Hello Geys…সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন। আমি ভালো আছি।
গুগল মানেই সবজান্তা। বর্তমানে বিশ্বের সব থেকে জনপ্রিয় সার্চ ইঞ্জিন এটি। চীনকে বাদ দিলে বিশ্বের এমন কোনো স্থান নেই যেখানকার মানুষ গুগল ব্যবহার করে না। তবে এতদিন পর্যন্ত ইন্টারনেট ছাড়া গুগল ব্যবহার করা সম্ভব হতো না। এবার সেই ছবিটাও বদলাতে চলেছে।
জানা গেছে, খুব শিগগিরই গুগল এমন এক অত্যাধুনিক পরিষেবা আনতে চলেছে যার মাধ্যমে এবার থেকে ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যাবে গুগল সার্চ ইঞ্জিন।
ইতিমধ্যেই এই পরিষেবা প্রাথমিকভাবে চালু করে দিয়েছে গুগল। এখন শুধুমাত্র স্মার্টফোনে অ্যানড্রয়েড ব্যবহারকারীই এই সুবিধা উপভোগ করতে পারবেন। আন্ড্রয়েড ভার্সন এবং গুগল সার্চ অ্যাপ আপডেট করলেই মিলবে এই পরিষেবা।
Plz review my posts….
Ami sompurno nije theke posts koresi…
plz give me a chance to prove myself
thank you
windows XP te kivabe wifi on kore phone ar hotspot diye net chalabo?
please help any one.