হ্যালো বন্ধুরা!

আজকের পোস্টে পাঁচটি অসাধারণ Ai টুলস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব । যেগুলো আপনার ডেইলি লাইফে অনেক কাজে লাগবে । তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি।

 

১. Replicate.com

এই Ai tools টি আমার মনে হয় সবারই কাজে লাগবে। আপনার যদি কোন প্রকার ঝাপসা বা ঘোলা ছবি থাকে, আর সেই ছবি যদি এই ওয়েব সাইটে দেন তাহলে এটি আপনাকে ফুল এইচডি ছবি জেনারেট করে দিবে। আমি আগেও অনেক ফটো enhancer ব্যবহার করেছি কিন্তু এটার মতো এত ক্লিয়ার আউটপুট কোথাও পাইনি।

 

 

 

২. runwayml.com

যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের এই Ai tool টি অনেক উপকারে আসবে।

এই ওয়েব সাইটে যদি কোন ছবি দেন তাহলে এটা আপনাকে এত সুন্দর করে ভিডিও বানিয়ে দিবে, যে বোঝাই যাবে না এটি একটি ছবি ছিল। একটি নরমাল ইমেজ থেকে জীবন্ত ভিডিও বানিয়ে দিবে। এছাড়াও আপনি যদি তাকে কোন টেক্সট দিয়ে নির্দেশনা দেন কোন ভিডিও বানিয়ে দেওয়ার জন্য, এটা এমনসব ভিডিও বানিয়ে দিবে যার কালার গ্ৰাফিক্স দেখে আপনি অবাক হয়ে যাবেন।

 

 

 

৩. podcast.adobe.com

এটি একটি অডিও enhancer ai tools। আপনি যদি নরমাল কোন ফোন দিয়ে অথবা নরমাল কোন মাইক্রোফোন দিয়ে অডিও রেকর্ড করে থাকেন, আর সেই অডিও ওয়েবসাইটে দেন, তাহলে এটি আপনার অডিও কে প্রফেশনাল লেভেলের একটি অডিও বানিয়ে দিবে। বিশেষ করে আপনি যদি এমন কোন জায়গায় থাকেন যেখানে প্রচুর নয়েজ, তাহলে এটি প্রফেশনাল ভাবে এত ক্লিয়ার একটা অডিও দিবে আপনি রিতিমত অবাক হয়ে যাবেন।

 

 

 

 

৪. Futurepedia.io

এই ওয়েবসাইটে গেলে যত ধরনের Ai ওয়েবসাইট রয়েছে সবগুলো একসাথে পেয়ে যাবেন। এখন পর্যন্তযত Ai এসেছে সবগুলোর বিস্তারিত বর্ণনা সহ লিংক এখানে পেয়ে যাবেন।

 

 

 

৫. Copy.ai

এটি একটি AI কনটেন্ট জেনারেশন টুল। এটা মার্কেটিং প্রফেশনাল থেকে শুরু করে ব্লগার এবং কনটেন্ট ক্রিয়েটরদের জন্য খুবই উপকারী। এটা দিয়ে আপনি খুব দ্রুত সময়ে ব্লগ পোস্ট, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, ইমেইল, এমনকি বিজ্ঞাপনের কপি পর্যন্ত তৈরি করতে পারবেন। Copy.ai এর মাধ্যমে আপনি শুধুমাত্র কয়েকটি ইনপুট দিয়েই বিভিন্ন ধরনের রাইটিং আউটপুট পাবেন, যা আপনার সময় বাঁচাবে এবং মানসম্মত কনটেন্ট তৈরি করবে।

 

 

 

 

তো আজ এ পর্যন্তই, পোস্টটি ভালো লাগলে অথবা উপকারে আসলে লাইক কমেন্ট করতে পারেন। আসসালামু আলাইকুম।

One thought on "সেরা ৫টি Ai Website যেগুলি আমাদের দৈনন্দিন জীবনে অনেক দরকারি। Top 5 Most Useful Ai Tools"

Leave a Reply