প্রযুক্তি বাজারে শুভ সূচনা করল এইচটিসি’র ভাইভ ভার্চুয়াল রিয়েলিটি। এইচটিসি’র ভিআর বিভাগের কর্মী সোমবার রাতে এক টুইটে জানান যে, বাজারে মুক্তি পাওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যেই ১৫ হাজার ভাইভ ইউনিট বিক্রি হয়েছে।

তবে হঠাৎ করে এত সংখ্যক বিক্রি হওয়ার সঠিক কারণ বের করাটা কঠিন। তবে এগুলো ভাইভ ভিআর’র প্রি অর্ডারকৃত কাস্টমারদের তাৎক্ষণিক ক্রয়ের কারণে হতে পারে। এইচটিসি’র নতুন ভাইভ ভিআর’র বিক্রয়মূল্য রাখা হয়েছে ৭৯৯ মার্কিন ডলার। তাছাড় এটি ব্যবহারের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন গেমিং পিসি’র দরকার পড়বে গ্রাহকদের। সুতরাং কম গ্রাহকই এটি ব্যবহার করতে পারবেন। তবে ভাইভ ব্যবহারকারীদের প্রত্যাশা পূরণ করছে বলে গ্রাহকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় জানা যাচ্ছে।

সূত্র: দ্য ভার্জ  

One thought on "১০ মিনিটে বিক্রি হলো ১৫ হাজার ভাইভ ইউনিট"

Leave a Reply