ওয়াপকা ইউজারদের এখন চিন্তা শেষ। কারন আজ আমি দেখাবো কিভাবে আপনি ওয়াপকায় কোন কোড দেওয়ার আগে কোডটি চেক করবেন। আপনারা যারা ওয়াপকায় কাজ করেন তারা মাজে মাজে এমন অনেক কোড বিভিন্ন সাইটে পান যেগুলা সাইটে প্রয়োগ করলেই আই মিন বসালেই সাইট আর এক্সেস করা যায় ন। তাই আমি দেখাবো কিভাবে সাইটে কোড দেওয়ার আগে কোডটি চালিয়ে নিবেন।

প্রথমে এখানে যান।

এখানে যে বক্সটি দেখছেন, এটার মধ্যে আপনার এইচটিএমএল কোডটি বসিয়ে Run বাটনে ক্লিক করুন। এখন ১ সেকেন্ড পরে দেখবেন আপনার কোডের আউটপুট। এছাড়া এই টুলসের মাধ্যমে আপনি এইচটিএমএল কোড খুবসহজে লিখতে পারবেন। উপরে দেখুন কতগুলো বাটন আছে সেগুলাতে ক্লিক করলেই অনেক কোড খুব সহজেই লিখতে পারবেন। আপনার লেখা লাগ এ না। যেমন আপনার কোডে লিংক যোগ করবেন, তো লিংক নামক বাটনে ক্লিক করে দেখুন কোড লেখা হয়ে গেছে। শুধু আপনার লিংকটি বসাবেন। ব্যাস কাজ শেষ।
আপনি চাইলে লিংকটি বুকমার্ক করে রাখতে পারেন। তাহলে ভুলে যাওয়ার সম্ভাবনা নেই।

তো উপভোগ করুন। আর একটা থ্যাংক্স দিন কমেন্টে।

আমার ব্লগঃ Ft Web BD

2 thoughts on "ওয়াপকা ইউজারদের জন্য সুখবর।"

  1. Cyber_Prince Author says:
    দরকারী জিনিস।
  2. Ft Farhad Subscriber Post Creator says:
    হুম

Leave a Reply