মহাবিশ্বের বিভিন্ন রহস্য নিয়ে আমাদের আগ্রহের কোন শেষ নেই। বরং যত সময় বাড়ছে, আমাদের কৌতূহল তত বাড়ছে। ব্ল্যাক হোলকে আমরা বাংলায় কৃষ্ণবিবর, কৃষ্ণগহ্বর ইত্যাদি বলে জেনে থাকি।
ব্লাক হোল মহাবিশ্বের এমন একটি বিশেষ স্থান, যেখানে খুবই অল্প জায়গায় অনেক অনেক ভর ঘনীভূত হয়ে থাকে। মহাকর্ষীয় শক্তির কোন কিছুই এর ভিতর থেকে বের হতে পারে না, এমনকি এমনকি তড়িৎচুম্বকীয় বিকিরণ আলোও নয়! প্রকৃতপক্ষে এই স্থানে সাধারণ মহাকর্ষীয় বলের মান এত বেশি হয়ে যায় যে এটি মহাবিশ্বের অন্য সকল বলকে অতিক্রম করে। একটি তারকার জীবনকাল শেষ হলে তখন সেটি ব্ল্যাক হোলে পরিণত হয়।
তাহলে চলুন দেখে নেওয়া যাক ব্লাক হোলের প্রথম ছবি
উপরের ছবিতে দেখতে পাওয়া ব্লাক হোল Messier 87 নামের গ্যালাক্সিতে অবস্থিত। পৃথিবীর আটটি স্থান থেকে খুবই উচ্চ ক্ষমতাসম্পন্ন টেলিস্কোপ দিয়ে এর ছবি তোলা হয়েছে। পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ৫০০ মিলিয়ন ট্রিলিয়ন কিলোমিটার। এর আয়তন আমাদের পুরো সৌরজগতের চেয়ে বড়। আজ ১০ এপ্রিল ২০১৯ বুধবার অ্যাস্ট্রোফিজিকাল জার্নাল লেটার নামে এক জার্নালে বিস্তারিত প্রকাশ করা হয়েছে।
সোর্সঃ পিসি হেল্পলাইন বিডি
কিভাবে সম্ভব ভাই
তার কথার সত্যতা প্রমাণ করলেন বর্তমান বিজ্ঞানীরা।
Ata.ami # NS Sabur ka bolsi.
Ar apner podta kono vhul nai.ai news ami o paisilam.ar ami saradin science ar cosmos niai pora thaki
Ata.ami # NS Sabur ka bolsi.
Ar apner podta kono vhul nai.ai news ami o paisilam.ar ami saradin science ar cosmos niai pora thaki