২০১২ সালের সেপ্টেম্বর থেকে পাকিস্তানে বন্ধ রয়েছে ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব। দেশটির সুপ্রিম কোর্টের আদেশে ইউটিউব বন্ধ করে দেওয়া হয়। তখন থেকেই নানাভাবে সাইটটি চালুর জন্য চেষ্টা করে যাচ্ছিল গুগল কর্তৃপক্ষ। কারণ ইউটিউবের মালিকানা গুগলের হাতে।

এবার পাকিস্তানের জন্য ‘ইউটিউব ডটকম ডটপিকে’ নামের নতুন একটি সংস্করণ চালু করেছে ইউটিউব কর্তৃপক্ষ। তবে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা থাকায় এখনো সেটি দেখা যাচ্ছে না পাকিস্তানে। আর তাই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য গুগলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। এ খবর জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

বুধবার পাকিস্তান সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘সরকারের দাবি ছিল আক্রমণাত্মক এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন ভিডিওগুলো সাইট থেকে সরিয়ে নিতে হবে। পাকিস্তানের জন্য যে সংস্করণ তৈরি করা হয়েছে তাতে যদি এই শর্তে তারা কাজ করতে রাজি হয় তাহলে হয়তো আদালত নিষেধাজ্ঞা তুলে নিতে পারে।’

গুগলের এক মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘পাকিস্তান সরকারের পক্ষ থেকে কোনো ভিডিওর ব্যাপারে আপত্তি থাকলে স্থানীয় সংস্করণের ওয়েবসাইট থেকে সেটি সরিয়ে নেওয়া হবে। প্রত্যেকটি দেশের জন্য আমাদের আলাদা নীতিমালা রয়েছে। কোনো ভিডিও যদি সেসব নীতিমালার সাথে অসঙ্গতিপূর্ণ হয় তাহলে আমরা সেসব ভিডিও মুছে ফেলি।’

পাকিস্তানের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী জানিয়েছেন, দেশটিতে ইউটিউব খুলে দেওয়ার বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে দুই সপ্তাহ পর। সুপ্রিম কোর্টের আদেশে ইউটিউব বন্ধ থাকলেও প্রক্সি সার্ভারের মাধ্যমে দেশটিতে অনেকেই ইউটিউব দেখতে পারেন।

এর আগে আপত্তিকর পেজ সরিয়ে না নেওয়ায় ২০১০ সালে দুই সপ্তাহের জন্য দেশটিতে বন্ধ করে দেওয়া হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

Leave a Reply