ইমাম তাবরানী ও ইমাম আহমাদ একটি ঘটনা
বর্ণনা করেছেন । রাসুল (সাঃ) এর যুগে
আলকামা নামে মদীনায় এক যুবক বাস
করতো । সে নামায, রোযা ও সদকার
মাধ্যমে আল্লাহ তায়ালার ইবাদাত
বন্দেগীতে অতিশয় অধ্যবসায়
সহকারে লিপ্ত থাকতো । একবার সে
কঠিন রোগে আক্রান্ত হলো । তার
স্ত্রী রাসুল (সাঃ) এর কাছে খবর
পাঠালো যে, “আমার সামী আলকামা
মুমূর্ষ অবস্থায় আছে । হে রাসুল, আমি
আপনাকে তার অবস্থা জানানো জরুরী
মনে করেছি ।” রাসুল (সাঃ) তৎক্ষণাত
হযরত আম্মার, সুহাইব ও বিলাল (রাঃ) কে তার
কাছে পাঠালেন । তাদেরকে বলে
দিলেন যে, “তোমরা তার কাছে গিয়ে
তাকে কলেমায়ে শাহাদাৎ পড়াও ।” তারা

গিয়ে দেখলেন, আলকামা মুমূর্ষ
অবস্থায় রয়েছে ।
তাই তারা তাকে “লা-ইলাহা ইল্লাল্লাহু” পড়াতে
চেষ্টা করতে লাগলেন । কিন্তু সে
কোন মতেই কলেমা উচ্চারণ করতে
পারছিল না । অগত্যা তারা রাসুল (সাঃ) কে
খবর পাঠালেন যে, আলকামার মুখে
কলেমা উচ্চারিত হচ্ছে না । যে ব্যক্তি
এই সংবাদ নিয়ে গিয়েছিলেন, তার কাছে
রাসুল (সাঃ) জিজ্ঞাসা করলেনঃ “আলকামার
পিতামাতার মধ্যে কেউ কি জীবিত
আছে?” সে বললোঃ “হে রাসুল, তার
কেবল বৃদ্ধা মা বেচে আছে ।” রাসুল
(সাঃ) তৎক্ষনাত তাকে আলকামার মায়ের
কাছে পাঠালেন এবং বললেনঃ “তাকে
গিয়ে বল যে, তুমি যদি রাসুল (সাঃ) এর
কাছে যেতে পার তবে চল, নচেত
অপেক্ষা কর, তিনি তোমার সাথে সাক্ষাত
করতে আসছেন ।” দূত আলকামার
মায়ের কাছে উপস্থিত হয়ে রাসুল (সাঃ) যা
বলেছিলেন যা বলেছিলেন তা জানালে
আলকামার মা বললেনঃ “রাসুল (সাঃ) এর জন্য
আমার প্রাণ উৎসর্গ হোক । তার কাছে
বরং আমিই যাবো ।” বৃদ্ধা লাঠি ভর দিয়ে
রাসুল (সাঃ) এর কাছে এসে সালাম করলেন
। রাসুল (সাঃ) সালামের জবাব দিয়ে
বললেনঃ “ওহে আলকামার মা, আমাকে
আপনি সত্য কথা বলবেন ।

লেখাটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। এতে পরবর্তীতে লিখতে উৎসাহ পাবো।

সবার থেকে আলাদা ও এধরনের নতুন সকল টপিক্স পরতে আমার সাইটে আসুন ~ BDprozukti.com

4 thoughts on "পিতামাতাকে অসন্তুষ্ট করার পরিণাম …"

  1. Rashed Khan Contributor says:
    সবার থেকে আলাদা টিপস
    কনে? অন্য সাইডে যে টিপস
    দেখি আপনার সাইডেও সেই
    টিপস দেখি
  2. Delower532 Contributor says:
    বাকিটা কোথায়?
  3. Shahriar_naim Contributor says:
    Hridoy Ahamed viya, hope u r well. Thanks for the post. But it is not a complete Hadith. If it possible please Re-post or complete it by comment. Best wishes for the next post.
    1. Hridoy ahmed Contributor Post Creator says:
      ok

Leave a Reply