Custom Theme Review
Miui ব্যাবহারের একটি সুবিধা হল এতে অনেক থিম ব্যাবহার করা যায়। যার মাধ্যমে বুট এনিমেশন, ইউয়াই থেকে শুরু করে সব কিছু কাস্টোমাইজ করার সুযোগ থাকে। এর ইনবিল্ট থিম স্টোরে হাজার হাজার থিম থাকলেও থার্ট পার্টি থিম ইউস করার মজাই আলাদা কারণ এতে থাকে হাজার রকমের কাস্টোমাইজ করার সুযোগ।আজকের থিম এর নাম হচ্ছে Minimal Blue Lineui Vip এই থিম নিয়ে বলার কিছু নেই জাস্ট জোশ একটা থিম। এটি মিউইয়াই ১২ সাপোর্ট করে, পুরাতন miui তে টেস্ট করে দেখতে পারেন চলে কিনা। এই থিম ui আইকন, ডায়ালার মেসেজিং অ্যাপ সহ অনেক কিছুই কভার করে। ডার্ক mode এবং লাইট মোড এ এটি ভালই কাজ করে। এতে কোন ইস্যু পাইনি আমি ইউস করে এবং খুবই প্রিমিয়াম ফিল দিবে আপনাকে। স্ক্রিনশট গুলো দেখে নিতে পারেন।
Ami system wipe kore rom download kore flash koreci. Bar bar uodate cai tai.
waiting for your kind response.
thanks