অফিস, কল-কারখানা, এমনকি বাড়ি প্রায়
সব জায়গাতেই ইদানিং ক্লোজ সার্কিট
ক্যামেরা দেখা যায়। সিসিটিভি স্থাপন
করা এখন আর আগের মত ব্যয়বহুল এবং
ঝামেলাপূর্ন নয়। চলুন এ সম্পর্কে কিছুটা
জানা যাক।

একটা সিসি টিভি সিস্টেম বসাতে মূলত
যা যা প্রয়োজন হয় তা হল
১) একটি হাই কনফিগারেশন কম্পিউটার
২) কম্পিউটারে ক্যামেরা সংযোগের জন্য
DVR কার্ড
৩) প্রয়োজনীয় সংখ্যক ক্যামেরা এবং
কোএক্সিয়াল ক্যাবল।
কয়েক ধরনের ক্যামেরা পাওয়া যায় তবে
আপনার প্রয়োজন অনুযায়ী ক্যামেরা
ব্যবহার করতে পারেন। যেমন:- কিছু
ক্যামেরা শুধু ভিডিও রেকর্ড করতে পারে
এবং কিছু ক্যামেরা ভিডিওর সাথে সাথে
শব্দ ও রেকর্ড করতে পারে (এক্ষেত্রে DVR

কার্ড ও সাউন্ড রেকর্ড করার উপযোগী
হতে হবে) আবার কিছু ক্যামেরা আছে যা
রাতের অন্ধকারে ও কাজ করে। এছাড়া
ক্যামেরায় বিভিন্ন ধরনের লেন্স ও
ব্যবহার করা যায়।

DVR কার্ড


কম্পিউটার কেনার সময় যে সমস্ত
ডিভাইসগুলো দিকে বেশি প্রাধান্য দিতে
হবে তা হল, প্রসেসর, RAM এবং
হার্ডডিস্কের ক্যাপাসিটি। প্রসেসসর
ডুয়াল কোর বা বেশি হলে ভাল হয়, RAM
কমপক্ষে ১ গিগাবাইট হতে হবে তবে ২
গিগাবাইট হলে ভাল আর যত বেশী
ক্যাপাসিটির হার্ডডিস্ক লাগাবেন তত
বেশী ভিডিও সার্ভারে ব্যাকআপ
থাকবে। সাধারন ৫০০ গিগাবাইট থেকে ১
টেরাবাইট হার্ডডিস্ক লাগানো হয়।
সিসিটিভি সিস্টেম কনফিগার করা খুব
জটিল কোন কাজ না। DVR কার্ড ড্রাইভার
ইনষ্টল করা অন্যসব ডিভাইসের মতই। আর
সিসিটিভি সফটওয়্যারটার সাথে দেওয়া
ম্যানুয়াল পড়লেই এটা কনফিগারের ধারনা
পেয়ে যাবেন। প্রোগ্রাম সেটাপের সময়
অবশ্যই মনিটরের রেজ্যুলেশনের বিষয়টা
খেয়াল রাখবেন।
রেজ্যুলেশন ১০২৪X৭৬৮ হলে ভাল হয় অন্যথায়
অনেক সময় ডিসপ্লে করবে না। মজার
ব্যাপার হল, যে কম্পিউটারটি সার্ভার
হিসাবে ব্যবহার করবেন তা থেকে ঐ
নেটওয়ার্কে অবস্থিত সবাই এটি দেখতে
পারবে। আর আপনার সার্ভার মেশিন এর
আইপি যদি রিয়েল হয় তাহলে তো কোন
কথাই নেই পৃথিবীর যে কোন স্থানে বসে
আপনি দেখতে পারবেন আপনার বাড়ি বা
অফিসের কার্যক্রম।

2 thoughts on "ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার খুটিনাটি সম্পর্কে বিস্তারিত জেনে নিন।"

  1. Mr.Master Contributor says:
    Ame ki kre’amar pc er ip addresh ta pabo via ?
  2. Asif 420 Contributor says:
    pc dia google a gia my ip likha search den

Leave a Reply