আপনি যদি মেইল আদান-প্রদানের জন্য ইয়াহু মেইল ব্যবহার করেন, তাহলে আপনাকে আর মেইলের পাসওয়ার্ড কষ্ট করে মুখস্থ রাখতে হবে না। ভুলোমনা মানুষদের জন্য এমন সুখবরই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
এরপর লগইন করার সময় ‘সেন্ড মাই পাসওয়ার্ড’ একটি অপশন আসবে। এই অপশনে ক্লিক করলেই আপনার মোবাইল ফোনে পৌঁছে যাবে চার ডিজিটের নির্দিষ্ট পাসওয়ার্ডটি।
এর পর থেকে যতবার আপনি অ্যাকাউন্ট খুলতে যাবেন, ততবারই একটি নতুন পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে আপনার ফোনে। সেই পাসওয়ার্ড দিয়েই খুলবে অ্যাকাউন্টের তালা।