সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে –
এই নীতিবাক্য নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ২৬ মার্চ ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয় – আজকের ভিডিও/পোষ্ট এ – বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার এর সর্বমোট কয়টি সার্কুলার হয় –
কোন কোন পদবী তে সার্কুলার গুলো হয় এবং কি কি যোগ্যতা লাগে ইত্যাদি বিস্তারিত জানতে পোষ্ট টি শেষ পর্যন্ত দেখতে থাকুন –
আমরা পূর্বেও বলেছি বাংলাদেশ সেনাবাহিনীর পদবী গুলো ৩ ভাগে ভাগ করা হয়েছে –
১ – নন কমিশনড অফিসার
২ – জুনিয়র কমিশনড অফিসার
এবং ৩ – কমিশনড অফিসার
নন কমিশন এবং জুনিয়র কমিশনড অফিসার এর সকল পদবীর সার্কুলার নিয়ে আমাদের চ্যানেল এ একটি বিস্তারিত পোষ্ট রয়েছে – বাংলাদেশ সেনাবাহিনীতে ১ম পর্যায়ে সর্বমোট কয়টি সার্কুলার হয় – কোন কোন পদবী তে সার্কুলার গুলো হয় এবং কি কি যোগ্যতা লাগে ( বিস্তারিত )
আজকের পোষ্ট এ আমরা কমিশনড অফিসার এর সকল সার্কুলার নিয়ে কথা বলব ।
[ কমিশন্ড অফিসার পদবী পূর্বে সেকেন্ড লেফট্যানেন্ট পদবী দিয়ে শুরু হলেও বর্তমানে সরাসরি লেফট্যানেন্ট পদবী থেকে শুরু হয় ]
কমিশনড অফিসার পদবী গুলোর মধ্যে সার্কুলার হয় –
লেফট্যানেন্ট
ক্যাপ্টেন
এবং মেজর পদবীতে
উল্লেখ এই যে – বিভিন্ন পারপাস এ একই পদবীর ভিন্ন কোরে সার্কুলার হয়ে থাকে ।
[ এবং কমিশন্ড অফিসার এর কিছু কিছু সার্কুলার এ বিবাহিত এবং অবিবাহিত সকল প্রার্থী আবেদন করতে পারে ]
১ম সার্কুলার –
বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স পদবী ( লেফট্যানেন্ট )
এস এস সি বা এইচ এস সি এর মধ্যে যে কোন একটিতে জিপিএ ৫ এবং অন্যটিতে সর্বনিম্ন ৪.৫০ পেতে হবে যে কোন বিভাগ থেকে –
তবে কিছু কিছু ক্ষেত্রে এই ফলাফল এর কিছুটা পরিবর্তন হতে পারে ।
এবং কোন এইচ এস সি পরীক্ষার্থী আবেদন করতে পাড়বে কিনা এটিও সার্কুলার এ উল্লেখ থাকবে ।
যদি উল্লেখ না থাকে তাহলে আবেদন করা যাবে না ।
তবে যদি পরীক্ষার্থী দের আবেদন করার কথা বলা হয়ে থাকে এক্ষেত্রে তারাই আবেদন করতে পাড়বে যাদের এস এস সি তে জিপিএ ৫ ছিল ।
বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স পদবী ( লেফট্যানেন্ট ) পদবী নিয়ে আমাদের চ্যানেল এ একটি বিস্তারিত ভিডিও আছে ।
যা আপনারা উপরের আই বাটন থেকে ভিডিও টি দেখে নিতে পারেন ।
২য় সার্কুলার –
সরাসরি স্বল্প মেয়াদি কমিশন এ এফ এন এস অর্থাৎ আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস – পদবী ( লেফটেনেন্ট )
শিক্ষাগত যোগ্যতা –
এস এস সি এবং এইচ এস সি তে সর্বনিম্ন ৩.৫০ এবং
সরকার কর্তৃক অনুমোদিত নার্সিং কলেজ হতে বিএস সি ইন নার্সিং ডিগ্রি সহ ইন্টার্নশিপ সম্পূর্ণ কারি হতে হবে ।
বয়স – সার্কুলার এর তারিখ অনুযায়ী সর্বোচ্চ ২৬ বছর ।
৩য় সার্কুলার –
ডি এস এস সি (এ এম সি ) পদবী ( ক্যাপ্টেন এবং স্বল্প মেয়াদি কমিশন এ এম সি এবং এ ডি সি ( ক্যাপ্টেন )
শিক্ষাগত যোগ্যতা – এস এস সি ও এইচ এস সি তে জিপিএ ৫
এবং সরকার কর্তৃক অনুমোদিত মেডিক্যাল কলেজ হতে এম বি বি এস ডিগ্রি সহ ইন্টার্নশিপ সম্পূর্ণ কারি হতে হবে ।
এই সার্কুলার এর নিয়োগ প্রাপ্ত প্রার্থী রা আর্মি মেডিক্যাল কোর এবং আর্মি ডেন্টাল কোরে এ নিয়োগ পেয়ে থাকে।
৪র্থ সার্কুলার –
বি এম এ স্পেশাল কোর্স (পদবী লেফটেনেন্ট এবং ক্যাপ্টেন )
কোর – ইঞ্জিনিয়ার , সিগন্যালস,, ইএমই , আর ভি এন্ড এফ সি এবং এ ই সি ।
শিক্ষাগত যোগ্যতা – নির্দিষ্ট কিছু বিষয়ে বি এস সি ইঞ্জিনিয়ারিং এবং অনার্স বা বিবিএ ।
বয়স – সার্কুলার এর তারিখ অনুযায়ী সর্বোচ্চ ২৮ বছর ।
৫ম সার্কুলার –
ডিএস এস সি (স্পেশাল পারপাস এ এম সি ) পদবী মেজর –
শিক্ষাগত যোগ্যতা – এফসিপিএস/এফআরসিএস/এমএস/এমডি বা সমমান – এবং বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত হতে হবে ।
বয়স – সার্কুলার এর তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৪০ বছর ।
সকল সার্কুলার এর বিস্তারিত জানতে –
উদাহরণ সরূপ পূর্বের সকল পদবী গুলোর একটি করে সার্কুলার এই ভিডিও ডেসক্রিপশন এ ডাউনলোড লিং দিয়ে দেয়া হয়েছে । সেখান থেকে ডাউনলোড করে দেখে নিবেন ।
One thought on "সেনাবাহিনীর কমিশনড অফিসার এর সর্বমোট কয়টি সার্কুলার হয় ? কি কি যোগ্যতা লাগে ? বিস্তারিত"