কেন আপনার সাইটে ফেভিকন যুক্ত করবেন।

আজকে আমি যে ট্রিক টি নিয়ে হাজির হয়েছি তাহলো কিভাবে আপনার সাইটে ফেভিকন যুক্ত করবেন এবং আপনার সাইটের টাইটেল টি আরো শুন্দর করবেন ।
একটি সাইটে ফেভিকন যে কতো গুরুত্বপুর্ণ তা একজন ভালো ওয়েব ডিজাইনার রাই জানে ।
আপনি লক্ষ করে দেখুন যে বড় বড় ওয়েবসাইট গুলোর সব গুলোতেই ফেভিকন আছে ।
অনেকেই ভাবে এটা ততটা গুরুত্বপূর্ণ না কিন্তু এর গুরুত্ব আপনি নিচের ছবিটা দেখলেই বুঝতে পারবেন।


আমাদের প্রিয় ট্রিকবিডিতেও কিন্তু এই নিয়মে ফেভিকন এড করা হয়েছিল কিন্ত এখন আর কাজ করেনা তাই আমি অ্যডমিন দের কাছে অনুরোধ করছি তারা যেন আবার trickbd তে নতুন করে ফেভিকন সেট করে । (এ্যাডমিন দের দৃষ্টি আকর্ষন করছি) ।
এর আগে অনেকেই ট্রিকবিডিতে ওয়াপকা সাইটের ফেভিকন যুক্ত করা নিয়ে পোষ্ট করেছিল কিন্তু তাদের পোস্ট অনুসরন করে সফল হতে পারিনি অনেকেই । কিন্তু আসলে এটি ছোটো কোড দিয়েই করা যায়। কোড টি নিচে দেখুন ।
একটি কথা মনে রাখবেন যে আপনার ওয়েবসাইট এর ফেভিকন ইউনিক হতে হবে। অন্য কোন সাইটের ব্যাবহার করা ফেভিকন ব্যাবহার করা যাবে না। আর .ico এক্সটেন্সনের ফেভিকন ব্যাবহার করা টাই উত্তম ।

.ico ফেভিকন জেনারেট করতে আপনাকে অনেক ওয়েবসাইট সাহায্য করবে যেমন https://www.favicon-generator.org একটি । প্রথমে ফটোশপ দিয়ে .png extension এর ফেভিকন তৈরি করে উক্ত সাইটে গিয়ে .ico তে কনভার্ট করতে পারবেন।
ফেভিকন নিচের এই কোড দিয়ে ওয়েবসাইটে এ্যাড করতে হয় ।

<link rel=”shortcut icon” href=”http://example.com/favicon.ico”>

প্রথমে আপনার সাইটের সার্ভারে আপলোড করুন তারপর সেই অনুযায়ি লিঙ্ক করুন। তারপর আপনার সাইটের হেডারে ট্যগে কোড টি পেস্ট করুন।
আমি এটি image আকারে দিলাম কারন trickbd তে কোড দিলে শো করে না।
আজ এই পর্যন্ত থাক। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ।

3 thoughts on "কেন আপনার ওয়েবসাইটে ফেভিকন যুক্ত করবেন জেনে নিন"

    1. Soyeb Khan Author Post Creator says:
      Tnx
  1. Levi Author says:
    সুন্দর।

Leave a Reply