যৌনতা-রোমাঞ্চনির্ভর সিরিজ ‘হেইট
স্টোরি’র তৃতীয় কিস্তি মুক্তি পেয়েই ঝড়
তুলেছে ভারতীয় বক্স-অফিসে। ৪
ডিসেম্বর মুক্তি পাওয়া সিনেমাটি
প্রথম দিনেই আয় করেছে প্রায় ১০
কোটি রুপি।
১৩ কোটি রুপির বাজেটে নির্মিত ‘হেইট
স্টোরি থ্রি’ খুব শিগগিরই লগ্নির অর্থ
তুলে আনবে বলে মনে করছেন
নির্মাতারা। সিরিজের সবচেয়ে বেশি
উদ্বোধনী আয়ের সিনেমায়ও পরিণত
হয়েছে এটি। ২০১৪ সালে মুক্তি পাওয়া

‘হেইট স্টোরি টু’ প্রথম দিনে আয় করেছিল
৫ কোটি ৪৬ লাখ রুপি।
বাণিজ্য বিশ্লেষক তারান আদার্শ টুইট
করেন, “তুলনামূলক কম জনপ্রিয়
তারকাদের নিয়ে নির্মিত সিনেমাটি
মুক্তি পেয়েছে দারুণভাবেই। শুক্রবারই
সিনেমাটি আয় করেছে ৯ কোটি ৭২ লাখ
রুপি। সপ্তাহান্তেই সিনেমাটির নির্মাণ
ব্যয় উঠে আসবে।”
তবে সিরিজের আগের দুটি সিনেমার
চেয়ে বেশি প্রেক্ষাগৃহেই মুক্তি
পেয়েছে ‘হেইট স্টোরি থ্রি’। ভারতে ২
হাজার ৬শ ৯০টি পর্দায় প্রদর্শিত হচ্ছে
সিনেমাটি।
প্রাপ্তবয়স্ক সনদ নিয়ে মুক্তি পাওয়া
সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে আছেন
কারান সিং গ্রোভার, জেরিন খান,
শারমান জোশি এবং ডেইজি শাহ।

আমার
সাইট একবার ঘুরে আসবেন

4 thoughts on "মুক্তি পেয়েই ‘হেইট স্টোরি থ্রি’র চমক"

  1. Avatar photo limon Contributor says:
    jeshob chele meye cinema hall e jai dekhche movie ta oigular j ki hal hoiche k jane :v :v 😀 😀
  2. Avatar photo Momin Khan Contributor says:
    ‘হেইট স্টোরি থ্রি’dekchi mama

Leave a Reply