Exports Logo Maker Mod Tutorial 

আসসালামু আলাইকুম। 

আসা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছে। 

আজকে আমরা দেখবো কীভাবে Exports Logo Maker App টি খুব সহজেই মাত্র ২ মিনিটের মধ্যে মুড করতে পারি। পোস্টে দেখে প্রসেসটা বড় মনে হতে পারে কিন্তু অনেক ছোট্ট একটি প্রসেস। চলুন শুরু করি৷ 

মুড করার জন্য যে যে app গুলো লাগবে সেগুলো পোস্টের নিচে দেওয়া থাকবে। Bioscope Mod পোস্টের নিচে দেওয়া আছে।

প্রথমেই প্লেস্টোর থেকে Exports Logo Maker টি Install করে নিবো। তারপর MT Manager ওপেন করে বাম দিকের মেনু বাটনে ক্লিক করবো৷ 

তারপর Extract APK বাটনে ক্লিক করবো।

এখন App টি সিলেক্ট করবো। 

তারপর EXTRACT APK বাটনে ক্লিক করবো। 

কিছুক্ষণ অপেক্ষা করবো তারপর LOCATE বাটনে ক্লিক করবো।

আমরা App টি apks ফরমেটে পাবো। এখন এটা আমাদের apk বানাতে হবে। এজন্য Antisplit VIP App টি ওপেন করবো। তারপর Select File বাটনে ক্লিক করবো।

এখানে MT2>apks ফোল্ডারে ঢুকবো। Exports Logo Maker ফাইলটিতে ক্লিক করবো৷ তারপর Merge বাটনে ক্লিক করবো। 

কিছুক্ষণ অপেক্ষা করবো তাহলে apk হয়ে যাবে। এখন MT Manager ওপেন করবো।

এখন Exports Logo Maker এর apk ফাইলে ক্লিক করে view বাটনে ক্লিক করবো।

তারপর যেকোনো classes.dex ফাইলে ক্লিক করবো।

তারপর Dex Editor Plus বাটনে ক্লিক করবো।

তারপর Select all বাটনে ক্লিক করে OK বাটনে ক্লিক করবো। 

এখন ডান কোনার STRINGS বাটনে ক্লিক করবো।

তারপর Filter বাটনে ক্লিক করবো।

এখানে সার্চ বক্সে premium লিখে ok বাটনে ক্লিক করবো।

এখানে যে রেজাল্ট গুলো পাবো একেবারে নিচে চলে আসবো এবং Relaunch: app is premium অপশনটি খুজে বের করে এখানে ক্লিক করবো।

তারপর সার্চ বাটনে ক্লিক করবো।

এখনে একটি মাত্র রেজাল্ট আসবে। নিচের লাইনে ক্লিক করবো৷

এখানে দুইটা মেথোড ()z দেখতে পাবো একটা উপরে আর একটা নিচে।

নিচের মেথোডে ঢুকলে কিছু পাবো না। উপরের মেথোডে ঢুকবো। মেথোডের আগে যেই অক্ষরটি থাকবে সেটাতে চেপে ধরে go to বাটনে ক্লিক করবো৷

এখনে নিচে  getboolean মেথোড দেখতে পাবেন। তারপর নিচে end method এখানে শেষ। এর উপরে line 9 এর নিচে move-result আছে এটা change করে এখানে আমাদের প্রিমিয়াম কোড লিখতে হবে।

প্রিমিয়াম কোড const/4 v0, 0x1 এখানে v এর পর কী হবে এটা নিচে return v যত লিখা থাকতে তত লিখতে হবে। এখানে return v0 লিখা আছে তাই উপরে v0 লিখেছি।

লিখার পর save বাটনে ক্লিক করে বেরিয়ে আসবো।

তারপর আবার save বাটনে ক্লিক করে Save & Exit বাটনে ক্লিক করবো৷

তারপর Ok বাটনে ক্লিক করবো।

এখন App টি ইন্সটল করলে দেখতে পাবো App টির প্রিমিয়াম ফিচার চালু হয়ে গেছে। 

এই কম্পানির যেই কয়টি app আছে প্রায় সব app ই একই নিয়মে প্রিমিয়াম করা যাবে।



যেকোনো সমস্যা হলে টেলিগ্রামে ম্যাসেজ করতে পারেন বা কমেন্টেও সমস্যা জানাতে পারেন। 

3 thoughts on "Exports Logo Maker Mod Tutorial – যেভাবে Exports Logo Maker মুড করবেন (Free Bioscope)"

  1. Al Imran Contributor says:
    Vi apnar tg id link dan akta help lagbo
    1. zerox Author Post Creator says:
      পোস্টের নিচে দেওয়া আছে।
  2. Al Imran Contributor says:
    Sms dese chck koren

Leave a Reply