হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজ আপনাদের সামনে নিয়ে হলাম উইন্ডোজের পাশাপাশি যেভাবে ডুয়াল বুট এ Zorin OS ইন্সট্রল করবেন।
প্রথমে যারা আমার আগের পোস্ট দেখেন নি তারা অবশ্যই দেখবেন Zorin OS কি? জানতে চাইলে অথবা Distro ডাউনলোড করতে চাইলে নিচের পোস্টটি দেখুন।
ডাউনলোড করে নিন ১৯৩৮ টাকা মূল্যের উইন্ডোজের বিকল্প লিনাক্স কার্নেল Zorin OS Ultimate Premium Edition
এবার উপরের পোস্টটি পড়া হয়ে গেলে আপনাকে জানতে হবে কিভাবে ISO ফাইল থেকে বুটেবল পেনড্রাইভ তৈরী করতে হয়। যদি জানা থাকে ভালো নয়তো আমার নিচের পোস্টটি পড়ে নিতে হবে।
উপরের দুইটি আর্টিকেল পড়া হয়ে গেলে বুঝে নিব আপনি পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত।
প্রথমে বলে নেই সর্বনিম্ন ভাল পারফরমেন্স পেতে ১৬ জিবি জায়গা প্রয়োজন হবে ইন্সট্রল করতে।
এখন বিষয় হলো কিভাবে করবেন?
আপনি চাইলে আপনার হার্ড ডিস্কে ১৬ GB জায়গার একটি পার্টিশন তৈরী করতে পারেন।
পার্টিশন কিভাবে করে না জানলে ভাই সামনে আগানোর দরকার নেই?
..
ভাই রাগ করলেন নাকি?
আচ্ছা আমি সহজ একটা উপায় বলছি রাগ করার দরকার নেই আপনি চাইলে আপনার একটা ড্রাইভে Zorin OS ইন্সট্রল করতে পারবেন।
ধরুন আপনার হার্ড ডিস্কে তিন টি ড্রাইভ আছে C ড্রাইভ বাদে যে কোন একটি ড্রাইভ খালি করে ফেলুন।
(বি:দ্র: ভাই আপনার ফাইল আগে কপি বা কাট করে সরিয়ে নিবেন অন্যথায় আমি দায়ী নই)
যদি আপনার কাজ সম্পূর্ন হয় তবে পরবর্তী পদক্ষেপ গুলো দেখুন।
যেহেতু আমাদের কাছে বুটেবল ইউএসবি ড্রাইভ আছে তাহলে আমরা এবার লাইভ না চালিয়ে সরাসরি ইন্সট্রল করবো উইন্ডোজের পাশাপাশি ডুয়েল বুট করে।
install Zorin OS এ নির্ধারন করুন।
অপেক্ষা করুন……
উপরের মত আসলে install Zorin এ ক্লিক করুন।
উপরের ছবির মত Continue তে ক্লিক করুন।
উপরের মত Something else রেডিও বাটনে ক্লিক করুন। Continue ক্লিক করুন। এবার আপনার মত করে Country ঠিক করে নিবেন সাথে বেসিক গুলো ।
আপনার ভাষা English (US) নির্ধারন করুন।
(বি:দ্র: আপনি অন্য ভাষায় পারদর্শী হলে আপনার মত করে নির্ধারন করে নিবেন)
উপরের মত করে হার্ড ড্রাইভের পার্টিশন গুলো দেখাবে আপনার পূর্ব নির্ধারিত ড্রাইভটি ( ইন্সট্রলের জন্য যে ড্রাইভ খালি করেছেন) মাউস দিয়ে ক্লিক করুন। সাবধানে উল্টাপাল্টা ড্রাইভে ক্লিক রেখে সামনে আগাবেন না তাহলে আপনার প্রয়োজনীয় ফাইল হারিয় যাবে।
বাম পাশের নিচে দেখুন – (মাইনাস) চিহ্ন আছে ক্লিক করুন এতে আপনার নির্ধারিত ড্রাইভটি Free Space হয়ে যাবে ।
এবার Free Space এ ক্লিক করে মাইনাসের পাশের + বাটনে ক্লিক করুন।
উপরের ছবির মত করে সব ঠিক করুন তবে হ্যা আপনার পুরো ড্রাইভ টাকে তিন ভাগে বিভক্ত করা হবে তাই Space এর সাইজটি বাড়িয়ে নিতে পারেন mount point “/ ” সিলেক্ট করে ok প্রেস করুন।
এবার উপরের মত করে Mount Point “/home” নির্ধারন করুন।
আর হ্যা Space কতটুকু রাখবেন আপনার মত করে বসিয়ে নিবেন।
এবার শেষ পার্টিশন Swap Area কতটুকু রাখবেন তা বসিয়ে নিবেন উপরের ছবিটি লক্ষ্য করুন।
এবার আমাদের বানানো মাউন্ট পয়েন্ট “/” ক্লিক রেখে Install Now তে ক্লিক করুন।
অপেক্ষা করুন Zorin OS install হচ্ছে।
অপেক্ষা করুন জরিনা আপা বলে কথা মেকআপ করতে দেরী হচ্ছে।
অপেক্ষা করুন Zorin OS / জরিনা আপা প্রায় রেডি আপনার কম্পিউটারের সাথে ঘর বাধার জন্য।
উপরের মত আসলে আপনার দরকার মত নাম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন।
Restart চাইলে অনুমতি দিন নয়তো কিন্তু নিজেই নিয়ে নিবে।
তো আর কি আশা করি সবাই ভালভাবে
কাজ শেষ করছেন।
এরপর যদি কারো সমস্যা থাকে তবে আমার ইন্সটল করার ভিডিও টি দেখতে পারেন।
একটা মজার ঘটনা বলি আমি যেদিন প্রথম ইন্সট্রল করি আমি আমার ৩০০ GB সফটওয়্যার কালেকশন ভুলে ডিলেট করে ফেলেছিলাম আপনি আবার আমার মত করতে যাবেন না যেন।
আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
সৌজন্যে : সাইবার প্রিন্স
bt aI ta amr valo lagce na
amr age windows 10 cilo.
ami abr oi tay fire jete cai
tar jonno kI kora lagbe help pls
ami Tamon kicu vuji na
Help
2 ta OS e eksathe chalano jabe na???
ব্যস কাজ এটুকু
2ta Os e install korlam
ekhon computer start dewar por windows chalate chaile kivabe win chalbo??
ar start dewar por zorin chalate chaile kivabe chalabo??
Computer ki slow hbe??