Assalamualikumসবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

আমরা সবাই স্মার্ট ফোন ব্যবহার করি। সবার ফোনেই সিম আছে। সিম ছাড়া ফোন অচল। আমরা সবাই জানি বাংলাদেশের নিজের তৈরি একটা সিম আছে টেলিটক। বর্তমানে এই সিমটির গ্রাহকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

রাষ্ট্রায়ত্ত অপারেটরটি এর আগে কখনও অর্ধ কোটি গ্রাহকের মাইলফলকে পৌঁছাতে না পারলেও এবার খুব কাছাকাছি চলে এসেছে।

নিজের সঙ্গে নিজের পরিসংখ্যানের তুলনায় সাম্প্রতিক সময়ে অনেক ভালো করছে টেলিটক।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রকাশিত মঙ্গলবারের গ্রাহক প্রতিবেদনে দেখা যাচ্ছে অক্টোবর মাসের শেষে একমাত্র দেশীয় কোম্পানিটির কার্যকর গ্রাহক সংখ্যা এখন ৪৭ লাখ ৬ হাজারে এসে দাঁড়িয়েছে।

সব মিলে মে মাসের পর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি অপারেটরটিকে। মে মাসে তাদের কার্যকর সংযোগ ছিল ৩৮ লাখ ১৮ হাজারে। এরপর সব কিছু যেন ভোজবাজির মতো বদলে যেতে শুরু করে।

গত পাঁচ মাসে তারা প্রায় নয় লাখ গ্রাহক বাড়িয়েছে। তারা বলছেন, নিকট অতীতে টেলিটকের ক্ষেত্রে অন্তত এমনটি হয়নি।

এমনকি ২০১২ সালের আগস্টে সবার আগে থ্রিজি চালু হওয়ার পর তারা যখন গ্রাহক সংখ্যার বিচারে অনেকটা এগিয়ে গেল তখনও নিজেদের নেটওয়ার্কে পাঁচ মাসের মধ্যে নয় লাখ গ্রাহক পায়নি।

অক্টোবর মাসের হিসাব বলছে, এই মাসে সব মিলে ৭ লাখ ৫৫ হাজার গ্রাহক বেড়ে দেশের মোট কার্যকর মোবাইল সংযোগ দাঁড়িয়েছে ১৬ কোটি ৪১ লাখ ৭০ হাজার।

এই সাড়ে সাত লাখ নতুন সংযোগের মধ্যে টেলিটকেরই বেড়েছে এক লাখ ৭৯ হাজার। অর্থাৎ নতুন যোগ হওয়া সিমের ২৩ দশমিক ৭১ শতাংশ এসেছে টেলিটকের ঘরে।

গ্রামীণফোনের অক্টোবর মাসে সাড়ে তিন লাখ সংযোগ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৬০ লাখ ৬৭ হাজারে। অন্তত গত মাসে রবি ও বাংলালিংকের চেয়ে বেশি  গ্রাহক পেয়েছে টেলিটক।

অক্টোবর শেষে রবি’র কার্যকর সংযোগ আছে চার কোটি ৮৩ লাখ ৪৯ হাজার।

সাড়ে তিন কোটির মাইলফলক ছুঁয়ে বাংলালিংক দাঁড়িয়েছে তিন কোটি ৫০ লাখ ৪৯ হাজারে।

অন্যদিকে, বছরের দশম মাসের শেষে দেশে কার্যকর ইন্টারনেট সংযোগ আছে ৯ কোটি ৯৫ লাখ ৬৯ হাজার। এরমধ্যে মোবাইল ফোনের মাধ্যমে যুক্ত আছে ৯ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার।

দেশে চালু থাকা ব্রডব্যান্ড সংযোগ আছে ৫৭ লাখ ৩৮ হাজার। আর মরতে বসা ওয়াইম্যাক্সের ৪০ হাজার সংযোগ এখনো বেঁচে আছে বলে বিটিআরসি’র প্রতিবেদন বলছে।

যাক বাংলাদেশের নিজস্ব সিম কার্ডের গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে টেলিটক সিমে কিন্তুু ভালো অফার পাওয়া যায়।

বিঃদ্রঃ এই নিউজটি প্রথমে অনলাইনে প্রকাশিত হয়। ট্রিকবিডি সকল মেম্বারদের জানানোর জন্য নিউজটি নিজের ভাষার লিখে প্রকাশ করা হয়েছে।

👇👇পোষ্টি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এবং লাইক দিবেন 👍👍

13 thoughts on "👍👍অর্ধ কোটি গ্রাহকের মাইলফলকে পৌঁছাতে না পারলেও খুব কাছাকাছি চলে এসেছে টেলিটক 😃😃"

 1. Md Luthfur Talukder Contributor says:
  সারাদেশে 3জি সার্ভিস আরো বৃদ্ধি পাবে গ্রাহক সাথে মিনিট ও এস এম এস প্যাক বারাতে হবে
  1. MD Shakib Hasan Contributor Post Creator says:
   হুম
 2. Md Luthfur Talukder Contributor says:
  সারাদেশে 3জি সার্ভিস চালু হলে আরো বৃদ্ধি পাবে গ্রাহক সাথে মিনিট ও এস এম এস প্যাক বারাতে হবে
  1. MD Shakib Hasan Contributor Post Creator says:
 3. Mehedi Hasan Shobuz Contributor says:
  ভালোই লিখেছেন। পড়ে ভালোই লাগলো, তাই লাইকও দিয়ে দিলাম।😊
  1. MD Shakib Hasan Contributor Post Creator says:
   Thank You ❤
 4. Mim Akter Author says:
  Hm.nice post.
  Ami trickbd te notun.
  21/11/19 a new accaunt khullam. 2ta post o korce. Akta android app niye. Ar akta blogger niye.
  Post gula 350+ word a lakha.
  But, agulo published hocce na.
  Kaw bolben ki!
  Kno publish hocce na?
  1. Md Luthfur Talukder Contributor says:
   Sokol niom mene post korle obossoi published hobe
  2. MD Shakib Hasan Contributor Post Creator says:
   Administration Review করে পরে ppublish করবে
 5. Mim Akter Author says:
  sokol niom mane e post korce.
  1. MD Shakib Hasan Contributor Post Creator says:
   hmmm
  1. MD Shakib Hasan Contributor Post Creator says:
   Thank you

Leave a Reply