আজকে আপনাদের জন্য আরেকটি টিপস নিয়ে হাজির হলাম।
আমরা দৌকানে,হাটে,প্রতিষ্ঠানে,বাড়ীতে, শো-রুমে বিভিন্ন জায়গায় নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা ব্যাবহার করি।
কিন্তু আমাদের ধারনা না থাকার কারনে এমনি এক কোয়ালিটির সিসিটিভি ক্যামেরা কিনে থাকি।
কোথায় কেমন কোয়ালিটির সিসিটিভি ক্যামেরা লাগবে এটা আমাদের আগে ভালভাবে জানতে হবে।
এক কথা বলতে গেলে নিরাপত্তার জন্য সিসিটিভি অবশ্যই খুব দরকার।
আজকে আপনাদের মাঝে কিছু টিপস শেয়ার করব এই সিসিটিভি ক্যামেরা সম্পর্কে।
কিছু দিক বিবেচনা করে ও কিছু তথ্য জেনে আমাদের সিসিটিভি ক্যামেরা কেনা উচিৎ।
তথ্য গুলো দেয়া হলোঃ
সিসিটিভি জেনার ক্ষেত্রে মূল বিষয়ঃ
আপনি সিসিটিভি ক্যামেরা টি কোথায় বসাবেন ও কি জন্য বসাবেন এটি আগে আপনার বেছে নিতে হবে।
এবং সে অনুযায়ী আপনার মডেল ও কার্যক্ষমতা বেছে নিতে হবে।
যেখানে যে ধনের ক্যামেরা দরকার সেখানে সেই ধরনের ক্যামেরা বসানো উচিৎ।
এ সম্পর্ক ধারনা থাকা উচিৎ।
সিসিটিভি ক্যামেরা কিভাবে কাজ করেঃ
অনেকে জানে না এই প্রশ্ন এর উত্তর।
যে আসলে সিসিটিভি ক্যামেরা কিভাবে কাজ করে।
একটি সিসিটিভি ক্যামেরা এর মূল অংশ হচ্ছে লেন্স, সেন্সর বা ডিএস পি ডিজিটাল সিগন্যাল।
মূলত লেন্স এর প্রধান কাজ লাইটের উপর ফোকাস করা যা পরে সেন্সর ইমেজ হিসেবে ধারণ করে।
পরে তা সেন্সর থেকে ডিএসপি তে চলে যায়,সেই ডিএসপি টিভি সিগনালে রুপান্তরিত হয়।
এবং এটা স্কীনে আমরা দেখিতে পাই।
সিসিটিভি ক্যামেরা লেন্স সম্পর্কেঃ
সিসিটিভি ক্যামেরা লেন্স এর কাজ হলো
সেন্সর এর জন্য আলো জোগাড় করা।
কত টুকু দূরত্ব তা লেন্স নির্ধারন করে।
তাই এ বিষয় গুরুত্ব দিতে হবে সিসিটিভি ক্যামেরা কেনার আগে।
দূরের কোনো নিরাপত্তার জন্য জুম লেন্স ও বাজারে পাওয়া যায়।
সে জন্য আপনার কোন কাজের জন্য ব্যাবহার করবে সিসিটিভি ক্যামেরা সে দিকে বিবেচনা করে সিসিটিভি ক্যামেরা নিতে হবে।
দামি সিসি ক্যামেরাঃ
বর্তমানে বিভিন্ন কোম্পানি আছে সিসিটিভি ক্যামেরার। আপনি কি ধরনের কোন কাজের জন্য সিসিটিভি ক্যামেরা কিনতে চান তার উপর বাজেট নির্ধারন হবে।
সেই বিষয় গুরুত্ব দিতে হবে।
ছোট কাজ ও অল্প কিছু নিরাপত্তার জন্য কম বাজেটের সিসিটিভি ক্যামেরা নিতে পারেন।
ও অনেক বড় জায়গায় ও বড় কোনো নিরাপত্তার জন্য বাজেট বাড়িয়ে বেশি মানের লেন্স ও সেন্সর এর সিসিটিভি ক্যামেরা নিতে পারেন।
সিসিটিভি ক্যামেরার গুরুত্বপূর্ণ আরেকটা দিকঃ
ক্যামেরার লেন্স কত মেগাপিক্সেল, নাইট ভিশন আছে কিনা, এসি না ডিসি দিয়ে চালাতে হবে, সকল ধরনের ডিভিআর বা এনভিআর সাপোর্ট করে কিনা এবং ওয়্যারেন্টির বিষয়টিও নিশ্চিত হয়ে নেয়া ক্রেতা বিক্রেতা উভয়ের জন্য গুরুত্বপূর্ণ।এই বিষয় গুরুত্ব দিতে হবে।
উপরের বিষয় গুলো অবশ্যই গুরুত্ব ও জেনে সিসিটিভি ক্যামেরা কিনবেন।
আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী ট্রিক এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।
যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon
ধন্যবাদ