[b]এই পোষ্ট এর সম্পুর্ন ক্রেডিট আমার ফ্রেন্ড Ashraf Uddinএর কিন্তু ও ট্রিকবিডিতে অথর হতে পারছে না,তাই তার হয়ে আমি করলাম পোষ্ট টি
যারা অনলাইনে ফোন ব্যবহার করে লেখালেখি করেন তাদের ও যারা কমবেশি অনলাইনে লেখেন তাদের জন্য এই পোষ্ট
♦♦Enter Box বড় করার জন্য আপনি অপেরা মিনি ছাড়া অন্য ডিফল্ট ব্রাউজারের মাধ্যমে যে কোন সাইটে বা ব্লগে পোষ্ট এমন কি ফেইসবুকে পোষ্টে কমেন্ট বক্স এর সাইজ বড় করতে পারবেন।
আপনারা আপনাদের কাঙ্কিত সাইটে করতে পারবেন, আমি করেছি ফেইসবুকে।
তাই এটা বোঝানোর জন্য আমার মনে হয় আর আর কোন কথা বলতে হবে না,তাই স্ক্রিনশট গুলা ফলো করুন।
তার পর সেই ডান দিকের নিচের কোনায় ৩টি ছোট করে চিহ্ন আছে,সেটাতে হাতের আঙ্গুল দ্বারা চাপ দিয়ে আস্তে করে করে নিচের দিকে নিন ডানের দিকে নিন,যত নিবেন তত বড় হবে।
কিন্তু ওই সকল সাইটে বক্সটা বড় হওয়ার জন্য তারা Size নির্ধারন করে রাখে তাই তাদের সাইজ অনুযায়ী বড় হবে,
তো এভাবে করার পর কিরকম হবে দেখুন।
দেখলেন,,হুম।।
আশা করি সবার ভালো লেগেছে, তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর TrickBD এর সাথে থাকুন । আর এই সাইট যদি ভালো লাগে আপনার বন্ধুকে আমন্ত্রন করবেন।ধন্যবাদ।
যদি কারো কোন প্রশ্ন থাকে তাহলে আমাকে ফেইসবুকে মেসেজ দিতে পারেন,ফেসবুকে আমি
2 thoughts on "Android দিয়ে Enter Box বড় করুন অনলাইনে,কোন রকম সফটওয়্যার ছাড়া।সহজ পদ্ধতি"