আসসালামুয়ালাইকুম প্রিয় TrickBD এর সকল সদস্যগণ

কেমন আছেন সবাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন

আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, তাই বরাবর এর মত

আজকে আমি চলে আসলাম

আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে।

রাজশাহী হলো বাংলাদেশ এর উত্তরবঙ্গের একটি শহর

যা শিক্ষা নগরী নামে সারা দেশ জুড়ে জনপ্রিয় একটি নাম

রাজশাহী শুধু শিক্ষা নগরী নয়, খাবার এর জন্যও বিখ্যাত একটি

নাম, এইখানে প্রতি বছর বিশ্ববিদ্যালয় এ ভর্তি এর জন্য

সারা দেশ থেকে হাজার হাজার শিক্ষার্থী আসে। তাই সবাইকে

আমাদের রাজশাহী অনেক সুস্বাগতম ভাবে গ্রহন করে।

তাহলে চলুন জেনে নিই রাজশাহীর

কয়েকটি বিখ্যাত খাবার সম্পর্কে।

রাজশাহীর সব চেয়ে জনপ্রিয় হলো ,রাজশাহীর বিখ্যাত আম

যার সুনাম সারা বাংলাদেশে বিসৃত রয়েছে।

বলা হয় রাজশাহী জেলার চাঁপাইনবাবগঞ্জের আম সারা দেশে

বিখ্যাত, এই আম মে মাসের থেকে শুরু করে অগস্ট/ সেপ্টেম্বর

পর্যন্ত থাকে, রাজশাহীর আম এতই সুস্বাদু যেনো অমৃত।

রাজশাহী শহর এর আরেকটি বিখ্যাত

খাবার হলো সাজ্জাদ মামার বিখ্যাত লেবু পিনিক, যা একমাত্র

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায়।

রাজশাহীতে যারা অ্যাডমিশন টেস্ট দিতে আসেন তারা জানেন

এই বিখ্যাত খাবার সম্পর্কে। যদি আপনারা

কখনো রাজশাহীতে আসেন, অবশ্যই

এটা ট্রাই করতে ভুলবেন না।

রাজশাহীর আরেকটি বিখ্যাত খাবার হলো গরুর কালা ভুনা

মূলত রাজশাহীর নওহাটা এর কালা ভুনা

সবচেয়ে বেশি জনপ্রিয়, এছাড়াও আপনারা চাইলে রাজশাহীর

কাটাখালী তে অবস্থিত একতা হোটেল এর

কালা ভুনা ট্রাই করতে পারেন।

আমি কথা দিচ্ছি যদি একবার রাজশাহীর কালা ভুনা ট্রাই করেন

সারাজীবন মনে থাকবে , এটা এতই সুস্বাদু ।

রাজশাহীর আরেকটি বিখ্যাত খাবার গুলো এর মধ্যে রয়েছে

কালাই রুটি যেটা সারা বছর রাজশাহীতে পাওয়া যায়,

রাজশাহীতে এসে যদি কালাই রুটি ট্রাই না করেন তাহলে

আমার মতে অনেক বড় কিছু মিস করবেন।

কালাই রুটি এর সাথে পাবেন , মরিচ ভর্তা, বেগুন ভর্তা,

রাজহাস এর মাংস,, আরো অনেক কিছু,

যা একবার খেলে বার বার খেতে ইচ্ছে হবে ?

রাজশাহীর আরেকটি জনপ্রিয় পানিও সম্পর্কে

বলতে ভুলেই গেছি সেটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় এর

ইবলিশ চত্বর এর জুস বার।

সারাদিন ক্লান্ত সময় পার করে একটু খানি রিফ্রেশিং হতে

হলে অবশ্যই জুস বার থেকে জুস ট্রাই করতে পারেন

সব রকম এর ফল এর জুস খেতে পারেন এইখান থেকে

যা বলবেন সেটাই বানিয়ে দিবে তারা??

তো বন্ধুরা, রাজশাহীতে যদি আপনারা আসেন অবশ্যই

এইসব খাবার ট্রাই করবেন,, আর রাজশাহীতে সব সময়

স্বাগতম আপনাদেরকে,, যদি কখনো ময়লা আবর্জনা

এবং দৃষণ থেকে বের হয়ে কিছুদিন শান্তি মত থাকতে চান

চলে আসতে পারেন আমাদের গ্রিন সিটি রাজশাহীতে,,

রাজশাহী বাসী আপনাদের স্বাগতম জানাতে সব সময় প্রস্তুত?

তো, বন্ধুরা এই ছিল বিস্তারিত, ধন্যবাদ সবাইকে আমার

পোস্টটি পড়ার জন্য,,

এবং আরো বিস্তারিত জানতে হলে আমার ইউটিউব

ভিজিট করতে পারেন।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

এবং Trickbd এর সাথেই থাকবেন।

(বি. দ্রঃ আমি একটি ইউটিউব চ্যানেল খুলেছি সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ,,)

এই যে লিংক,,

আমার ইউটিউব চ্যানেল

24 thoughts on "রাজশাহী শহর এর বিখ্যাত খাবার গুলো সম্পর্কে জেনে নিন!!"

  1. sojol Contributor says:
    Juice tai akhnno khawa hoi ni
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      Rajshahi university asen Ami khawacchi?
  2. TAHER Author says:
    এগুলো কখন খাবো ভাবতেছি ?
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      Jekono somoy asen ami khawabo ??
    2. TAHER Author says:
      ইনশাআল্লাহ ভাই গেলে অবশ্যই দেখা হবে ?
  3. Rakib Author says:
    আমাদের রাজশাহী ?
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      Hmmm ?? amader rajshahi ??
  4. Levi Author says:
    রাজশাহী আমার জন্য বিখ্যাত।❤️
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      Bah ? jantam na to ???
    2. Levi Author says:
      আমি জানাইনি আপনাকে।আপনার কথা রিপিট করে লাভ ইমোজি দিয়েছি।
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      ????
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      Yes????
  5. abir Author says:
    ভাই কবে দাওয়াত দিচ্ছেন?
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      Vai any time Chole asun always ready to welcome to our guest ❣️❣️??
    2. abir Author says:
      Ok ..ek din na bole Cole jabo
  6. Mizan73 Contributor says:
    Very good..
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      Thank you ?
  7. Mizan Contributor says:
    Very good..hmm
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      Hmm?
  8. Uzzal Mahamud Pro Author says:
    রাজশাহীর ছেলের রাজশাহীর বিষয় নিয়ে পোস্ট.!
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      Hmm ভাই ??????
  9. Hridoy Islam Contributor says:
    রাজশাহী বিভাগে ধরতে গেলে নাটোরের কাঁচা গোল্লা আর বগুরার দই…. এইডা খুব প্রিয় আমার…।।:)

Leave a Reply