Be a Trainer! Share your knowledge.
Home » Uncategorized » [Hot] ইউটিউব ও ফেসবুক ভিডিওর এডস ব্লক করার কি কি উপায় আছে?

[Hot] ইউটিউব ও ফেসবুক ভিডিওর এডস ব্লক করার কি কি উপায় আছে?

কি বলব উপাই নেই, অবশ্যই আছে ৷ প্রযুক্তিতে এমন কোন জিনিস নেই যে জিনিস আমাদের হাতের নাগালে নেই ৷ একটু ঘুরিয়ে ফিরিয়ে হলো সবকিছু করা সম্ভব ৷  প্রযুক্তি এমন একটা প্রযুক্তি এখানে সব কিছুই কঠিন, আবার সবকিছু সহজ ৷ কত সুন্দর  হাতের নাগালে ৷  এখানে যা কিছু চাওয়া হয় সবই পাওয়া যায় কিসের বিনিময় পাই আমরা কোন কিছুর বিনিময় ছাড়া তো আর কোন কিছু পাওয়া সম্ভব না ৷ প্রযুক্তি এমন একটি জিনিস যেটা বিনিময়ে আমরা এতকিছু হাতের লাগালে পাই ৷ এই যে একটা ওয়েবসাইট গুগলের এড দেওয়া আছে আর সেই অ্যাড দেখার জন্য গুগল টাকা পায় গুগল টাকা পেলে সেখান থেকে  ট্রিকবিডি কিছু পায় ৷ সুতরাং যদি এড না থাকতো তাহলে ট্রিকবিডিও পেতো না আর এই ওয়েব সাইট টিও চলতো না ৷ 

যাই হোক মুল প্রসঙ্গে চলে যাই ৷ 

ফেসবুক& ইউটিউব আমরা দৈনন্দিন জীবনে প্রতিদিন ব্যবহার করি ৷  ইউটিউবে যেকোন গান শোনার সময় আমরা ভিডিও আকারে এড পাই ৷ এটা প্রতিদিন হয় যেকোনো ধরনের ভিডিও দেখার সময় এরকম পাওয়া যায় ৷

তখন মনে হয় মোবাইলটা ছুড়ে ফেলে দেই ৷

 ফেসবুক চালানোর সময় ওই রকম ভিডিও এড পাওয়া যায় ৷ 

তাহলে এগুলো হাত থেকে বাঁচার উপায় নাই ? অবশ্যই আছে আপনার যদি কম্পিউটার ব্যবহার করে থাকেন তাহলে আপনার জন্য নিচের অ্যাপস গুলো অতি জরুরী ৷ 

নিচে থেকে যে কোন একটি অ্যাপস আপনি গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন ৷ এগুলো চালু করে রাখলেই আপনার ইউটিউব ও ফেসবুক ভিডিওর বিজ্ঞাপন অটোমেটিক ব্লক হয়ে যাবে ৷

 

গুগোলে লিখে সার্চ করলেই পেয়ে যাবেন।

 

 

?Youtube Add Remove:

আপনি যদি এন্ড্রয়েড ব্যবহারকারী হোন এবং ইউটিউব এপসটি কোনো বিজ্ঞাপন ছাড়াই ব্যবহার করতে চান তাহলে ইন্সটল করুন, YouTube Vanced apk যেহেতু এটি গুগোলের ট্রামস & কন্ডিশন বিরোধী, তাই এটি আপনি প্লে স্টোরে পাবেন না। YouTube Vanced লিখে গুগোলে সার্চ করুন এবং ডাউনলোড করে ইন্সটল করুন।

Apps ইউটিউব প্রিমিয়ার ব্যবহার করতে পারেন ইউটিউব প্রিমিয়ার চালু করলে আপনাকে মাসিক অর্থ ইউটিউবকে দিতে হবে যার বিনিময়ে আপনি এডের ঝামেলা থেকে চিরতরে মুক্তি পাবেন ৷

Facebook Add Remove. 

ফেসবুকের বিজ্ঞাপন রিমোভ করতে আপনার প্রোফাইল সেটিংস-এ যান তারপর Ads-এ যান 

এরপর Ad Preferences অপশন থেকে যাবতীয় সকল কিছু Not Allowed করে দিন।

 

আশা করছি এইবার আপনি ইউটিউব ফেসবুকের ভিডিওতে এডস এর প্যারা থেকে মুক্তি পাবেন।

 

ধন্যবাদ, অনেক অনেক ভালো থাকুন। ভালো লাগলে TrickBD সাথে এগিয়ে চলুন ৷

3 years ago (Nov 20, 2020)

About Author (80)

╰☆☆ Μ?Ⓜ?? ☆☆╮
author

কিছু শিখতে চাই, (?) কিছু জানতে চাই, (?)কিছু লিখতে চাই ৷(?)

Trickbd Official Telegram

4 responses to “[Hot] ইউটিউব ও ফেসবুক ভিডিওর এডস ব্লক করার কি কি উপায় আছে?”

  1. shamim jamaddar Contributor says:

    ইমু থেকে এড রিমুভ করার একটা পোস্ট দেন প্লিজ

  2. SplitGeoduck313 Contributor says:

    Amar Google voice lagbe

Leave a Reply

Switch To Desktop Version