কোন একটা জরুরি মিটিং এ আছেন,
মোবাইল চালু রাখতে চাচ্ছেন কারণ
সময় দেখা লাগতে পারে আবার
প্রয়োজনে কলও করা লাগতে পারে।
কিন্তু আপনি চাচ্ছেন কোন কল তখন না
আসুক এবং কোন এসএমএস না আসুক এরকম
একটা ব্যবস্থা করে রাখতে। এটা খুবই
সহজ একটা ব্যাপার।
ইনকামিং কল বন্ধ রাখতে ডায়াল করুন:-
*35*0000#
ইনকামিং কল চালু করতে ডায়াল করুন:-

#35*0000#
এসএমএস বন্ধ রাখতে:-
*35*0000*16#
এসএমএস চালু করতে:-
#35*0000*16#
এখানে 0000 হচ্ছে পাসওয়ার্ড। এটা
গ্রামীণফোনের কমন একটা পাসওয়ার্ড।
অন্য অপারেটরদের জন্য কাস্টমার
কেয়ারে যোগাযোগ করে জেনে নিতে
হবে।
একইভাবে আউটগোয়িং কলও বন্ধ রাখা
যায়:-
বন্ধ করতে:-
*33*0000#
চালু করতে:-
#33*0000#
আপনি ইচ্ছে করলে পাসওয়ার্ড পরিবর্তন
করতে পারেন যেকোন সময়। আর উপরের
সবকিছুই করতে পারবেন টাকা খরচ না
করেই।

6 thoughts on "মোবাইল অফ না করে কল আসা বন্ধ করুন"

  1. suzon786 Contributor says:
    ধন্যবাদ
  2. Admin Contributor says:
    Add me on *****fb.com/imon.bd.18***** fb.com/official.imon*****
  3. sumon ahmed Contributor says:
    vai ami tri korechi. Amake passward block dekhay
  4. Choyon Contributor says:
    Phn dile ki switched off dekhabe??
  5. Parbej Mac Contributor Post Creator says:
    switch off volvena

Leave a Reply