আমরা যাই সার্চ করি না কেন গুগুল
সাথে সাথে হাজির করে দেবে। খুব
অবাক লাগে। গুগুল এত তথ্য কোথায়
পায়?? তবে কি গুগুল জাদু জানে!!!!
আসলে ঠিক টা নয়! এর জন্য গুগুল এর
রয়েছে বিশাল ডাটা সেন্টার যেগুলো
চব্বিশঘণ্টা চালু থেকে আপনাকে তথ্য
সরবারহ করে!
আসুন দেখে আসি গুগুল এর ডাটা সেন্টার
এর কিছু ছবি।
কি ভাবছেন এটা আবার কি? এত রঙ এর ই
বা এত ছড়াছড়ি কেন??ভাবছেন এখানে
কি কোন রঙের খেলা হচ্ছে! আসলে তা
কিছুই নয়। বিভিন্ন ফাইবার অপটিক্যাল
তার দিয়ে তৈরি এই ডাটা সেন্টারের
স্পীড আপনার বাড়ির নেট স্পীডের
চেয়ে ২০০,০০০ গুন বেশী! কি শুনে অবাক
লাগছে! আর এ কারণেই যেকোনো ডাটা
সার্চ দিলেই আপনি সাথে সাথে পেয়ে
যাচ্ছেন।
এর এই ডাটা সেন্টার।
এটা শুধুই জরানো প্যাঁচানো একটা
বিল্ডিং নয়। এটা আসলে গুগল এর ডাটা
সেন্টারের ভিত্তি।
ডাটা সেন্টারের ভেতরের আরও একটা
ছবি। এটি ডাটা সেন্টারের ভেতরের
পরিবেশ ঠাণ্ডা রাখতে সহায়তা করে।
এটা গুগল এর ডাটা সেন্টারের পানি
সাপ্লায়ের স্থান। নীল পাইপ দিয়ে
ঠাণ্ডা পানি যায় এবং লাল পাইপ
দিয়ে গরম পানি যায়।
স্বপ্নের মত লাগছে? কি ভাবছেন এটা
কোন স্বর্গ রাজ্য কি না! হ্যাঁ আসলেই
তাই এটা গুগলে এর স্বর্গ রাজ্য গুগল
ডাটা সেন্টার। যখন সবগুলো নীল রঙের
LED লাইট জ্বলতে থাকে তখনই সব ঠিক
আসে ধরা হয়। বেতিক্রম হলেই কিছু
গণ্ডগোল হয়েছে মনে করা হয়, তখন চেক
করে দেখা হয় কি হয়েছে।
এখানে গুগল তার ডাটাগুলো ব্যাকআপ
লোড আনলোড করার জন্য গুগল তার নিজ
রোবট ব্যবহার করে।
এখানে প্রায় ৯০০,০০০ লিটার পানির
বেবস্থা রয়েছে। এটা গুগল এর ডাটা
সেন্টারকে ঠাণ্ডা রাখতে ব্যবহার করা
হয়।
গুগলের একজন কর্মচারী মাইক
বাহামাকে দেখা যাচ্ছে একটি
মাদারবোর্ড ঠিক করতে। যদি এটা ঠিক
করা সম্ভবকর না হয় তবে গুগল এটিকে
রিসাইকেল সেন্টারে পাঠিয়ে দেবে।
5 thoughts on "[HOTTEST ] GOOGLE এর DATA কোথায় থাকে চলুন জেনে নেই।[ WITH 9 PHOTOS]"