাগল।