আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক উইন্ডোজ ও অ্যাপলের ম্যাকওসের জন্য ম্যাসেঞ্জার অ্যাপ আনলো


উইন্ডোজ এবং ম্যাক কম্পিউটারের জন্য নতুন মেসেঞ্জার অ্যাপ লঞ্চ করল ফেসবুক। এতদিন ম্যাসেঞ্জারের শুধুমাত্র মোবাইল অ্যাপ ছিল এবং ব্রাউজারে ফেসবুক/মেসেঞ্জার ওয়েবসাইট ভিজিট করে এতে চ্যাট করা যেত। এখন মেসেঞ্জার এর অ্যাপ ব্যবহার করে কম্পিউটারে ব্রাউজার ছাড়াই চ্যাটিং, ভয়েস এবং ভিডিও কল করা যাবে।

গত বছরই কম্পিউটারের জন্য আলাদা মেসেঞ্জার অ্যাপ আনার কথা ঘোষণা দিয়েছিল ফেসবুক, যেটা অবশেষে রিলিজ হল গতকাল।

ফেসবুক এর একজন কর্মকর্তা এক ব্লগ পোস্টে জানান, বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসের সংক্রমণের পর ফেসবুক মেসেঞ্জারে কল করার চাহিদা প্রায় দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। আর এমন সময়ে ফেসবুকের নতুন এই সফটওয়্যার রিলিজ হওয়া ব্যবহারকারীদের অন্য বেশ কাজে দেবে বলে আশা করছেন তিনি।

নতুন ম্যাসেঞ্জার অ্যাপের মাধ্যমে আপনি আরো বড় স্ক্রিনে গ্রুপ ভিডিও কল করতে পারবেন। যারা বাসা থেকে কাজ করছেন তারা এই ফিচারটি ব্যবহার করে উপকৃত হতে পারেন, কারণ ফেসবুকে কল করতে বাড়তি কোনো খরচ হয় না।


মেসেজের নোটিফিকেশনও এখন থেকে সরাসরি কম্পিউটারে পেতে পারেন এই অ্যাপের মাধ্যমে। এছাড়াও এতে রয়েছে ডার্ক মোড।

আপনি চাইলে এখনই মাইক্রোসফট স্টোর অর্থবা ম্যাক অ্যাপ স্টোর থেকে কম্পিউটারের জন্য ফেসবুক মেসেঞ্জার অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। এরপর আপনার ফেসবুক একাউন্টের মাধ্যমে এতে সাইন-ইন করে শুরু করে দিতে পারেন চ্যাটিং, ভিডিও এবং ভয়েস কল।

কেমন লাগলো নতুন মেসেঞ্জার ডেস্কটপ অ্যাপ, কমেন্ট এর মাধ্যমে জানাবেন আশা করি। ধন্যবাদ।

9 thoughts on "✅?সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক উইন্ডোজ ও অ্যাপলের ম্যাকওসের জন্য ম্যাসেঞ্জার অ্যাপ আনলো?✅"

  1. Jamiur Contributor says:
    Win10 a to onek age thekei messanger app ase.
    1. Shakib Author Post Creator says:
      এটা উইন্ডোজ ও অ্যাপলের ম্যাকওসের জন্য ফেসবুকের নতুন Messenger
    2. Jamiur Contributor says:
      নতুন কে বলছে আপনাকে। উইন্ডো ১০ থাকলে চেক করে দেখেন। আমি অনেক আগে থেকে ব্যবহার করি। আর আপনি যে মাইক্রোসফট স্টোরের লিংক দিছেন সেখানে দেখেন অফিসিয়াল Release date
      3/5/2014.
  2. Rambo Contributor says:
    vai aita to onek agei asce ami to goto 2 year use korsi !
    1. Shakib Author Post Creator says:
      এটা উইন্ডোজ ও অ্যাপলের ম্যাকওসের জন্য ফেসবুকের নতুন Messenger কিছু দিন আসলো আপনি ২ বছর দরে কোন App ব্যবহার করছেন আপনিই ভালো জানেন।আমি যেটা দিয়েছি এটা Computer জন্য Messenger আপনি হয়তো অন্য কোন Browser দিয়ে Messenge বা Chat করেছেন সেটার কথা বলছেন
  3. md shawn Contributor says:
    Shakib! Ami Onek age Theke Use Kori.. Microsoft Store Fb App Messanger App Onek Ager.. So Jene Sune Post Korben.
    1. Shakib Author Post Creator says:
      এটা Update version vi
  4. MS.UDDIN Contributor says:
    Ami download korte parsena kaw ki link ta deta parben
    And ata ki mobile dea download kore pore pc
    ta copy kore install kora jabe ki ❓
    1. Shakib Author Post Creator says:
      PC Dia Download Korben

Leave a Reply