পাখির মতো ডানা মেলে আকাশে উড়ার স্বপ্ন মানুষের বহুদিনের। বিশ্বের ইতিহাসে রাইট ভাইগন প্রথম এই স্বপ্নকে বাস্তবে রুপ দেন ও প্রথম ৩০ সেকেন্ডের জন্য আকাশে উড়েন। এটা হয়তো অনেকের অজানা, এই অসম্ভব স্বপ্নের বাস্তব রুপদানকারী বিশ্বখ্যাত রাইট ভাইয়েরা ছিলেন বাইসাইকেলের মেকানিক, যারা দিনের পর দিন পাখির উড়ার কৌশল পর্যবেক্ষন করে, তৈরী করেছিলেন উড়োজাহাজ।
রোবট বিমান নির্মানের বিষয়টি আরও সহজ করার জন্য, প্রতিটি বইয়ের সাথে সংযোজিত আছে, এক দশমিক ছয় ফিট দৈঘ্যের, একটি ইলাষ্টিক ইঞ্জিন বিমানের ড্রইং এবং টেকনিক্যাল গাইড। এই ড্রইং এবং গাইডটি অনুসরন করে, মাত্র কয়েক ঘন্টার মধ্যই একটি ইলাষ্টিক ইঞ্জিন বিমান বানানো সম্ভব, যেটি সত্যই আকাশে উড়তে পারে।
বইটি সর্ম্পকে বিস্তারিত জানতে এবং বইটি পড়তে ভিজিট করুন অনলাইন সাইট
সবাই ভাল থাকুন।