OpenWRT কি?picked

OpenWrt এর পুর্নরুপ open wireless router
এটা একটা ওপেন সোর্স কাষ্টম ফার্মওয়ার রাউটারের জন্য (লিনাক্স বেসড)

OpenWRT প্রজেক্টের কাজ শুরু হয় ২০০৪সালে। 
এবং এটির প্রথম ফার্মওয়ারটি তৈরি করেন Linksys নামক রাউটারের জন্য। 

     OpenWRT কেনো?  

picked
(ছবি সংগৃহীত)
  • OpenWRT মুলত আপনার রাউটারের যে ইউজার ইন্টারফেজ বা সেটিংস আছে এগুলার সীমাবদ্ধতাকে কাটিয়ে এক্সেস দিবে আনলিমিটেড সেটিংস/ফিচার ব্যবহারের ।
  • OpenWRT এর মাধ্যমে আপনার রাউটারের মধ্যে বিভিন্ন ধরনের সফটওয়ার ইন্সটল করতে পারবেন । এগুলোর কাজ সমন্ধে ধাপে ধাপে আলোচনা করবো। 
  • OpenWRT এর মাধ্যমে আপনার রাউটারকে আরো বেশি সিকিউর করতে পারবেন 
  • OpenWRT এর মাধ্যমে আপনার ISP এর যদি ভাউচার(কার্ড) সিস্টেম কানেকশন থাকে তবে সেটি আপনার রাউটারে কনফিগ করতে পারবেন। ধরুন ৫এম্বিপিএস এর হোম কানেকশন এর বিল ৫২৫টাকা। কিন্তু ভাউচার সিস্টেম এ (১ডিভাইস) ২০০টাকার মত। তবে আপনি ২০০টাকাতেই সারামাস ঘর থেকে নেট ইউজ করতে পারবেন। এবং বাইরে গেলেও এই ওয়াইফাই ভাউচার এর মাধ্যমেই চলবে কানেক্টেড ওয়াইফাই গুলোতে ।
  • OpenWRT এর মাধ্যমে BDIX বাইপাস করতে পারবেন। হ্যা ঠিকই ধরেছেন। আপনার যদি ৫এম্বিপিএস এর লাইন হয় এবং BDIX ৫০/১০০এম্বিপিএস হয়, তবে যদি আপনি OpenWRT এর মাধ্যমে BDIX বাইপাস করেন তবে সব ডিভাইসেই ৫০/১০০এম্বিপিএস স্পিড পাবে। 
  • OpenWRT তে বিভিন্ন এডব্লকার ইউজের সুবিধা রয়েছে
  • এছাড়াও OpenWRT রয়েছে আরো অনেক সুবিধা যা এক পোষ্টে বলে শেষ করা যাবেনা 

Installation 

প্রতিটি রাউটারের জন্য আলাদা আলাদা প্রসেস রয়েছে। তবে আপনি চাইলে খুব সহজেই জানতে পারবেন আপনার রাউটারে সাপোর্ট করবে কিনা এই ফার্মওয়ার । সেক্ষেত্রে আপনাকে সার্চ করতে হবে এটি লিখে “OpenWRT For ‘অমুক রাউটার’ । এক্সাম্পল হিসেবে OpenWRT For Xiaomi Mi4C। লিখে সার্চ করলেই জানতে পারবেন সাপোর্ট করবে কিনা। তবে আমি আজ এটি ইন্সটল করার প্রক্রিয়াসমন্ধে কিছুই বলবো না। কারণ এটা অনেক বড় এবং রিস্কি একটা প্রসেস অন্য একদিন অন্য একটি পোষ্টের মাধ্যমে জানিয়ে দিব। 

পরের পোষ্টে OpenWRT ইন্সটল করা শিখাবো, 
তারপর কিভাবে BDIX Bypass করবেন তা সমন্ধে জানাবো। এরপরে আপনারা চাইলে যেকোন ব্যাপার জানতে কমেন্ট করতে পারবেন। তা থেকেই নির্ধারণ করবো কোন ব্যাপারে পোষ্ট করবো আসলে । 

আজ এই পর্যন্তই ।
এটি ট্রিকবিডিতে আমার ২য় পোষ্ট।আমি আগে কখনো এভাবে লিখিনি। তাই জানিনা কেমন লিখলাম।
এটি নিয়ে কোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।
ধন্যবাদ






45 thoughts on "OpenWRT কি এবং কেনো? (রাউটার/BDIX Bypass)"

  1. M. M. Anik Contributor says:
    Unique topic. Next part taratari den
    1. KHSumon Contributor Post Creator says:
      পোষ্ট টা মিনিমাম ২-৩মাস আগের। আমি ত অথর না, পোস্ট পাব্লিশ হয়েছে তাও জানতাম না।

      অতিদ্রুত ২য় পোস্ট করে দিব।
      ধন্যবাদ টিকবিডি টিম কে আমাকে সুযোগ করে দেয়ার জন্য

  2. Julian Contributor says:
    আরো বিস্তারিত জানতে চাই।
    1. KHSumon Contributor Post Creator says:
      ২-৩দিনের মধ্যেই পাবেন
  3. Mehedi Contributor says:
    vai next part taratari den
    1. KHSumon Contributor Post Creator says:
      পোস্ট পাব্লিশ হয়েছে জানতাম না।

      দুয়েকদিনের মধ্যেই পেয়ে যাবেন

  4. ᏝᎥᏦᏂᎧᏁ Author says:
    একটা রাউটার এই কি হয় না দুইটা রাউটার লাগে bdix bypass করতে?
    1. KHSumon Contributor Post Creator says:
      ১টা রাউটার দিয়েই হয়।
      তবে আপনার ২টা থাকলে এক্সট্রা বেনিফিট পাবে
  5. Limon Sarkar Contributor says:
    খুব ভালো পোস্ট
  6. Rehal Contributor says:
    Vai Tenda F9 a ki open wrt install korte parbo? Google e search korlam kintu kicu pailam nah
    1. KHSumon Contributor Post Creator says:
      না এটার ফার্মও্যার পাচ্ছিনা
  7. Shuvo Sutra Dhar Contributor says:
    Aro details jante chai
    1. KHSumon Contributor Post Creator says:
      দুয়েকদিন
  8. SaDik10 Contributor says:
    লো বাজেটের কিছু পপুলার রাউটারের নাম বলেন। যেগুলোতে open wrt ইন্সটল করা যাবে।
    1. KHSumon Contributor Post Creator says:
      আচ্ছা ভাই, নেক্সট পোস্টেই জানিয়ে দিব + ইন্সটল কিভাবে করতে হয় সেটা
  9. MD Shimul Mondol Contributor says:
    অসাধারণ! Next part চাই।
  10. Fahad Contributor says:
    Post blank kno
  11. Palash chandra P Contributor says:
    khubi valo laglo
  12. FerdousZone Contributor says:
    vaiii please next post tah denn
    amii amr router r jnoo aii firmware tah khujee paici,
  13. FerdousZone Contributor says:
    kivabee firmware download korbo,
    kivabee install korbo,

    sob kisu vlo koree bujiyee denn

  14. FerdousZone Contributor says:
    vaii jodi karo router r jnoo aii openwrt na thake taholee ki tara baniye nitee parbe?
  15. FerdousZone Contributor says:
    cudy WR1200 router r jnoo kono openwrt pelam nah vaii
    1. KHSumon Contributor Post Creator says:
      আমার সাথে যোগাযোগ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
      আপনার মাধ্যমেই জানতে পারি যে আমার পোস্ট পাব্লিশ হয়েছে।

      তবে আপনার এই রাউটারের জন্য কোন ফার্মও্যার খুজে পেলাম না।
      দুয়েকদিনের মধ্যেই একটা রাউন্ড ফিগার করে পোস্ট করে দিব, ৭০০-৮০০টাকার মধ্যে ১টা সেকেন্ডারি রাউটার আর তাতে কিভাবে OpenWRT ইন্সটল করে চালাবেন সেটার

  16. FerdousZone Contributor says:
    apni kon router use koren?
  17. FerdousZone Contributor says:
    vaii apnar shate jogajog korbo kivabee?
  18. FerdousZone Contributor says:
    sumon vai apni kon router use koren, er apni kih ata apnar router a install korchn?
    1. KHSumon Contributor Post Creator says:
      আমার মেইন রাউটার TPlink Archer C54।
      আর
      আমি Mi4C রাউটার ইউজ করি সেকেন্ডারি হিসেবে।
      আর হ্যা আমার রাউটারে ইন্সটল করা আছে
  19. FerdousZone Contributor says:
    amii joto dur jante parlam, aii openwrt high range router r knoo, n300 router a kaj kore nah only high dual band router a kaj kore
    1. KHSumon Contributor Post Creator says:
      আপনি ভুল জানেন তবে, ধৈর্যসহকারে অপেক্ষা করুন সবই জানতে পারবেন
  20. FerdousZone Contributor says:
    apnar Facebook id tah dilee vlo hotoo
    1. KHSumon Contributor Post Creator says:
      আমার প্রফাইলে ক্লিক করে দেখুন BIOLINK দেয়া আছে ওটা কপি করে ব্রাউজারে পেস্ট করলেই পাবেন
  21. FerdousZone Contributor says:
    archer c54 price pray 3k r motoo, ajono aitaa tee ache
    but amr budget dual band router er jnoo neii, amr tah ac1200
    1. KHSumon Contributor Post Creator says:
      না রে ভাই, Archer C54 তে নাই।
      আবার কমেন্ট পরেন সেকেন্ডারি রাউটার এর টা
  22. FerdousZone Contributor says:
    ha vai bujchi,
    vaiya apnake messenger a nock dissi, kindly apni iftar r por check diyan
  23. mohammadimran Contributor says:
    Router j brick korar possibility thake eta to bollen na ?
    1. KHSumon Contributor Post Creator says:
      ব্রিক করলে তো ফেরত আনা পসিবল ফ্ল্যাশ করে
      ইন্সটল প্রসেস দেয়ার সময় কিভাবে ফ্ল্যাশ করবেন সেটাও ত শিখিয়ে দেয়া হবে
  24. mack@dad Contributor says:
    2nd part calo den bhi
    1. KHSumon Contributor Post Creator says:
      সময় লাগবে ভাই, পোস্ট টা অনেকদিন আগের করা পাবলিশ হয়েছে ৩দিন আগে।
      তো এখন আমি তো মনে হয় ভুলেই গেছি কিভাবে ইন্সটল করা লাগে,
      আর আমার যে রাউটার সেটা বাসায়, আমি থাকি বাইরে। এখন প্রাক্টিক্যালি না দেখিয়ে যদি শুধু লিখে দেই তবে তো আপনারা বুঝবেন না।
      তাই আমার রাউটার এই ট্রাই করে স্টেপ বাই স্টেপ বুঝায় দিতে হবে সবাইকে

      সেজন্য কিছুদিন সময় লাগবে

  25. mack@dad Contributor says:
    Tp link ac54 and and cap mi 4c aac 54 diya hobe ki and apnar router konta bolen
  26. Sakibur Rahman Contributor says:
    Last line ta pore moja pailam 😂😂
    “তবে আমি আজ এটি ইন্সটল করার প্রক্রিয়াসমন্ধে কিছুই বলবো না।” 😂
    1. KHSumon Contributor Post Creator says:
      এখানে মজার কি হইছে ভাই আমাকে একটু জানাবেন? যাতে পরবর্তীতে এমন না হয় আরকি
  27. SR SAGOR Contributor says:
    Vai tanda n300 ta ki install hoba
  28. Tasneem Contributor says:
    2nd part er link ei comment box e diyen. waiting…

Leave a Reply