আসসালামু আলাইকুম!

আজ পর্ব-২ এ আপনাদের কাছে তুলে ধরব এসইও (SEO) এর খুবই গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট। Robots.txt এর ব্যবহারবিধি এবং এটা একটি ওয়েবসাইটের এসইও (SEO) এর জন্য ঠিক কতটা জরুরি তা নিয়েই আজকের এই পোস্ট।

প্রথমেই,

Robots.txt ফাইল কি?

আপনারা হয়ত অনেকেই Robots.txt ফাইল সম্পর্কে জানেন। কারণ, এটি ওয়াপকার ফাংশনেও অনেকই ব্যবহার করেছিলেন।

## আমরা গত পোস্টে গুগলবোট কি? সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আর গুগলবোটকে যে ফাইল এর দ্বারা নিয়ন্ত্রণ করা করা যায় তাই হলো Robots.txt

## এটা কিছু কমান্ডের সমন্বয়ে সিম্পল টেক্সট ফাইল। (.txt)

## আপনার সাইটের Robots.txt ফাইলের লিংকঃ

http://yoursitedomain.com/robots.txt

Robots.txt ফাইলের উদাহরণঃ

User-agent: *
Disallow: /folder/xxx.jpeg
Disallow: /login.php
Allow:

User-agent: Googlebot
Disallow: /css/html.js

sitemap: https://trickbd.com/sitemap.xml

Robots.txt এর ব্যবহারঃ

উপরের উদাহরণ মনোযোগ দিয়ে দেখুন!

এখানে User-agent বলতে গুগলবোটকে নির্দেশ করা হয়।
এবং আগের পোস্টে যে নয়টি গুগলবোট তুলে ধরেছিলাম সবগুলো কে একত্রে * দ্বারা প্রকাশ করা হয়।

## অর্থাৎ, User-agent: * মানে আপনি সব গুগলবোটকেই নির্দেশ করছেন।

আবার,

Disallow: /folder বলতে আপনি ঐ ৯টি গুগলবোটকে এই ফোল্ডার এক্সেস করতে বাধা দিচ্ছেন।

## User-agent: Googlebot

Disallow: /css/html.js
User-agent: Google-Images
Disallow: /adult/photos

** আপনি চাইলে নির্দিষ্ট কিছু বোটকে ফাইল বা ফোল্ডার এক্সেসে বাধা দিতে পারবেন।

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নঃ

১) আমি সবকিছু Allow করব কিভাবে?

User-agent: *
Disallow:

অথবা,

User-agent: *
Allow:

** এখানে কিছুই দেওয়া নাই বা ফাঁকাস্থান = সব!

২) আমি কিছু Allow এবং কিছু Disallow
করব কিভাবে?

User-agent: *
Disallow: /
Allow: /blog

**শুধু “/” দেওয়া মানে হোম পেজকে allow বা disallow করা।

৩) নিচে সাইটম্যাপ ফাইল লিংক করা কি জরুরি?

## একদম না। আমি জানিনা মানুষ হুদাই কেন এখনও এটা দিয়ে দেয়। যদিও এটা আগে Best SEO Practise হিসেবে ধরা হতো কিন্তু যেটা এখন deprecated করা হয়েছে। দেওয়ার কোনো নিয়ম নাই দিলেও কোনো লাভ নেই। দিতে ভালো লাগলে দিয়ে দিন।

৪) Robots.txt ফাইল ইডিট করব কি দিয়ে?

## যেকোনো টেক্সট ইডিটর, নোটপ্যাড, মোবাইল কম্পিউটার, অনলাইন সফটওয়্যার ; যা কিছু আপনার খুশি!!

৫) Robots.txt ফাইল কোথায় লোকেটেড থাকে?

## সাধারণত ওয়েবসাইটের হোম ফোল্ডারে।

Robots.txt ফাইলের সুবিধা ও অসুবিধাঃ

সুবিধাঃ **

১) নির্দিষ্ট ফাইল ফোল্ডার গুগলকে একদমই একসেস করতে না দেওয়া।

২) কমান্ডগুলো খুব সহজ।

৩) টেক্সট ফাইল হওয়ায় যখন তখন ইডিট করা সম্ভব।

অসুবিধাঃ **

১) কমান্ড ভুল করলে, আপনার সাইটে যতই এসইও (SEO) কোনো লাভ নেই। গুগলবোট আপনার সাইটে ঢুকতেই পারবে না। তাই বুঝে শুনে।

ওয়ার্ডপ্রেস টিপসঃ ***

যাদের ওয়ার্ডপ্রেস (WordPress) সাইট আছে তাদের জন্য সুখবর হলো, বিভিন্ন আধুনিক SEO প্লাগিন রেয়েছে যেগুলো ব্যবহার করলে Robots.txt নিয়ে ভাবতে হয় না। নির্দিষ্ট পেজ অথবা পোস্টের পাশের অপশন থেকে Noindex বা Nofollow করে দিলেই Allow বা Disallow এর কাজ হয়ে যায়। এছাড়াও অনেক প্লাগিন দিয়ে Backend এই রোবট txt এর কমান্ড ইডিট বা যুক্ত করতে পারবেন।

পূর্ববর্তী পর্ব ১ পরবর্তী পর্ব ৩

* আপনারা অনেকেই হয়ত ভাবছেন এসব তথ্য আমি অন্য সাইট থেকে কপি বা মডিফাই করে লিখেছি। আপনার এ ধারণাটি সম্পূর্ণ ভুল। কারণ এসব কিছু আমার নিজের অভিজ্ঞতা থেকে লেখা। আর আপনারা বিশ্বাস করতে পারবেন কিনা জানিনা আমার মোবাইল দিয়ে এই পোস্ট লিখতে আমার পুরো ৩ঘন্টার মতো সময় লেগেছে যা মোটেও হেলাখেলার বিষয় নয়। একটা পোস্ট এতো সময় নেয় বলেই আমি তেমন পোস্ট করিনা বা করলেও দেরি হয়। তাই আশা করি সবাই ধৈর্য্য ধরবেন। এই Advanced SEO এর 50 Part পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। আপনাদের সহযোগিতা থাকলে সব সম্ভব ইনশাল্লাহ্!

??❤????⏰???⚽?⚾????✈??????????????????

## by Riadrox

যোগাযোগঃ

ই-মেইলঃ [email protected]

Facebook:Riadrox

12 thoughts on "[Advanced SEO][Part-2] Robots.txt ফাইল সেটাপ এবং গুরুত্বপূর্ণ টিপস।"

  1. Soyeb Khan Author says:
    Onek valo post. Witing for next post.
  2. mr. X Contributor says:
    ভালো পোস্ট। চালিয়ে যান।
  3. Monir Sarkar Pro Author says:
    ভাই মাঝে মাঝে চান্দে থেকে নামে?আর আবার উপের উইঠা যায়?
    1. Riadrox Legend Author Post Creator says:
      ??
  4. Ajidur Rahman Subscriber says:
    good post
    carry on?
  5. T-800 Expert Contributor says:
    Thanks!
  6. Rakib sr. Contributor says:
    vai apnake onek miss kori. u always best

Leave a Reply