আসসালামু আলাইকুম!

অনেকদিন পর, অনেক ভেবে চিন্তা করে আজ থেকে শুরু করলাম এডভান্সড এসইও (SEO) বেজড্ চেইন টিউন ( Chain Tune) ! আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক।

## এই নিয়মিত টিউন গুলোতে থাকবে এসইও (SEO) এর হাল্কা বেসিক থেকে শুরু করে এডভান্সড লেভেলের এসইও (SEO) ট্রিক যা হয়ত কোনো সাইটে আপনি খুঁজে পাবেন না। এখানে আমার পার্সোনাল নলেজ ও এক্সপেরিয়েন্স থেকে অনেক বিষয় তুলে ধরব তাই ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি!! ?

Google Bot কি?

Google Bot – গুগল বোট এক ধরনের ওয়েব ক্রাউলার যা প্রতিদিন বিলিয়ন ট্রিলিন ওয়েব পেজ ক্রাউল করে ও নির্দিষ্ট ও যোগ্য কিছু ওয়েবপেজ গুগল সার্চ ইনডেক্সে অন্তর্ভুক্ত করে।

** ক্রাউলারঃ অর্থ এক কথায় ঘাটাঘাটি করা বা ঘুরে ফিরে দেখা। একটি ক্রাউলার একটি ওয়েবপেজ এর এইচটিএমল কোড, লিংক, টেক্সট শুধু দেখতে পায়। এর বাহ্যিক ডিজাইন বা আউটপুট নয়।

** ইনডেক্সঃ গুগলে কোনো কিছু সার্চ দিলে যা কিছু বের হয়।

গুগল বোট এর আসল কাজ কি?

গুগল বোট বা ওয়েব ক্রাউলার মূলত প্রোগ্রামড্ সফটওয়ার যা বিভিন্ন ওয়েবপেজ ঘুরে বেরায় আর তথ্য সংগ্রহ করে গুগল সার্চ ডেটাবেজে প্রেরণ করে। ✌

আমার সাইট গুগল সার্চ রেজাল্টে দেখাতে গুগলবোট কিভাবে সাহায্য করে?

আপনার ওয়েবসাইট যত কষ্ট করেই তৈরি করুন না কেন সেটি যদি গুগলবোট দেখতে না পারে তবে কোনোই লাভ হবে না। আর কিভাবে আপনার সাইটকে গুগলবোট এর কাছে তুলে ধরবেন তা এসইও (SEO) তে শেখানো হয়ে থাকে।

## কেননা, আপনি যখন ওয়েবমাস্টার টুলস এ আপনার সাইটটি এড করেন তখন এটি আপনার সাইটকে ক্রাউল করার জন্য গুগলবোট পাঠিয়ে দেয়। গুগলবোট সবকিছু ঠিকঠাক দেখলে সাইটটির ইনডেক্সিং এর কাজ শুরু করে দেয় এবং কিছু দিনের ভিতরই আপনার সাইটের তথ্য সার্চ দিলেই গুগলে খুঁজে পাওয়া যায়।

কিভাবে বুঝব গুগলবোট আমার ওয়েবসাইট ক্রাউল করছে কি না?!

এটা বোঝার উপায় আছে গুগলেই। আপনি গুগল সার্চবক্সে গিয়ে site:yourdomain.com লিখে সার্চ দিলেই আপনার সাইট সম্পর্কিত সকল তথ্য যেগুলো গুগলবোট ক্রাউল করেছে সেগুলো দেখতে পারবেন।

গুগল বোট আপনার সাইটকে কিভাবে দেখে?

আপনি যেভাবে আপনার সাইটকে দেখেন গুগল বোট কিন্তু মোটেও সেভাবে দেখতে পারেনা তারা দেখে কোড হিসেবে। যেমন গুগল ডট কম লিংককে আপনি হয়ত দেখছেন,

Google.com

কিন্তু গুগল বোট তা দেখবে এইভাবেঃ

<a href=”http://google.com”>Google.com</a>

গুগল আপনার সাইটে যা যা দেখতে পারেঃ * HTML Code
* Javascripts (.js)
* CSS (.css)
* Texts & Numbers
* Special Character as html entity ( ‘@’ as ‘#64;’ )

গুগল আপনার সাইটে যা যা দেখতে পারে নাঃ
* Web Designs
* Pictures ( They see Image as <img src….)
* Files
* Marked Up Outputs

গুগল বোট কি দেখবে বা দেখবে না তা কি নিয়ন্ত্রণ করা সম্ভব?

হ্যাঁ সম্ভব। আপনি চাইলেই নির্দিষ্ট কিছু জিনিস গুগলবোটের নিকট হাইড করে রাখতে পারবেন।

★ Robots.txt এর মাধ্যমে।
★ Meta Header এ নির্দিষ্ট কিছু কমান্ড যুক্ত করে।
★ সাইটম্যাপ (Sitemap.xml) তৈরির মাধ্যমে।
★ inline Css যুক্ত করে।
★ গুগল ওয়েবমাস্টার টুলস বা Google Search Console ব্যবহার করে।

কতগুলো গুগল ক্রাউলার অনলাইনে রয়েছে?

এখন পর্যন্ত টোটাল নয় প্রকার ওয়েব ক্রাউলার গুগল থেকে তৈরি করা হয়েছে। Learn more

# Googlebot (Google Web search)

# Google Smartphone

# Google Mobile (Feature phone)

# Googlebot Images

# Googlebot Video

# Googlebot News

# Google Adsense

# Google Mobile Adsense

# Google Adsbot (landing page quality
check)

আজ এ পর্যন্তই। অনেক সহজ করেই লিখলাম প্রতি পর্বে পোস্টগুলো আরও ডিপ ও এডভান্সড হতে থাকবে তাই যাদের এসইও (SEO) সম্পর্কে নূন্যতম বা বেসিক জ্ঞান পর্যন্ত নেই তারা বেসিক শেখার চেস্টা করুন তারপর এডভান্সড শিখুন।

পরবর্তী পর্ব ২

??❤????⏰???⚽?⚾????✈??????????????????

## by Riadrox

যোগাযোগঃ

ই-মেইলঃ [email protected]

Facebook:Riadrox

9 thoughts on "[Advanced SEO][Part-1] Google Bot – গুগলবোট কি এবং এটি কিভাবে সাইট এর ডাটা কালেক্ট করে?"

  1. Forhad Rahman Author says:
    Nice Post Brother ☺??
  2. MD Shakib Hasan Author says:
    আমি অনেক দিন ধরে Triner Request দিয়েছি কিন্তু Admin রা এখনো আমার Post গুলো Review করেনি ।Plz আমার Post গুলো দেখেন আর আমাকে Author করেন Plz….
  3. Neymar Jr Contributor says:
    নাইস পোস্ট।
    ব্র চালিয়ে যান।
  4. Mr.Gamer Contributor says:
    অসাধারণ পোস্ট লিখেছেন 🙂 দ্বিতীয় পর্বের জন্য আমি ও বাকি সবাই অপেক্ষা করছে
  5. mr. X Contributor says:
    awesome bro…
  6. T-800 Expert Contributor says:
    Keep Continuing bro… Onek valo hocche…
  7. Inad Islam Author says:
    html, css, js dekhte parle web designing keno dekhte parbena? html css js php asp xml python java phpmyadmin firebase niyeito web designing naki?

Leave a Reply