রাসূলে পাক (সা.) রাতের বেলা খুব কম সময়ই ঘুমিয়ে কাটিয়েছেন। তিনি রাতের বেশিরভাগ সময়েই মহান আল্লাহ তায়ালার ইবাদতে মশগুল থাকতেন। কোন কোন রাত তিনি না ঘুমিয়েই কাটিয়ে দিয়েছেন। রাসূল (সা.) এর রাতের বেলার আমল সম্পর্কে জেনে, আমাদের প্রত্যেকেরই সেখান থেকে শিক্ষা নেয়া উচিত। এ প্রসঙ্গে একটি হাদিস নিচে বর্ণনা করা হলো।

আরবি হাদিস

ﻭَﻋَﻦْ ﻋَﺎﺋِﺸَﺔَ
ﺭَﺿِﻲَ ﺍﻟﻠﻪُ ﻋَﻨﻬَﺎ، ﻗَﺎﻟَﺖْ : ﻛَﺎﻥَ ﺍﻟﻨَّﺒِﻲُّ
ﷺ ﻳُﺼَﻠِّﻲ ﻣِﻦَ ﺍﻟﻠَّﻴْﻞِ ﺇﺣْﺪَﻯ ﻋَﺸﺮَﺓَ
ﺭَﻛْﻌَﺔً، ﻓَﺈِﺫَﺍ ﻃَﻠَﻊَ ﺍﻟﻔَﺠْﺮُ ﺻَﻠَّﻰ ﺭَﻛْﻌَﺘَﻴْﻦِ ﺧَﻔِﻴﻔَﺘَﻴْﻦِ، ﺛُﻢَّ
ﺍﺿْﻄَﺠَﻊَ ﻋَﻠَﻰ ﺷِﻘِّﻪِ ﺍﻷَﻳْﻤَﻦِ ﺣَﺘَّﻰ ﻳَﺠِﻲﺀَ ﺍﻟْﻤُﺆَﺫِّﻥُ

ﻓَﻴُﺆْﺫِﻧَﻪُ . ﻣﺘﻔﻖٌ ﻋَﻠَﻴْﻪ

বাংলা অনুবাদ:

আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ‘নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে এগারো রাকআত নামায পড়তেন। যখন ফজর উদয় হত, তখন তিনি দু’রাকআত সংক্ষিপ্ত নামায পড়তেন, তারপর তাঁর ডান পার্শ্বে শয়ন করতেন; শেষ পর্যন্ত মুআয্যিন এসে তাঁকে (জামাআতের সময় হওয়ার) খবর জানাত।’

[বুখারি ৬২৬, ৯৯৪, ১১২৩, ১১৩৯, ১১৪০, ১১৬০, ১১৬৫, মুসলিম ৭২৪, ৭৩৬, ৭৩৭, ৭৩৮, তিরমিযি ৪৩৯, ৪৪০, নাসায়ি ৬৮৫, ১৬৯৬, ১৭৪৯, ১৭৬২, আবু দাউদ ১২৫৪, ১২৫৫, ১২৬২, ১৩৩৪, ১৩৩৮, ১৩৩৯, ১৩৪০]

ইসলামের কথা এর অন্যান্য পোস্ট

One thought on "রাতের বেলা যে আমল করতেন মহানবী (সা.)"

  1. king star Contributor says:
    fine post.

Leave a Reply