রাজধানীর আগারগাঁওয়ে বিসিএস কম্পিউটার সিটি এবং এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টার কম্পিউটার সিটি সেন্টার দোকানসহ বিভিন্ন প্রযুক্তি বাজারে বিক্রি বেশ বেড়েছে। মাল্টিপ্ল্যান সেন্টারের মাল্টিমিডিয়া কিংডমের স্বত্বাধিকারী জিন্নাহ জুয়েল প্রথম আলোকে বলেন, এখন বাজারে বিক্রি বেশ বেড়েছে। ক্রেতাদেরও উপস্থিতি খুব ভালো। স্পিকার, গ্রাফিকস কার্ড, টিভি কার্ডসহ বিভিন্ন ছোট ছোট পণ্য ভালো বিক্রি হচ্ছে। গতকাল শনিবার ঢাকার একাধিক বাজার ঘুরে পাওয়া প্রযুক্তিপণ্যের দাম নিচে দেওয়া হলো।
স্পিকার: ইডিফায়ার (২: ১) ১,৬০০ থেকে ৩,২০০; মাইক্রোল্যাব (২: ১) ১,৫০০ থেকে ২,৬০০; ক্রিয়েটিভ এসবিএস (২: ১) ৯০০ থেকে ২,১০০ ও অ্যালটেক ল্যানসিং ১,৪০০ থেকে ৬,০০০ টাকা। অ্যান্টিভাইরাস: ইন্টেল সিকিউরিটি ১ ইউজার ১,০০০ ও ৩ ইউজার ২,০০০ টাকা৷ ই-স্ক্যান ১ ইউজার ৩০০ ও ৩ ইউজার ৯০০ টাকা৷ ট্রেন্ড মাইক্রো ১ ইউজার ৯৯০ ও ৩ ইউজার ১৭৯০ টাকা৷ ক্যাস্পারস্কি ১ ইউজার ১০৯৯ ও ৩ ইউজার ২১৯৯ টাকা৷