আপনি যদি মেইল আদান-প্রদানের জন্য ইয়াহু মেইল ব্যবহার করেন, তাহলে আপনাকে আর মেইলের পাসওয়ার্ড কষ্ট করে মুখস্থ রাখতে হবে না। ভুলোমনা মানুষদের জন্য এমন সুখবরই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

ইয়াহু চালু করেছে নতুন ‘অন ডিমান্ড’ পাসওয়ার্ড। মেইলে ঢোকার পর আপনি একটি অপশন পাবেন, যেখানে অন ডিমান্ড পাসওয়ার্ড চালুর সুযোগ থাকবে। সেখানে একটি ফোন নাম্বার দিয়ে অপশনটি চালু করতে পারবেন।
এরপর লগইন করার সময় ‘সেন্ড মাই পাসওয়ার্ড’ একটি অপশন আসবে। এই অপশনে ক্লিক করলেই আপনার মোবাইল ফোনে পৌঁছে যাবে চার ডিজিটের নির্দিষ্ট পাসওয়ার্ডটি।
এর পর থেকে যতবার আপনি অ্যাকাউন্ট খুলতে যাবেন, ততবারই একটি নতুন পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে আপনার ফোনে। সেই পাসওয়ার্ড দিয়েই খুলবে অ্যাকাউন্টের তালা।
গত রোববার ইয়াহুর প্রধান নিরাপত্তা কর্মকর্তা অ্যালেক্স স্টামোস সাউথওয়েস্ট ইন্টারঅ্যাকটিভ ফেস্টিভ্যালে এই নতুন পদ্ধতি উদ্বোধন করেন। তিনি বলেন, ‘পাসওয়ার্ড মুছে ফেলার এটি প্রথম পদক্ষেপ।’

Leave a Reply