গ্রাহকরা বিকাশ অ্যাপের মাধ্যমে যেকোনো নম্বরে ৬০ টাকার মোবাইল রিচার্জে ৩০% ক্যাশব্যাক পাবেন। অফারটি বিকাশের সকল গ্রাহকরা পাবেন

সকল গ্রাহক USSD কোড *247# ডায়াল করার মাধ্যমে নিজের নম্বরে একই পরিমাণ মোবাইল রিচার্জে ৫% ক্যাশব্যাক পাবেন।

অফার ৭ নভেম্বর পর্যন্ত চলবে।

ক্যাম্পেইন চলাকালীন, একজন গ্রাহক এই অফারগুলোর প্রতিটি একবারই পাবেন – অ্যাপের মাধ্যমে ৩০% ক্যাশব্যাক এবং USSD-এর মাধ্যমে ৫% ক্যাশব্যাক৷

মোবাইল রিচার্জের পরবর্তী কার্যদিবসের মধ্যে গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টে ক্যাশব্যাক পাঠানো হবে।

 

বর্তমানে বিকাশের মাধ্যমে বিপুল সংখ্যক গ্রাহক তাদের নিজের বা আত্মীয়স্বজনের মোবাইল ব্যালেন্স রিচার্জ করে নিরবচ্ছিন্ন সেবা উপভোগ করছেন।

অবশ্যই পড়ুনঃ ফুডপ্যান্ডায় বিকাশ দিয়ে পেমেন্ট করে ৩০০ টাকা ডিসকাউন্ট পান (অফারটি সীমিত)

সমস্ত মোবাইল অপারেটরের গ্রাহকরা – গ্রামীণফোন, রবি, বাংলালিংক, এয়ারটেল এবং টেলিটক যে কোনও জায়গা থেকে বিকাশ ব্যবহার করে টক-টাইম এবং ডেটা রিচার্জ করতে পারবেন 24/7 ।

কীভাবে রিচার্জ করবেন?

আপনার ফোনে ইনস্টল থাকা আপনার বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করুন।

অ্যাকাউন্ট খোলা না থাকলে আপনাকে বিকাশ অ্যাপটি  ইনস্টল করতে হবে এবং ইনস্টল করার পর ওপেন করতে হবে।

এরপর Mobile Recharge অপশনে ক্লিক করে আপনার নিজের নাম্বার অথবা আত্মীয়স্বজন কারোর নাম্বার টাইপ করতে হবে।

এরপর আপনাকে টাকার পরিমাণ সিলেক্ট করতে হবে।

এখন পরের ধাপে গিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিনটি দিতে হবে।

পিন দেওয়ার পর আপনাকে Tap and hold to Mobile Recharge লেখায় ক্লিক করে লং প্রেস করতে হবে।

নোটঃ
আমার বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স না থাকায় আমি রিচার্জ করতে পারিনি। ব্যাপারটির জন্য আমি সত্যিই দুঃখিত। এটা যেহেতু বিকাশেরই একটি অফিশিয়াল নিউজ + অফার তাই ভুল কোনো তথ্য দেওয়া হয়নি৷ সকল বিকাশ গ্রাহকরাই এই অফারটির জন্য এলিজিবল থাকবেন। এছাড়াও বিকাশ অফিশিয়াল পেইজের এই পোস্টটি পড়তে পারেন।

2 thoughts on "বিকাশের মাধ্যমে যেকোনো মোবাইল নাম্বারে রিচার্জ করে এখনই ৩০% ক্যাশব্যাক নিয়ে নিন"

  1. Avatar photo Md Forhad Islam Author says:
    এই অফার নিয়ে ২দিন আগে একটি পোস্ট করা হয়েছে আবার আপনি করেছেন কেনো?? একই পোস্ট বার বার,,,

    trickbd @ support
    বিষয় টা একটু দেখিয়েন ধন্যবাদ

    1. Avatar photo Raju Das Rudro Author Post Creator says:
      ভাই আপনার করা পোস্টটির থেকে আমার এই পোস্টটি সাজানো গোছানো আছে। তবুও যদি সাপোর্ট থেকে পোস্টটি রিমোভ করতে বলা হয় আমি সাথে সাথেই রিমোভ করে দিবো।

Leave a Reply