আসসালামু আলাইকুম।

আসা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আমাদের সকলেরই অনেক সময় পাসপোর্ট সাইজের ছবির দরকার হয়। আমরা যখন কোনো স্টুডিওতে যায় ছবি প্রিন্ট করতে তখন সেখানে আমাদের অনেকটা টাকা খরচ হয়ে যায়। আপনি এই ট্রিক্সটা ট্রাই করতে পারেন। তাহলে আপনার অনেক টাকা বেচে যাবে। আমিই সব সময় এই ট্রিক্সটা কাজে লাগাই।

প্রথমেই https://www.cutout.pro/passport-photo-maker/upload এই লিংকটি ওপেন করুন। লিংকটি ওপেন করলে এই রকম একটা পেইজ ওপেন হবে। এখানে Upload Image বাটনে ক্লিক করুন। এবং আপনি যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন বা পাসপোর্ট সাইজ বানাবেন সেই ছবিটি সিলেক্ট করুন।

ছবি Upload করলে এখানে অটো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তারপর Editor বাটনে ক্লিক করুন। এবার এখানে Photo specifications বক্স এ Bangladesh Passport Size সিলেক্ট করু।

আপনি এখানে Paper Size বক্স এ গিয়ে Paper Size A4 সিলেক্ট করতে পারেন।

আমি এইভাবে একপেজে অনেক গুলো ফটো নিয়ে নিই। তারপর এটা যেকোনো ফটোকপির দোকানে গিয়ে ১০ টাকা দিয়ে ২৮ কপি  ফটো প্রিন্ট করে নিই ?

পাশের Color বাটনটিতে ক্লিক করে আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড এ যেকোনো কালার দিতে পারবেন।

এর পর পাশের টি-শার্ট এর আইকোনে ক্লিক করে ছেলে, মেয়ে, শিশু সবার কাপড় পরিবর্তন করতে পারবেন

সব কিছু হয়ে গেলে Done বাটনে ক্লিক করুন।

তারপর Download HD বাটনে ক্লিক করে ফটোটা Download করে নিন। এরপর এটা প্রিন্ট করে নিন। তাহলে কম খরচে সমস্যার সমাধান হয়ে যাবে ?.

আজকের জন্য এত টুকুই।

আল্লাহ হাফেজ।

9 thoughts on "সেকেন্ডে ভিতর ফোনে তোলা ছবিটি পাসপোর্ট সাইজে রূপান্তর করে নিন"

  1. Abubokor Rio Contributor says:
    Helpful. Thanks❤️
  2. $r@b0n99 Contributor says:
    Thanks brother jodio onek app diya kora jay.
    1. Hurayrah Contributor says:
      10 tk diya full A4 glossy paper print kew dibe na???
    2. zerox Author Post Creator says:
      আমার এখানে তো ১০ টাকাই রঙিন আর ৫ টাকাই সাদা কালো প্রিন্ট করে দেই ?
  3. rzrokon999 Contributor says:
    Credit chara hoi na
  4. ᏝᎥᏦᏂᎧᏁ Author says:
    Alternative site দিতেন কিছু। এই সাইট টা বেশি পরিচিত। কমবেশি সবাই জানে।

Leave a Reply