সিক্সথ জেনারেশন ইনটেল কোর প্রসেসর এবং উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমযুক্ত ফ্ল্যাগশিপ জেনবুক ল্যাপটপ সিরিজ বৃহস্পতিবার জনসম্মুখে উন্মোচন করেছে আসুস। জেনবুক ল্যাপটপ সিরিজে আছে তিনটি মডেল: ইউএক্স৩০৩ইউবি, ইউএক্স৩০৫ইউএ এবং ইউএক্স৩০৫সিএ। ল্যাপটপত্রয় ৮২৫-১১০৩ মার্কিন ডলারের মধ্যে থাকবে।
লো ইন্ড আসুস জেনবুক ইউএক্স৩০৫সিএ’র দাম ৮২৫ মার্কিন ডলার থেকে শুরু হতে পারে। ১৩.৩ ইঞ্চি এলইডি ল্যাপটপটিতে আছে ফুল এইচডি ডিসপ্লে। ৪জিবি র্যাম, ইনটেল গ্রাফিক্স ৫১৫সহ ল্যাপটপটিতে আছে ইনটেল কোর এম৩-৬অই৩০ প্রসেসর। ২৫৬ জিবি এসএসডিসহ ল্যাপটপটিতে আছে ৪৪ ওয়াটআওয়ার ব্যাটারী।
অন্যদিকে সিরিজের সবচেয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন আসুস জেনবুক ইউএক্স৩০৫ইউএ মডেলের দাম হতে পারে ১১০৩ মার্কিন ডলার। ১৩.৩ ইঞ্চি এলইডি ব্যাকলিট কিউএইচডি ডিসপ্লেযুক্ত ল্যাপটপটিতে আছে ইনটেল কোর আই৭-৬৫০০ইউ প্রসেসর। ৮জিবি ডিডিআর৩ র্যামসহ এটিতে আছে ইনটেল এইচডি গ্রাফিক্স ৫২০। ৫১২ এসএসডিসহ এটিতে আছে ৫৬ ওয়াটআওয়ার ব্যাটারী।
কোর আই ৫ সংস্করণের জেনবুক ইউএক্স৩০৩ইউবি ল্যাপটপটির দাম হবে ১১০০ মার্কিন ডলার। ১৩.৩ ইঞ্চি ডিসপ্লের এলইডি ব্যাকলিট ফুল এইচডি ডিসপ্লেযুক্ত ল্যাপটপটিতে আছে ১ টেরাবাইট স্টোরেজ।
সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া
2 thoughts on "জেনবুক সিরিজের তিনটি ল্যাপটপ বের করল আসুস"