হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন?
আশা করি সকলেই খুব ভালো আছেন।
আমি আপনাদের দোয়া, আর আল্লাহর রহমতে খুব ভালো আছি।
আগে জেনে নেওয়া যাকঃ

আজকের পোষ্টের বিষয়বস্তু

আজকের পোষ্টের মাধ্যমে আপনি আপনার সাইট বা আপনার পছন্দের সাইট বা যকোন সাইটের Google এর যকোন বিষয়ে সেই সাইটের র‍্যাংক দেখতে পারবেন। যেমন ধরুন video তে আপনার সাইটের google র‍্যাংক কত? এখানে এটি জানতে আমাদের একটি chrome extension এর ব্যবহার কর‍তে হবে, তো আপনাকে Yandex ব্রাউজার টা নিশ্চয় আগে ডাউনলোড করে নিতে হবে না হয় হবে না। যাইহোক নিচে তা কিভাবে দেখতে পারবেন তা দেওয়া হলোঃ

কিভাবে?


১।প্রথমে Yandex ব্রাউজারে গিয়ে লিখুন Fatrank extension…এটা লিখে সরাসরি এন্টার করে দেন।

২।তারপর আপনি সার্চ রেজাল্টের প্রথেমে যে লিংক টা দেখতেছেন, সেটায় ক্লিক করে দেন।

৩।তারপর ডানে গিয়ে একটা অপশন দেখবেন add to chrome…সেটায় ক্লিক করে এড করে নেন।

৪।এড হয়ে গেলে আপনার সেই ওয়েবসাইট বা আপনি যে সাইটের কোন বিষয়ে র‍্যাংক টা দেখতে চান সেটায় যান।

৫।তারপর ৩ ডট মেনুতে ক্লিক করে “Extension” এ ক্লিক করেন।

৬।তারপর আপনার যুক্ত করা সব extension গুলো দেখাবে,তো আপনি এখান থেকে Fatrank টায় ক্লিক করে দেন।

৭।ক্লিক করার পর আপনাকে যকোন একটা মেইল এড্রেস দিতে হবে,, (কোন ভেরিফিকেশন করতে হবে না)

৮।তারপর ”get started” এ ক্লিক করে দেন।

৯।তারপর আপনাকে কোন বিষয় লিখতে হবে, আপনি যেহেতু ট্রিকবিডির টা দেখাচ্ছি তো আমি এখানে bangla tips and trick লিখে দিলাম।

১০।তারপর ”check” নামের অপশনে ক্লিক করে দিবেন।

১১।তো ফাইনালি দেখাচ্ছে ট্রিকবিডি #1 in bangla tips and trick….মানে ট্রিকবিডি #১ এ আছে বাংলা টিপস এবং ট্রিক এ।

১২।Google এ সার্চ করে যাচাই করে দেখালাম


The End

Cradit:Farhad Hasan

আজ এই পর্যন্তই, সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায় আজ বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোন পোষ্টে আরো নতুন কোন বিষয় নিয়ে।

সবাই আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ।

আমাদের সাইটে নতুন ফিচার এড করা হয়েছে এখন থেকে আমাদের সাইটে পোস্ট করে আয় করুন অন্য পোস্টে কমেন্ট করলে আপনার ইনকাম হবে।তাই এখনি পোস্ট করা শুরু করুন।আপনার Balance ৳৩০ টাকা হলে পেমেন্ট নিন।

আমার সাইটঃ-TipsNow24.Com

3 thoughts on "এখন খুব সহজেই দেখে নিন আপনার সাইট টি যেকোন বিষয়ে গুগলে র‍্যাংক কত…."

  1. A M Contributor says:
    সুন্দর… 🙂

Leave a Reply