بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
প্রিয় ট্রিকবিডি বাসি কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে অনেক ভাল আছেন।আপনাদের দোয়া ও ভালবাসায় আমিও অনেক ভাল আছি।
আজকে আলোচনা করবো একটি অসাধারণ AI ওয়েবসাইট সম্পর্কে।যার মাধ্যমে আপনি আপনার ছবিকে বিভিন্ন টেম্পলেট অনুযায়ী ফানি ভিডিও তৈরি করতে পারবেন।
আর ঐ ভিডিও গুলো আপনি চাইলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে চাইলে সবাইকে চমকিয়েও দিতে পারবেন।
যেমন যেকোন ছবিকে বেলুনের মতো ফুলিয়ে আকাশে উড়ানো,আবার যে কোন ছবিকে গাড়ি ইত্যাদি ট্রান্সফরমার করতে পারবেন।যা সত্যিই অসাধারন।
কিভাবে কাজটি করবেন চলুন দেখে নেওয়া যাক।
প্রথমে এই লিংকে ক্লিক করে নিন ➡ Pika.Art
ওয়েবসাইটে প্রবেশ করার পর Try Pika তে ক্লিক করুন।
এরপর আপনার জিমেইল/ইমেল/ডিসকোর্ড আইডি দিয়ে লগিন করে নিবেন।
লগিন হওয়ার পর আপনার পচ্ছন্দ অনুযায়ী যেকোন একটি টেম্পলেটে Try Now তে ক্লিক করবেন।
আপনার ছবি কেমন ভিডিও বানিয়ে দিবে তা এই ওয়েবসাইটের সকল টেম্পলেট এ এনিমেশন আকারে দেখিয়ে দিবে।
এরপর নিচে ছোট করে লেখা দেখবেন click pikaffect to try it now
এই লেখাটিতে ক্লিক করবেন।
এরপর inflate it এর পাশে জেনেরেট আইকনে ক্লিক করে দিবেন।
click image below to upload your own এই লেখাটিতে ক্লিক করে ছবি আপলোড করে দিবেন।
এরপর Inflate In এ ক্লিক করুন
এরপর ৪-৫ মিনিট অপেক্ষা করবেন।ইন্টারনেটের স্পীড অনুযায়ী কম- বেশি হতে পারে।
এরপর নিচে স্ক্রল করে দেখবেন।দেখুন আমার ভিডিও তৈরি হয়ে গেছে ডাউনলোড আইকনে ক্লিক করে ডাউনলোড করে নিবেন।
দেখুন আমার তৈরীকৃত ছবি কিভাবে ভিডিও হয়েছে।
এই ওয়েবসাইটটিতে আপনি কয়েনের মাধ্যমে ছবি জেনেরেট করতে পারবেন।আপনার কয়েন শেষ হলে নিদিষ্ট টাকার মাধ্যমে তাদের ওয়েবসাইটের সাবস্ক্রিপশন এর মাধ্যমে ছবি দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন ।
পরিশেষে আর কথা না বাড়িয়ে আজ এইখানেই বিদায় নিচ্ছি আমি
সোহেল আরমান রাজু
আমার সাথে যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন Facebook – Instagram – My Telegram Channel
পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।
সবাই ভাল থাকুন সুস্থ থাকুন ও নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি,ধন্যবাদ
আল্লাহ হাফেজ
https://trickbd.com/website/1585821
সাবটাইটেল ট্রান্সলেশন করতে এই পোস্টটি দেখুন
https://trickbd.com/apps-review/893050