১) প্রথমে আপনি আপনার সিম ১ ও সিম ২ এর কল ওয়েটিং একটিভেট না থাকলে তা একটিভেট করে নিন।
২) এবার আপনার ফোনের Settings এর Call settings থেকে Sim-1 Call Settings এ গিয়ে Call Divert এ যান।
৩) এবার আপনি Divert if unreachable বা Divert if out of reach এই অপশনে গিয়ে To other number এ যান।
৪) এখানে সিম ২ এর নাম্বারটি দিয়ে ওকে করে দিন।
[note]বিঃ দ্রঃ ওয়েটিং অবস্থায় কলটি রিসিভ করবেন না, তাহলে কলকারীর সমপরিমান ব্যালেন্স আপনার অ্যাকাউন্ট থেকেও কাটা হবে। আশা করি পোস্টটি আপনাদের কাজে লাগবে । পোস্টটি কেমন হল তা কমেন্ট করে জানাতে ভুলবেন না । কারণ একটি ভালো কমেন্ট আরও একটি ভালো পোস্ট করার অনূপ্রেরনা জাগায় । পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। নিজে জানুন এবং অন্যকে জানাতে সাহায্য করুন ।
নিত্য নতুন টিপস পেতে নিয়মিত TuneBD24.Com ভিজিট করবেন
2 thoughts on "এক সিমে কথা বলার সময় অন্য সিমটি বন্ধ দেখায় , নিয়ে নিন সমাধান"